English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

না’গঞ্জে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, আহত ৬

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক:  নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ  হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৬ জন । মঙ্গলবার বিকেলে পিএম গার্মেন্টে এই  ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাপস ও দেলোয়ার নামের দগ্ধ দুই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শ্রমিক বাপ্পী, শেফালী, মিনতি দাস, রুমা, নুরুন্নাহার ও আসমাকে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত শ্রমিকরা জানান, গোদনাইল এলাকায় পিএম গার্মেন্টে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক তাপস ও দেলোয়ার পুড়ে যান।এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে গার্মেন্টসের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ৬ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পরে  দুই জনের অবস্থা খারাপ হলে তাদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি ৬ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিডিটুডেস/ এস এ / ১৪ নভেম্বর, ২০১৭