English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

নওগাঁয় অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


জি.এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধি:  নওগাঁয় বিদেশী দুটি পিস্তল, ৪টি ম্যাগজিন সহ অস্ত্র ব্যবসায়ী জয়নাল হোসেন (৩৯) ও ফারুক হোসেন (৩১) কে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে নওগাঁ-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের ধামুরহাট উপজেলার বিহারীনগর নুরাণী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের  আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল হোসেন এবং একই গ্রামের শফিউল মন্ডলের ছেলে ফারুক হোসেন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার একে এম এনামুল করিম জানান,  দুপুর দুটার দিকে বিহারীনগর নুরাণী মাদ্রাসা মোড় এলাকায় অস্ত্র চালান হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় মোটরসাইকেলে থাকা  দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছে থেকে দু’টি ৭.৬৫ এম এম বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিডিটুডেস/ এস এ / ১৪ নভেম্বর, ২০১৭