English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

অবশেষে ওয়ানডে দলে ডাক পেলেন মারামারির অভিযোগে নিষেধাজ্ঞায় থাকা স্টোকস-হেলস

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

নাইট ক্লাবে মারামারির অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই ইংল্যান্ড ওডিআই দলে ডাক পেয়েছেন বেন স্টোকস এবং অ্যালেক্স হেলস। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তারা খেলবেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

দুই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ মিস করেন। ওই সময় নাইটক্লাবে মারামারি করে আলোচনায় আসলে ইসিবি তাদের দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়।

বলা হচ্ছে, খেলতে অসুবিধা নেই হেলসের। কেননা ঘটনার সঙ্গে তার দোষ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ইংলিশ গণমাধ্যম বলছে, হেলসও শেষ পর্যন্ত ফেঁসে যেতে পারেন।


অ্যাশেজে ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভাল নয়। দলটি স্টোকসের অভাব অনুভব করছে দারুণভাবে। ওয়ানডেতে তাকে না পেলে ইংল্যান্ড আরও বিপদে পড়তে পারে।


ইংল্যান্ডের ওয়ানডে দল:


১- ইয়ন মরগান (অধিনায়ক)
২- জ্যাসন রয়,
৩- জনি ব্যারিস্টো,
৪- অ্যালেক্স হেলস,
৫- জো রুট,
৬- স্যাম বিলিংস,
৭- জস বাটলার,
৮- বেন স্টোকস,
৯- মঈন আলী,
১০- আদিল রশীদ,
১১- ডেভিড উইলি,
১২- লিয়াম প্লাঙ্কেট,
১৩- টম কুরান,
১৪- মার্ক উড,
১৫- জ্যাক বল।