English Version

ঐশ্বরিয়া ফিরছেন অমিতাভের সঙ্গে!

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: দীর্ঘ ন’বছর পর অনস্ক্রিন কামব্যাক করার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। সৌজন্যে অনুরাগ কাশ্যপ প্রোডাকশনের ‘গুলাব জামুন’। কিন্তু দিন দু’য়েক আগে জানা গিয়েছে, সেই ছবিতে অভিনয় করবেন না এই জুটি। অর্থাৎ অভিষেক-ঐশ্বরিয়ার অনস্ক্রিন কামব্যাক এই মুহূর্তে হচ্ছে না। তবে অভিষেকের সঙ্গে না দেখা গেলেও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যেতে পারে ঐশ্বরিয়াকে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পন্নিয়ান সেলভান’ অবলম্বনে সিনেমা তৈরি করতে চলেছেন মণি রত্নম। বিগ বাজেটের এই ঐতিহাসিক ছবিতে অমিতাভ বচ্চনের নাম আগেই ভেবেছিলেন পরিচালক। সদ্য সে ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন ঐশ্বরিয়াও।

পিএলআইডি রোগে কোমর ব্যথার ব্যায়াম।

পিএলআইডি রোগে কোমর ব্যথার সহজ ব্যায়াম।।লাইক ও শেয়ার করে সাথেই থাকুন।।ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধানডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব লিঃশেয়ার করে অন্যদের সাহায্য করুন। সাহায্য ও পরামর্শ : ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Posted by Dr.Md.Shafiullah Prodhan on Monday, January 7, 2019

১৪ জানুয়ারি পোঙ্গল উত্সবের সময় এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন মণি রত্নম। এছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকাকে দেখা যেতে পারে এই ছবিতে। তবে নতুন এই ছবির বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অমিতাভ বা ঐশ্বরিয়া কেউই। অন্যদিকে ‘গুলাব জামুন’ নিয়ে খুবই আশাবাদী ছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। শুটিং শুরুর আগে চিত্রনাট্যে কিছু পরিবর্তনের দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু সেই দাবি মানতে নারাজ অনুরাগের টিম। সে কারণেই ‘গুলাব জামুন’-এ দেখা যাবে না অভিষেক-ঐশ্বরিয়াকে। বিডিটুডেস এএনবি/ ১০.০১.১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

4 + twelve =