বিডিটুডেস ডেস্ক: পরাজয়ের শঙ্কায় সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব এ কথা বলেন। বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়েও শঙ্কা জানিয়েছে দলটি। দলীয় মনোনয়ন চূড়ান্ত করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সরব বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়। এর মধ্যেই নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে ছুটে আসেন অনেকেই।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রশাসনকে দিয়ে নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করছে সরকার।’ দলের কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘বেআইনিভাবে তারা হস্তক্ষেপ করছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, এই নির্বাচনকে প্রভাবিত করার জন্যে। নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য গ্রেফতার বন্ধ করুন। আমাদের প্রার্থীরা বৈধ হয়ে এসেছেন। তারা নির্বাচনে অংশ নিবেন। আমি বিশ্বাস করি, বেগম জিয়ার প্রার্থিতাও বৈধ হবে।’
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রার্থীরা নির্ভয়ে প্রচারণা চালাতে পারেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ করবে বলেও জানান রুহুল কবির রিজভী। বিডিটুডেস/আরএ/০৬ ডিসেম্বর, ২০১৮