বিডিটুডেস ডেস্ক: ঈশ্বরদীর পাকশীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে এক ডাকাতকে। সোমবার রাতে পাকশীর পদ্মা নদীর বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের নাম জানানো হয়নি। গ্রেফতার সাব্বির হোসেন ওরফে ডাকাত টনির বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, নদী পথে ইয়াবা আসছে- এমন খবরে বালুরঘাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় পুলিশও ৪-৫ রাউন্ড পাল্টা গুলি করে। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে গেলেও টনিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, টনি সংঘবদ্ধ একটি ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা রয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক জানান, ডাকাতদের সাথে বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
বিডিটুডেস/ এস আই/ ১৪ নভেম্বর, ২০১৭