English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ঘরেই বিষাক্ত সাপ, কি করলেন এই মহিলা !


গৃহস্থ কখনওই চান না, তাঁর বাড়িতে সাপ ঘুরে বেড়াক। যদি তেমন করতে শুরু করে সরীসৃপের দল, তাহলে গৃহস্থ চেষ্টা করেন পেশাদার সাপ-ধরিয়েদের ডেকে বিষয়টার সমাধান করতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বাসিন্দা এই মহিলা ঠিক করেছিলেন যে, তাঁর বাড়িতে সর্পবিচরণের হেস্তনেস্ত তিনি নিজেই করবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি একদিন কাজ থেকে বাড়ি ফিরে এই মহিলা দেখতে পান, তাঁর বসার ধরে ঘুরে বেড়াচ্ছে এক সুবিশাল কালো সাপ! তিনি তাঁর মোবাইলের ভিডিও রেকর্ড সুইচটি অন করে লেগে পড়েন সাপ ধরার কাজে। একটি বালিশের ওয়াড়কে অস্ত্র করে তিনি এগিয়ে যান। সাপের মাথা প্রথমে সেই ওয়াড় দিযে চাপা দিয়ে দেন তিনি। ফলে সাপটি সাময়িক ভাবে অন্ধ হয়ে যায়। তার পরে সেই ওয়ার পোঁচিয়ে সাপটিকে তিনি পাকড়ে ফেলেন অচিরেই।

এর পরে সেই ভিডিও তিনি আপলোড করেন ফেসবুকে।