পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
বিডিটুডেস ডেস্ক: রোহিঙ্গা নির্যাতন নিয়ে, তদন্ত শুরু করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহবান জানিয়েছে, জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডাম ডেইং একথা জানান। সেসাথে, দেরি না করে কাজ শুরু করতে আইসিসির আইনজীবী ফাতেমা বেনসুদাকে তাগাদাও দিয়েছেন, তিনি।
অ্যাডাম বলেন, আন্তর্জাতিক আদালতের প্রি চেম্বারের প্রাথমিক উদ্যোগ, বিচার পেতে রোহিঙ্গাদের সহায়তা করবে। এটাই হতে পারে, বিচারের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরো বলেন, মিয়ানমারের বোঝা উচিত সীমান্তের বাধ্যবাধকতা দিয়ে, সব অপরাধ ঢাকা যায় না।
বিডিটুডেস এএনবি/ ০৯.০৯.১৮