English Version

আকাশে আগুনের গোলা!! ভাইরাল ভিডিও অনলাইনে

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: আকাশে ছুটছে আগুনের গোলা, রহস্যময় ভিডিও ঘিরে তোলপাড়, দেখুন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের গোলাটি ছুটতে ছুটতে দু’ভাগে ভেঙে যাচ্ছে। আকাশ জুড়ে ছুটে বেড়াচ্ছে আগুনের গোলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কী ওই আগুনের গোলার রহস্য? আপাতত সেই নিয়েই আলোচনা তুঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের আকাশে দেখা গিয়েছে ওই দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের গোলাটি ছুটতে ছুটতে দু’ভাগে ভেঙে যাচ্ছে।

ওই আগুনের গোলার উৎস কী? আপাত ভাবে উঠে এসেছে দু’টি তত্ত্ব। রাশিয়া সেনাবাহিনী জানিয়েছিল ভূমণ্ডলে ঢুকতে চলেছে একটি উপগ্রহ। নিউজিল্যান্ডের ওটাগো মিউজিয়ামের অধিকর্তাদের তরফে জানানো হয়েছে, ওই আগুনের গোলাটিই সেই উপগ্রহ। অকল্যান্ডের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি অবশ্য এমন ধারণার সঙ্গে একমত নয়। ওই সোসাইটির সভাপতি বিল থমাস জানিয়েছেন, ওটা উপগ্রহ নয়। সম্ভবত ওটা একটা ধূমকেতু। সাধারণত, এই ধরনের ভিডিও দেখা গেলেই অনেকে ভিনগ্রহের যান বলে দাবি করেন। এবার এখনও পর্যন্ত তেমন দাবি অবশ্য কিছু শোনা যায়নি। এবেলা অবলম্বনে, বিডিটুডেস/আরএ/০৯ জানুয়ারি, ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

11 + 3 =