English Version

কুবিতে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালার উদ্বোধন

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


নাজমুল সবুজ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান, উপ সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক মোঃ শরীফুল ইসলাম।

উল্লেখ্য, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ক ৫ দিনব্যাপী এ কর্মশালা আগামী ১৯ তারিখ পর্যন্ত চলবে। এ কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ টেক লিমিটেড এর সিইও মো. মিজানুর রহমান। এ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এন্ড ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

বিডিটুডেস/ নাভূ/ ১৫.০৩.১৮