মো: শহিদুল ইসলাম শহিদ, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় পুজা উদযাপন পরিষদের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে গালিমপুর দূর্গা মন্দির চত্ত্বরে এ কমিটি গঠন সম্পন্ন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সুধির মূখাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদ বাগাতিপাড়া শাখার সভাপতি সুকুমার মুখার্জী।
প্রধান বক্তা ছিলেন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পুলক কুমার রায়।এছাড়া বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পুজা উদযাপন পরিষদের সমাজ কল্যান সম্পাদক প্রদিপ চৌধরী, পুজা সম্পাদক ও পুরোহিত প্রশিক্ষক সনজিব মূখার্জী, সদস্য বিরেন চক্রবর্তি, লক্ষন প্রসাদ সরকার,সচীন মূখাজী, নিহার মন্ডল প্রমুখ।
সেখানে ১নং পাঁকা ইউনিয়নে সনজিত দাসকে সভাপতি ও নিবির সুত্রধর কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন সম্পন্ন করা হয়। অপর দিকে একই দিন বিকেলে দয়ারামপুর ইউনিয়নে প্রশান্ত সরকার কে সভাপতি এবং বীর মুক্তি যোদ্ধা গোপাল চন্দ্র হালদার কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ আরেকটি কমিটি গঠন সম্পন্ন করা হয়।
বিডিটুডেস এএনবি/ ২২.০৯.১৮