English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক নাটোরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন।

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


অমর ডি কস্তা, নাটোরঃ ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে নাটোরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।

আরো পড়ুন:- আত্রাইয়ে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী স্টেডিয়াম মাঠে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহিত উদ্যোগগুলো উপস্থাপন করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.চিত্রলেখা নাজনীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া তিনদিন ব্যাপী মেলায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রিয়ালিটি শো, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা। মেলায় বিভিন্ন ধরণের এক শতাধিক টি স্টল রয়েছে। ‍বিডিটুডেজ/আরএ/১১ জানুয়ারি, ২০১৮