Logo
শিরোনাম

আহত পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত:রবিবার ০৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধি::


আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ সদস্য (সিটিএসবি) সাইফুল ইসলামকে শনিবার বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সুস্থ্যতা কামনা করেন।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

এমপক্স: পরিস্থিতি কতটা উদ্বেগের ?

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪




যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ শাকিল আহামাদ -জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহীতে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবিসহ অনন্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নিবে।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রাজশাহী  জেলা পুলিশ কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে সংবাদ সন্মেলন পুলিশ সুপার এসব কথা বলেন।

রাজশাহী পুলিশ সুপার আরো বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে সব কয়টি মামলা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কোন মামলায় যেন নীরহ কোন লোক হয়রানির শিকার না হয়। সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ। এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় রাজশাহীর জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

বিচার বিভাগে ব্যাপক রদবদল

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় নিহত বিএনপি'র কর্মীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ 

নওগাঁর মান্দায় নিহত বিএনপি'র কর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব গতকাল বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে আর্থিক সহায়তা বাবদ নগদ  এক লাখ টাকা তুলে দেন।

এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত রবিবার ১১আগস্ট দুপুরে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র সদস্য রমজান আলী (৭০) কে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েন। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টসকর্মী কসবের মোঃ রাসেল (১৫) এর পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও নওগাঁ’র অন্যান্য উপজেলার নিহত প্রতিটি পরিবারে  ১ লাখ টাকা করে প্রদান করা হয়।


আরও খবর



শরনখলায় সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ কামরুল ইসলাম টিটু - শরনখোলা, বাগেরহাট  প্রতিনিধি 

সাবেক স্বৈর শাসকদের এজেন্ডা বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারী বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শুক্কুর সহ কতিপয় দালাল সাংবাদিকদের চাঁদাবাজি, চর দখল এবং ভাষানী কিন্ডারগার্টেন এর জমি দখলের বিরুদ্ধে বিচার ও শাস্তি দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ভাষানী কিন্ডারগার্টেনের ২শতাধিক ছাত্র-ছাত্রী, মেরিট একাডেমির শতাধিক ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্য বিরোধী আন্দেলন শরণখোলা উপজেলা শাখা সহ সর্বস্তরের জনগণের আয়োজনে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ্ ব্যাংকের নীচতলায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  দীর্ঘদিন ধরে কতিপয় সাংবাদিক সুন্দরবনের অভয়াশ্রমে বনবিভাগের যোগসাজোসে জেলেদের মাধ্যমে বিভিন্ন চর অবৈধ ভাবে দখল করে মাছ ধরে আসছে।

এছাড়া অন্যের জমি নিজেদের নামে বায়না করে তা বিক্রি করা, প্রভাব খাটিয়ে বলেশ^র নদরি তীরবর্তী রিভারভিউ পার্কে ইজারা ছাড়া সরকারকে কোনো অর্থ না দিয়ে নিজেদের ইচ্ছামত টাকা আদায় করত। এছাড়া রায়েন্দা বাজারস্থ শহিদ মিনারের সামনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সামছুল আলম তালুকদারের প্রতিষ্ঠিত ভাষানি কিন্ডারগার্টেনের একটি অংশ জোর করে দখল করে। এ সকল অনিয়মের অভিযোগ তুলে ওই চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে শরণখোলার সর্বস্তরের জনগন বিচার ও শাস্তি দাবি করে।

উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, সাবেক প্রচার সম্পাদক কাওসার আহমেদ, আহবায়ক কমিটির সদস্য শিমুল গাজী, আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু, ইসলামী আন্দোলনের নেতা মুসা সাঈফ, বৈষম্যবৃদ্ধি আন্দোলনের শরণখোলা শাখার সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক শাহিন  হাওলাদার ও শামীম হাসান সুজন। সভায় বক্তারা অবিলম্বে ওই সকল দখলদার সাংবাদিকদের শাস্তি ও বিচার দাবি করে। 

আরও খবর



রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::


রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণসভা। 

এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান এবং সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। 

এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো: রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার ( ডিএসবি) রেজাউল কবীর খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মোঃ মজনু-সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।

 এ সভায় পুলিশ সদস্যবৃন্দের বক্তব্য সম্মানিত ডিআইজি মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবী পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

আরও খবর

বিচার বিভাগে ব্যাপক রদবদল

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

খালেদার ১১ মামলায় হাজিরা ৩১ অক্টোবর

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪




ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

কারাগারে বন্দী থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক--ইনসাফ (পিটিআই) রবিবার ( সেপ্টেম্বর) ইসলামাবাদে বিক্ষোভের আয়োজন করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এবার বড় কোনো বিক্ষোভ করেছেন পিটিআই নেতারা। খবর: আল জাজিরা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ভিডিওতে দেখা যায়, পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর দিকে জড়ো হচ্ছেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার বলেছেন, তার (ইমরান খান) মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই।

লাহোরের পিটিআই নেতা প্রখ্যাত আইনজীবী সালমান আকরাম রাজা বলেছেন, দুর্নীতিবাজ অপরিপক্ব রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে বাঁচাতে পারেন একমাত্র ইমরান খান।

এদিকে ইমরান খানের দলের নেতাকর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ প্রশাসন আগেথেকেই সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাহাজের কন্টেইনার দিয়ে ব্যারিকেড তেরি করে। তবে পিটিআই নেতারা তা সরিয়ে শহরে ঢুকে পড়েন।

পিটিআইয়ের একজন সমর্থক রবিনা গফর আল-জাজিরাকে বলেন, মিছিল নিয়ে পৌঁছানো আমাদের জন্য সহজ ছিল না। সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। কিন্তু আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ। কারণ, ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে, আর আমরা আসবো না এটা হতে পারে না। শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

পিটিআই নেতারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমনে নানাভাবে চেষ্টা করেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করছে। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে মারছে।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করায় অনেকে আহত হয়েছেন। যার মধ্যে একজন সিনিয়র কর্মকর্তা রয়েছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলে রয়েছেন।

 

 


আরও খবর

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