English Version

নাঙ্গলকোটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা):  “বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটের তুলাতলি উচ্চ বিদ্যালয়ে ২য় বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ওই বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা আয়োজিত হয়। মেলাটি উদ্বোধন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন। মেলায় ৪৮টি স্টল বিজ্ঞানের উদ্ভাবনী নানান বিষয়ের উপর স্টল সাজিয়েছেন।

হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন

মেলা পরিদর্শন করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ। তিনি মেলায় অংশগ্রহণকারী প্রায় সবক’টি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থী এ ধরনের উদ্ভাবনী বিষয়ে আরো সৃজনশীল হতে পরামর্শ প্রদান করেন। এসময় মেলা পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আনিসুর রহমান, ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার, শিক্ষক মাও. সাইফুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিয়াউল হক প্রমূখ। বিডিটুডেস/আরএ/০৩ মার্চ, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

four + 15 =