English Version

চৌগাছায় জাগরণী ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা উপজেলায় দুই দিন ব্যাপী আন্তঃফুটবল টুর্নামেন্টের আয়োজন করে জাগরণী ফাউন্ডেশন । বুধবার (৯ জানুয়ারী) সকাল দশটার সময় পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হয় । ফুটবল টুর্নামেন্টটি জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক (পিকেএস) ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয় । টুর্নামেন্টের প্রথম ম্যাচের খেলা উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন খেলাধুলা এমন একটি বিষয় যার মাধ্যমে অন্যের সাথে পরিচয়, সৌহার্দ্য, ভালোবাসা, সম্পর্ক ইত্যাদি গড়ে ওঠে । এছাড়া ভালো খেলোয়াড়রা আর্থিক দিক দিয়ে লাভবানও হয়ে থাকে । আমরা যদি জাতীয় খেলার হিসাব করি তাহলে দেখা যায় ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলায় এক দেশের সাথে অন্য দেশের সুসম্পর্ক গড়ে ওঠে ।

আমাদের পাশের দেশ ভারত, পাকিস্থান এবং ফুটবল খেলায় কয়েক বার বিশ্বকাপ পাওয়া দেশ ব্রাজিলের কথা হিসাব করলে আমরা এগুলো বুঝতে পারি । ব্রাজিলের খেলোয়াড়দের উপার্জিত অর্থের দ্বারা দেশ অনেক এগিয়ে গিয়েছে । আবার আমাদের বাংলাদেশ নামক ছোট দেশটি বহির বিশ্বে তেমন কেউ চিনতো না । বাংলাদেশ এখন ক্রিকেটের জন্য বাইরের দেশে পরিচিতি পেয়েছে । সুতরাং আমরা খেলাকে অবহেলা করবো না । লেখাপড়ার পাশাপাশি এটাকে ধরে রাখার চেষ্টা করবো । সাথে সাথে তিনি ফুটবল খেলার আয়োজনের জন্য জাগরণী ফাউন্ডেশনকে ও ফুটবল খেলার ভেন্যু হিসাবে পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলার সুযোগ প্রদানের জন্য পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জ্ঞ্যাপন করে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও রায়নগর চারাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বের মাধ্যমে খেলার উদ্বোধন করেন । পরিচয় পর্বের সময় তিনি বলেন এই উপজেলায় নতুন যোগদান করলেও ইতিমধ্যে আমি জেনে গেছি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানী খেলাধুলায় উপজেলাতে নামকরা । এসময় আরও উপস্থিত ছিলেন পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ ওয়ালিয়ার রহমান, পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান,

জাগরণী চক্র ফাউন্ডেশনের চৌগাছা উপজেলার এরিয়া ম্যানেজার মোঃ খবীর উদ্দীন, জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর অফিসার ইনচার্জ জুবায়ের আহম্মেদ, আজকের খেলায় অংশগ্রহণকারী উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা । বুধবারে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে আটটি মাধ্যমিক বিদ্যালয় এবং খেলাটি চারটি ম্যাচে অনুষ্ঠিত হয় । প্রথম ম্যাচ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বনাম রায়নগর চারাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় ম্যাচ মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয় বনাম পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় ম্যাচ সলুয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বনাম পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয় এবং চতুর্থ ম্যাচ চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম জগদীশপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয় । প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে গ্রীষ্মকালীন আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে বার বার উপজেলা চ্যাম্পিয়ান এবং জেলা চ্যাম্পিয়ান হওয়া সেই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানী (৩-০) শূন্য গোলে রায়নগর চারাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়কে হারায় । দ্বিতীয় ম্যাচে মডেল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় ম্যাচে পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় এবং চতুর্থ ম্যাচে পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয় । একই দিনে দ্বিতীয় রাউন্ডে আবারও সেই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানী (৩-০) গোলে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে এবং পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয় (৩-০) গোলে পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে । জাগরণী ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান আগামিকাল বৃহস্পতিবার ১০ জানুয়ারী একই মাঠে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ফাইনাল খেলাটি ঠিক বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে । বিডিটুডেস/আরএ/০৯ জানুয়ারি, ২০১৮

পিএলআইডি রোগে কোমর ব্যথার ব্যায়াম।

পিএলআইডি রোগে কোমর ব্যথার সহজ ব্যায়াম।।লাইক ও শেয়ার করে সাথেই থাকুন।।ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধানডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব লিঃশেয়ার করে অন্যদের সাহায্য করুন। সাহায্য ও পরামর্শ : ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Posted by Dr.Md.Shafiullah Prodhan on Monday, January 7, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

eight − four =