English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

কবিতা: হেরে গেলে বৃস্টির কাছে


হেরে গেলে বৃস্টির কাছে

আবুসিদ্দিক বাদল

———————————-

খরতপ্ত এদিনে ,থেমে থেমে বৃস্টি পড়ছে

বৃস্টির শব্দে, তোমার সুর কানে ভেসে আসছে।

মনে হচ্ছে, তুমি আছ আমারই পাশে।

তোমার কাছে, হয়তো হেরে গেলাম।

কিন্তু স্বপ্নাদেবী, হেরে গেলে তুমি আজ বৃস্টির কাছে।

বৃস্টি আজ, বার বার বলছে আমায়,

তোমার কান্নার চোখের পানি,

বৃস্টির পানির সাথে মিশে একাকার।