English Version

ইসলামিক লাইফস্টাইল থেকে দূরে ইসলামী অনুসারীরা

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: আমরা মুসলিম এটাই চিরন্তন সত্য। আমরা নিজের অজান্তেই অনেক সময় করে ফেলি বা অনুসরণ থাকে যা আসলে আমাদের ধর্মে গ্রহণযোগ্য নয়। লাইফ স্টাইল, চলাফেরা ইত্যাদি সকল ক্ষেত্রেই আমাদের কেন জানি পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়া। কিন্তু ভেবে কি দেখেছেন যে এই আধুনিকতা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে। একটু লক্ষ্য করলে দেখবেন যারা ফিল্ম – নাটক, মুভি গান ইত্যাদি দেখতে অভ্যস্থ তারা ওইসব সেলেব্রিটিদের মতই চিন্তাভাবনা ও আচরন করে……! অথচ আমরা অধিকাংশ মুসলিমরা এদের লাইফ স্টাইল ফলো করতে করতে মনের অজান্তে কখন যে ব্যাকডেটেড আর ব্যাক্তিত্বহীন হয়ে গেছি তা বুঝতে ও পারছি না… ওরা আমাদের যা শেখাচ্ছে আমরা আধুনিকতা মনে করে তাইই করছি…

আরো পড়ুন:- সুস্থ গর্ভধারণের কিছু মৌলিক প্রস্তুতি!

এর কারন হলো: মূলত মানুষ তাইই যা সে দেখে-শুনে ও পড়ে!
সাইন্স বলে, আমরা সেরকমই আচরন করব যা আমরা দেখি -শুনি ও পড়ি।

তাই আমি মনে করি, আমরা মুসলিমরা নিজেদের ধর্মীয় লাইফস্টাইল থেকে দূরে থাকার এবং বিভিন্ন সেলেব্রিটিদের লাইফ স্টাইল গ্রহন করার মূল কারনটাই হল আমরা ফিল্ম-মুভি গান দেখতে অভ্যস্থ আর ইসলামিক লেকচার আর কুরআন পড়তে অনুৎসাহিত!

মূলত এইখানে আমি যা শেয়ার করতে চাচ্ছি তা হলো,, ইসলামিক লেকচার দেখা-শুনা ও কুরআন-হাদিস পড়া ছাড়া আমরা কখনই আল্লাহ প্রদত্ত লাইফ স্টাইলে প্রভাবিত হতে পারব না!!!
আমাদের উচিত কুরআন – হাদিস পড়া ও বিভিন্ন ইসলামিক লেকচার দেখায় অভস্থ্য হওয়া অন্যথায় ফিল্ম – মুভি গান দেখার মাধ্যমে আমরা শয়তান আর অজ্ঞ সেলেব্রিটেদের দ্বারা প্রতিমুহূর্তে প্রভাবিত হতেই থাকব! বিডিটুডেস/আরএ/১৩ ফেব্রুয়ারি, ২০১৮