English Version

সমুদ্রে ‘নীল আতঙ্ক’,  মুহূর্তে ঘায়েল হাজার হাজার পর্যটক

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিডিটুডেস ডেস্ক: সমুদ্রে বেড়াতে এসে পর্যটকরা দিশাহারা। জল থেকে উঠে আসছে মূর্তিমান আতঙ্করা। সমুদ্র সৈকতে ‘নীল আতঙ্ক’! গুরুতর জখম হতে হলো ৫ হাজার মানুষকে। এক বিশেষ প্রজাতির জেলিফিশ, যাদের ব্লুবটল জেলিফিশ বলা হয়, তারাই এই কাণ্ডের জন্য দায়ী। ঘটনা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কুইন্সল্যান্ডের গোল্ড ও সানশাইন সমুদ্রতটে ঘটেছে এমনই ঘটনা। গত মাস ও এমাসের প্রথম সাত দিনের হিসেবে ওই অঞ্চলে ২২,২৮২ মানুষ চিকিৎসাধীন।

যেখানে গত বছর এই সময়ে সংখ্যাটা ছিল সাত হাজারেরও কম। এবছর সেই সংখ্যাটাই প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এই প্রজাতির জেলিফিশের দেখা পাওয়া মোটেই বিরল নয়। মাঝেমধ্যেই কোনও কোনও পর্যটককে জেলিফিশ দংশনও করেছে। কিন্তু উত্তর-পূর্ব বায়ুপ্রবাহ বেড়ে যাওয়ার ফলেই ইদানীং বেশি পরিমাণে ব্লুবটল জেলিফিশ ভেসে আসছে সমুদ্রতটে। তাই বেড়েছে আক্রমণের ঘটনা। বিডিটুডেস/আরএ/০৮ জানুয়ারি, ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

1 × three =