English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

সমুদ্রের এক রহস্যময় মাছ!

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্প্রতি সমুদ্রতলে সম্পূর্ণ নতুন প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা অববাহিকায় মাছটির সন্ধান পাওয়া যায়। যে অংশে মাছটির সন্ধান পাওয়া গেছে, বিজ্ঞানীরা বলছেন সেটি পৃথিবীর অন্যতম গভীরতম এলাকা। সন্ধান পাওয়ায় মাছটির নাম ‘মারিয়ানা নেইলফিস’ দিয়েছেন বিজ্ঞানীরা।

 

আরো পড়ুন:- গোলমরিচ – স্বাস্থ্য সুরক্ষায় জেনে নিন গোলমরিচ সম্পর্কে অজানা তথ্য

বিজ্ঞানীরা জানিয়েছেন, মারিয়ানা নেইলফিস নামের ওই মাছ সমুদ্রের অন্তত ৮ হাজার ফিট গভীরে বসবাস করে। এ প্রসঙ্গে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লিনলে জানিয়েছেন, ৮ হাজার ফুট গভীরে বসবাস করলেও পানির চাপে মাছটির কোনো ক্ষতিই হয় না। মাছটির শরীরে ট্রিম্যাথিলামিন নামক একধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ রয়েছে। যার কারণে পানির নীচে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও মারিয়ানা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।

আরো পড়ুন:- আত্রাইয়ে ‘সাত পা’ বশিষ্টি গরুর বাছুররে জন্ম, এলাকায় চাঞ্চল্য

 

তবে প্রয়োজন না হলে এই মাছ কখনও সমুদ্রের উপরে আসে না বলেও জানান ওই গবেষক। এ ব্যাপারে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একটি প্রামাণ্য চিত্র প্রচার করেছে। সেখানে বলা হয়েছে, এ যাবৎ কালে সমুদ্র তলের যতো প্রাণীর সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন এটি তার অন্যতম।

 

বিস্তারিত দেখুন ভিডিওতে:- পায়ের গোড়ালিতে ব্যথা? সাবধান হোন এখনই! Heel pain suggestion by Dr. Prodhan

 

বিডিটুডেস/০৭ ডিসেম্বর, ২০১৭