English Version

আরও ভয়ঙ্কর ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এর নতুন ট্রেইলার (ভিডিও)

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক:  জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী জুনে। ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করা হয়েছে। এরইমধ্যে ছবিটির নতুন ট্রেইলার মুক্তি দেয়া হয়েছে। প্রথম ট্রেইলারটি ছাড়া হয়েছিল গত বছর। প্রথমটির চেয়ে দ্বিতীয় এই ট্রেইলারটি আরও ভয়ঙ্কর আর কৌতূহলোদ্দীপক। এতে দেখানো হয়েছে, ডাইনোসর স্বয়ং ঢুকে পড়েছে বেডরুমে!

‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ ছবিতে ক্রিস প্র্যাট ও ব্রাইস ডালাসের চরিত্র দুটি ফিরিয়ে আনা হয়েছে যারা ডাইনোসরকে বিলুপ্তির হাত থেকে রক্ষার চেষ্টা করেন। জে.এ.বেয়না পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ২২ জুন।
https://youtu.be/5wtQx8kXL1k
বিডিটুডেস/রুস/5.02.18