English Version

কবিতা:বিশ্বাস আর অবিশ্বাস


বিশ্বাস আর অবিশ্বাস 

আবুসিদ্দিক বাদল

বিশ্বাস আর অবিশ্বাস, ঘিরে রেখেছে আমায়।

প্রতিনিয়ত প্রতিদিন প্রতিরাত, এরই মাঝে চলছে পথ আমার।

যখন যে দায়িত্ব আসে,করিনি অবহেলা।

সকল কিছু ভুলে, নিজেকে দেই শপে

শত্রু মিত্র সকলের তরে, নিজ গুনে।

একাকী বসে, ফলাফল দেখি মিলিয়ে

ওই সকল মানুষদের যোগ বিয়োগে,

বিশ্বাসের ঘাটতি রয়েছে, আমার কর্মফলকে ঘিরে।

 

বিডিটুডেস/২৩এপ্রিল’১৭