English Version

চলিতেছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনামার শুটিং

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: আসিতেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমাটি। ২০১৪ সালে প্রকাশিত এই উপন্যাস অবলম্বনে নির্মাণাধীন শুটিংয়ের প্রথম ধাপ গত ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীর কোম্পানী গঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় শুরু হয়। এখানে শুটিং চলবে ৮ দিন ব্যাপী।

জানা গেছে, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। সিনামাটিতে ফেরদৌসকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে এবং পূর্ণিমা অভিনয় করবেন এনজিও কর্মীর চরিত্রে। এছাড়াও অতিথি শিল্পি অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

সিনেমার শুটিংয়ের বিষয়ে পরিচালক নঈম জানান, ‘আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ে দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন আশা করছি’। বিডিটুডেস /ডি আই/ ১০ ফেব্রুয়ারি, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

nine + four =