English Version

তামিমের কথায় পাল্টে গেল মিরাজ

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচে সাকিববাহিনীদের স্পিন জাদুতে ইনিংস ও ১৮৪ রানে হারলো ক্যারিবিয়ানরা। ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরে-বাংলা-স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫০৮ রান করার পর ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় মাত্র ১১১ রানে! প্রথম ইনিংসেই বাংলাদেশ পায় ৩৯৭ রানের বিশাল লিড।

 ইউটিউব এ সাবস্ক্রাইব করুন

মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসানের মায়াবী ঘূর্ণি ফাঁদে পড়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১০ উইকেটের ৭টিই নিলেন মেহেদী হাসান মিরাজ এবং ৩টি নিলেন সাকিব আল হাসান। বাকি বোলাররা হয়ে থাকলেন দর্শক। তবে ম্যাচ সেরা হওয়ার পেছনের গল্প জানালেন মিরাজ। মিরাজের সব পারফম্যান্সের পিছনে ছায়া হয়ে ছিলেন তামিম ইকবাল। মিরপুর টেস্টের পর মেহেদী হাসান মিরাজ নিজে বলেছেন এমনটি।

চট্টগ্রাম টেস্ট খারাপ গেলেও মিরাজের এভাবে ঘুরে দাঁড়ানোর মূলে তামিম ইকবালে কিছু কথা। মিরপুর টেস্টের পর সংবাদ সম্মেলন থেকে ফিরতে ফিরতে মিরাজ জানালেন সেই কথা, ‘তামিম ভাই বলেছিলেন, এক ইনিংসে ভালো হয়নি, এটা নিয়ে আপসেট থাকার কিছু নেই। নাঈম ভালো বল করেছে, তুই খুশি থাক। দেখবি তুই ভালো বল করলে কপালে থাকলে উইকেট পাবি। তুই যদি চিন্তা করিস নাঈম ভালো বল করছে, তুই পারছিস না, এটা যদি মাথার ভেতর ঢুকে যায় তুই কখনো ভালো করতে পারবি না। ভালো খেলোয়াড় হতে পারবি না।’

মিরাজ বললেন, ‘তামিম ভাইয়ের এই কথা বলার পরে আমাকে আরো বলেছে, তোকে আমরা সবাই চিনি। তুই যেভাবে বল করিস, তুই তো প্রমাণ করা খেলোয়াড়। তুই যতো দলের সঙ্গে খেলেছিস, সব জায়গায় পারফর্ম করেছিস। একটা ম্যাচে খারাপ হতেই পারে। তবে তোর ভালো করার অনেক সুযোগ আছে। তুই প্রমাণ করতে পারবি আমার এটা বিশ্বাস আছে।’

বিডিটুডেস এএনবি/ ০৩.১২.১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

nineteen − 6 =