Logo
শিরোনাম

৪৫ মাস পর সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড স্পর্শ করলো বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image



জ্যেষ্ঠ প্রতিবেদক:


মেমাসের দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সে এসেছে ২২৫ কোটি মার্কিন ডলার, যা ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের একই সময়ে এসেছিল ১৫৫ কোটি ডলার।


 সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৫ দশমিক ১৬ শতাংশ। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকসূত্রে এসব তথ্য পাওয়া গেছে। 



তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার এসেছে। 


আগের বছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, জুনে ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ডলার।


 মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি চার লাখ ৮০ হাজার ডলার এবং জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


আরও খবর

কালো টাকা বৈধ করার পথ বন্ধ

রবিবার ২২ জুন ২০২৫




ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফের কাঁপল ইসরায়েল

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৬ জুন) ভোরে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। যার ফলে দেশজুড়ে রকেট সতর্কতা সাইরেন বেজে ওঠে।

নতুন হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি স্বেচ্ছাসেবক-ভিত্তিক জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা ইউনাইটেড হাটজালাহ। টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পেতাহ তিকভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জনগণকে সতর্ক করে বলেছে, কেউ যেন হামলার স্থান বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন, কারণ শত্রুপক্ষ এসব তথ্য নজরে রেখে পরবর্তী হামলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগান ডেভিড এডাম (এমডিএ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলার চারটি স্থান চিহ্নিত করেছে এবং সেখানে জরুরি সেবা দিচ্ছে। এ পর্যন্ত অন্তত ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং বাকিরা হালকা আহত হয়েছেন। এছাড়া অনেকেই আতঙ্ক ও উদ্বেগে মানসিক চাপে ভুগছেন।

এদিকে হাইফা শহরেও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম কান। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইসরায়েলের কিছু অঞ্চলে হুতিদের হামলার সতর্কতা সাইরেনও সক্রিয় হয়ে ওঠে।

হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলের উত্তরাঞ্চল, বিশেষ করে রোশ হানিকরা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সতর্কতা সাইরেন বেজে ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


আরও খবর



রাণীনগরে পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট ১৫০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শনিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শনিবার সন্ধ্যা থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কুনুজ গ্রামের নোয়াই ফকিরের ছেলে শফিকুল ফকির (৪৩) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া একই রাতে উপজেলার হরিপুর গ্রামের নিরেন্দ্রনাথের ছেলে নবীন চন্দ্র (৩০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুরেদ্ধ রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর



বুলবুল ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি

প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। দীর্ঘদিন আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা আমিনুল এবার হাল ধরেছেন দেশের ক্রিকেটের। প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এদিন ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

উল্লেখ্য, গত বছরের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন ঘটে। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রতক্ষ ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ।

কিন্তু ৯ মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে ২৯ মে ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন। তার পরিবর্তে ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল।


আরও খবর



৭ মাস পর অনুশীলনে ফিরলেন মেসি

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ |

Image

দীর্ঘ ৭ মাসের বিরতির পর আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। সোমবার বুয়েনোস এইরেসের বাইরে অবস্থিত এসেইজা প্রশিক্ষণ কেন্দ্রে তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন। এটি ছিল তার ২০২৪ সালের নভেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর প্রথম জাতীয় দলের অনুশীলন।

মেসি সোমবার সকালে এসেইজা প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান এবং দলের সঙ্গে জিমে স্টেশনারি বাইক অনুশীলনে অংশ নেন। এরপর কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে মাঠে কৌশলগত অনুশীলন হয়, যেখানে আক্রমণ ও প্রতিরক্ষা রূপান্তর, ফিনিশিং, এবং ছোট দলের গেমে অংশ নেন মেসি।

আর্জেন্টিনা আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে সান্তিয়াগোতে এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বুয়েনোস এইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। মেসির প্রত্যাবর্তন দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি ইনজুরির কারণে মার্চের ম্যাচগুলোতে খেলতে পারেননি।

মেসির সঙ্গে দলে নতুন করে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো (রিভার প্লেট), ডিফেন্ডার কেভিন লোমোনাকো (ইনডিপেন্ডিয়েন্তে) এবং মারিয়ানো ট্রোইলো (বেলগ্রানো)। তাদের মধ্যে মাস্তান্তুয়ানো ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকবেন। নিকোলাস ওতামেন্দি (বেনফিকা) নিষিদ্ধ। এনজো ফার্নান্দেজ (চেলসি) এবং লিয়ান্দ্রো পারেদেস (রোমা) হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ। আলেক্সিস ম্যাক অ্যালিস্তার (লিভারপুল) ইনজুরির কারণে দলে নেই।

ইন্টার মায়ামির হয়ে মেসি সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ গোলের জয়ে তিনি পাঁচটি গোলের সবকটিতে অবদান রাখেন এবং টানা দ্বিতীয়বারের মতো এমএলএস 'প্লেয়ার অব দ্য উইক' নির্বাচিত হন।


আরও খবর



ডেঙ্গু করোনা বায়ুদূষণে ত্রিশঙ্কু বিপদ

প্রকাশিত:শনিবার ১৪ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে এবং পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আরেকদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী। আগে থেকেই খারাপ অবস্থা ঢাকার বায়ুমানের। সামনে ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুললে বায়ুর মান আরও খারাপ হবে। রাজধানীতে চিরচেনা ভিড় বাড়লে করোনা ও ডেঙ্গু সংক্রমণের হারও বাড়তে পারে। ফলে তিন বিপদের আশঙ্কায় আছে ঢাকাবাসী।

