English Version

আইপিএলে ১০০ উইকেট কাবু করলেন জাদেজা

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: আইপিএলে ১০০ উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম বাঁহাতি স্পিনার, যিনি ১০০ উইকেটের মালিক হলেন। তবে ১০০ উইকেট পেতে জাদেজা নিলেন ১৬১ ম্যাচ। আইপিএলে এর আগে যারা ১০০ উইকেটের মালিক হয়েছেন। তাদের এত ম্যাচ লাগেনি। বৃহস্পতিবার রাজস্থান ম্যাচে স্টিভ স্মিথকে ফিরিয়ে ১০০ উইকেটের মালিক হন জাড্ডু।  ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল জিতেছিলেন জাদেজা। তারপর যান কোচি টাস্কার্সে। ২০১২ সালে নিলামে জাদেজাকে কিনে নেয় চেন্নাই। ২০১২ সালে চেন্নাইয়ের হয়ে ১৯ ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন জাদেজা। ২০১৪ সালে ১৬ ম্যাচে নেন ১৯ উইকেট। চেন্নাই দু’‌বছর নির্বাসিত থাকায় গুজরাট লায়ন্সে ছিলেন জাদেজা। কিন্তু গুজরাটের হয়ে দুই মরশুমে নেন মাত্র ১৩ উইকেট। ২০১৮ সালে ফের চেন্নাইয়ে ফিরেই ছন্দে ছিলেন বাঁহাতি স্পিনার। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট।

জাদেজার আগে ১২ জন আইপিএলে ১০০ উইকেট নিয়েছেন। ১১৩ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে শীর্ষে লাসিথ মালিঙ্গা। তালিকায় দুইয়ে আছেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র। তাঁর ঝুলিতে ১৪৯ উইকেট। তিনে কলকাতার পীযূষ চাওলা। তিনি পেয়েছেন ১৪৪ উইকেট। চারে ও পাঁচে যথাক্রমে ডোয়েন ব্রাভো ও হরভজন সিং। এছাড়া ১০০ উইকেটের তালিকায় আছেন ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, সুনীল নারাইন, উমেশ যাদব, আশিস নেহরা, বিনয় কুমার, জাহির খান। ষষ্ঠ স্পিনার হিসেবে আইপিএলে ১০০ উইকেট হল জাদেজার। বিডিটুডেস/আরএ/১২ এপ্রিল, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

one × three =