ডেঙ্গু এখন আর শহরের রোগ নয়। এ বছর ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ছে। দেশের ৫৮টি জেলায় এটি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি রোগী দেখা যাচ্ছে বরিশাল বিভাগে এবং একই বিভাগের বরগুনা জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সর্বশেষ হিসাবে এই তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মশাবাহিত রোগ ডেঙ্গুতে একদিনে মারা গেছেন ৫ জন। যার মধ্যে চারজনই বরগুনার, আর একজন ঢাকায় মারা গেছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৫ হাজার ৫৭০ জন।

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩, ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে ১২৪ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৪০৪ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা; দুজনই নারী। এ নিয়ে চলতি বছর করোনায় তিনজনের মৃত্যু হলো। এর আগে ৫ জুন একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বলা হয়, এদিন সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করে ১৫টিতে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। এ বছর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫৫ জনে, যাদের ৯৭ জনই চলতি মাসে আক্রান্ত হয়েছেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি এই সংস্থা বুধবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে।

২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাস পাওয়া যায় ২০ লাখ ৫১ হাজার ৭৬০টি নমুনায়। মৃত্যু হয় প্রায় সাড়ে ২৯ হাজার মানুষের।

কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের প্রাণ কাড়ে করোনা ভাইরাস। সবচেয়ে বেশি ২০২১ সালে ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়। এর পর ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যান এ ভাইরাসে।

করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর এই পরিসংখ্যান বলে দিচ্ছে সামনে আরও ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে। ডেঙ্গু পরিস্থিতি এবার ঢাকার চাইতে অন্যান্য জেলা শহরে বেশি। যেহেতু ডেঙ্গু রোগীর চিকিৎসা ঢাকাকেন্দ্রিক বেশি, তাই চাপটা রাজধানীর ওপর বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঢিলেমিতে ডেঙ্গু ও করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তারা। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের দাবি, ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় তারা বাড়তি নজর দিচ্ছে।

বাড়তি কীটনাশক প্রয়োগের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া আমাদের সময়কে বলেন, গত কয়েক দিন কোরবানির বর্জ্য নিয়ে আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম। তাই বুধবার জরুরি সভা করে সংশ্লিষ্ট বিভাগকে বাড়তি সতর্কতা মেনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দ্বিগুণ কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আক্রান্ত রোগীদের বেশির ভাগ ঢাকার বাইরের। তবে চিকিৎসা নিতে রোগীরা ঢাকায় আসছে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এ জন্য তার দায় আমরা এড়াতে পারি না। এ জন্য বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবার ঢাকার চাইতে বরিশাল, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক হবে এমন তথ্য বহু আগে থেকেই দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তবে মাঠপর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিতে অনেকটাই পিছিয়ে সরকার। তাই এবার পরিস্থিতি ভয়ংকর হওয়ার আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার আমাদের সময়কে বলেন, ঢাকার বাইরে পরিস্থিতি খারাপ হবে এই বার্তা আমরা আগেও দিয়েছি। কিন্তু সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নেয়নি। সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। এখনও ডেঙ্গুর ভরা মৌসুম শুরু হয়নি। পরিস্থিতি বেশি খারাপ হবে জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে। এ জন্য দ্রুত সার্ভে করে যেখানে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে তার ২০০ গজের মধ্যে লার্ভিসাইডিং করতে হবে। উড়ন্ত মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এখনই ব্যবস্থা না নিয়ে চাপ ঠেকানো কঠিন হয়ে যাবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।

অন্যদিকে, ডেঙ্গু ও করোনা দুই আপদ থেকে ঢাকাবাসীকে সুরক্ষা দিতে বিশেষ কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ আমাদের সময়কে বলেন, সর্বশেষ বুলেটিনের তথ্যানুযায়ী ডিএনসিসিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তার পরও আমরা বাড়তি সতর্কতা জারি করেছি। হট স্পট হিসেবে চিহ্নিত ডিএনসিসির ২৫টি ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিয়ে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, উৎসে মশার বিস্তার রোধে যা যা করণীয়, তা করা হচ্ছে।

ডেঙ্গু, করোনার পাশাপাশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্যৈষ্ঠের তাপপ্রবাহ ও বায়ুদূষণ। ঈদুল আজহার মধ্যে জ্যৈষ্ঠের তাপে ঢাকাসহ সারাদেশের মানুষ পুড়ছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। যদিও গত মঙ্গলবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হওয়ায় সাময়িকভাবে তাপপ্রবাহ কিছুটা কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি হয়ে যা কিছু জায়গায় কমে আসতে পারে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েক দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা খুব একটা কমবে না।

এই তাপপ্রবাহের মধ্যে ঢাকার বায়ু গতকাল বৃহস্পতিবার দূষণের দিক দিয়ে বায়ুর মান মাঝারি মাত্রায় ছিল। ঈদের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকায় মানুষের আনাগোনাও কম ছিল। যে কারণে বায়ুদূষণ কিছুটা স্বস্তিকর ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। রবিবার থেকে অফিস, আদালত চালু হলে দূষণের মাত্রাও বেড়ে যেতে পারে বলে মনে করেন তারা।


আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার ১৭ জুন ২০২৫