Logo
শিরোনাম

আত্রাইয়ের পতিসরে পালিত হবে কবি গুরুর ১৬৪ তম জন্মজয়ন্তী

প্রকাশিত:বুধবার ০৭ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)  : 

কাল ২৫বৈশাখ (৮মে) নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসর বিশ্ব কবি স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে পালিত হচ্ছে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে এখানে ৩দিন ব্যপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এক সময় এই কাছারি বাড়িতেই কবিগুরু দায়িত্ব পালন করেছিলেন জমিদারির কাজের অংশ হিসেবেএবং এখানেই বসে অসংখ্য গান,কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় প্রতিসরের মানুষ। রবীন্দ্রজয়ন্তীর উৎসবমুখর অনুষ্ঠানকে ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবার কেন্দ্রীয় ভাবে কোন অনুষ্ঠান হচ্ছে না কাচারীবাড়ি পতিসরে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় ভাবে তিন দিনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে দিনে বরীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি‘র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম,।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ,বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো: বেলাল গেহাসেন ও নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল । এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় বরীন্দ্র গবেষকদের অংশগ্রহণে একটি মেলা অনুষ্ঠিত হবে। মেলা শেষে জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে বরীন্দ্র সংগীত।

  এছাড়া স্থানীয় একটি কলেজ মাঠে ঐতিহ্য হিসেবে তিনদিন স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন বরীন্দ্র মেলার আয়োজন করেছে। যেখানে মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীন লোকজ সংস্কৃতির পসরা থাকছে। মেলায় শিশুদের জন্য থাকছে আকর্ষনীয় বিভিন্ন আয়োজন। থাকবে সাকার্স,  মোটরসাইকেল খেলা, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন।


রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতায় জন্ম গ্রহন করেন। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িই ছিল তাঁর শৈশব, বেড়ে ওঠা এবং সাহিত্যচর্চার সূচনাস্থল। তিনি ১৮৯১ খ্রিষ্ট্রাব্দে জানুয়ারী মাসে প্রথম নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আগমন করেন এবং ২৭জুলাই ১৯৩৭খ্রিষ্ট্রাব্দে শেষ বারের মতো পতিসরে আগমন করেছিলেন।


আরও খবর



ইতালির ভেনিসে ঈদুল আযহা উদযাপিত

প্রকাশিত:শুক্রবার ০৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

পলাশ রহমান :

ঈদ উল আজহার পবিত্রতা ও ধর্মীয় আবেগে আজ শুক্রবার (৬ জুন) ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায় ও কোরবানির মধ্য দিয়ে পালন করেছেন মহান ত্যাগের এই দিনটি। 

ইতালির রাজধানী রোম, মিলানো, সিসিলি, ভেনিসসহ নানা শহরে লাখো মুসলিম প্রবাসীর অংশগ্রহণে ঈদের জামায়াত ধর্মীয় সৌন্দর্যে পরিপূর্ণ এক দৃশ্যের অবতারণা করে।

প্রায় লক্ষাধিক মুসলিম অভিবাসীর শহর ভেনিসে সকাল ৬টা থেকে শুরু হয় ঈদের নামাজ। মসজিদুল ইত্তিহাদসহ স্থানীয় কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রায় ৩০টি জামায়াতে অংশগ্রহণ করেন ৪০ হাজারের বেশি মুসল্লি। নামাজে অংশ নেয় নানা বয়সের  মুসলিম অভিবাসীরা। ঈদের নতুন পোশাক পরে, আনন্দ ও উৎসাহ নিয়ে মুসল্লিরা জামায়াতে শরিক হন।


ঈদের খুৎবায় মাওলানা আরিফ মাহমুদ বলেন, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিতে হবে পবিত্র ঈদুল আযহার পশু কোরবানির মাধ্যমে।  

তিনি বলেন, কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হলো- হালাল ইনকাম। হালাল আয় দিয়েই কোরবানি করতে হবে, অন্যথায় তা শুদ্ধ হবে না।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

ঈদের নামাজ শেষ করে প্রবাসীরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন, প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করেন ঈদের আনন্দ। প্রযুক্তির সহায়তায় ভিডিও কলে দেশে থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গে সংযুক্ত হন অনেকে। এ সময় তাদের চোখে-মুখে ফুটে ওঠে আবেগঘন মুহূর্ত। ভেনিস বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, প্রবাসে আমাদের আলাদা একটা সমাজ গড়ে উঠেছে ঠিকই, কিন্তু দেশের মানুষদের মিস করি প্রতি মুহূর্তে।

শিশু-কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে মসজিদুল ইত্তেহাদ কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেন ঈদ উপহার। শহরের পার্ক, খোলা মাঠ ও রেস্টুরেন্টগুলোয় জমে ওঠে আড্ডা। বিকেলে পরিবার-পরিজন নিয়ে ভেনিসের দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ান অনেকেই।


বাংলাদেশিদের ঘরে ঘরে রান্না করা হয় ঈদের মজাদার খাবার। সেমাই, পোলাও, বিরিয়ানি, ফিরনি, পায়েস, জর্দার ঘ্রাণে ভরে ওঠে চারদিক। গরুর মাংসের সুগন্ধে ঈদের ঐতিহ্য যেন ছুঁয়ে যায় দেশীয় আবেগকে।

ইতালীয় নাগরিকদের মাঝেও মুসলিমদের এমন রঙিন ও সুশৃঙ্খল ঈদ উদযাপন ভিন্নমাত্রার আগ্রহ ও সৌহার্দ্য সৃষ্টি করে। তারাও উপভোগ করেন মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

তবে দুঃখজনক বাস্তবতা হলো, শুক্রবার কর্মদিবস হওয়ায় ও স্কুল খোলা থাকায় অনেক শিক্ষার্থী ও কর্মজীবী প্রবাসী ঈদের নামাজে অংশ নিতে পারেননি। ইতালিতে বসবাসরত প্রায় ৭ লাখ মুসলিমের পক্ষে কমিউনিটি ব্যক্তিত্বরা সরকারের কাছে দুই ঈদে ছুটির দাবি জানিয়ে বলেন, প্রাচীন সভ্যতার দেশ ইতালিতে অভিবাসীদের ধর্মীয় অধিকারের প্রতি মানবিক সম্মান প্রদর্শন করা উচিত। এতে ইতালির মানবিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা হবে। পারস্পরিক ভ্রাতিত্ববোধ ও সম্মান বৃদ্ধি পাবে। মানবাধিকার রক্ষা হবে।

পবিত্র ঈদ উল আজহা মুসলিমদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, বরং আত্মিক পরিশুদ্ধির এক অনন্য উপলক্ষ। ইউরোপের মাটিতে তা আজ আরও একবার প্রমাণিত হলো ধর্মীয় শ্রদ্ধা, আনন্দ ও একতার মহা মিলনমেলায়।

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ।

ভেনিস প্রেসক্লাবের সহ-সভাপতি শাহানুর রহমান উজ্জ্বল বলেন, প্রবাসীদের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে যোজন যোজন দূরত্ব রয়েছে। প্রবাসীরা প্রবাসে ঈদ করলেও তাদের মন পড়ে থাকে প্রিয় বাংলাদেশে। প্রবাসীরা বাংলাদেশকে বুকে ধারণ করেই বেঁচে থাকে।


আরও খবর



রাণীনগরে আগুন দিয়ে খড়ের পালা পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

নওগাঁর রাণীনগরে পূর্ব বিরোধের জ্বের ধরে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ভস্মিভূত করার অভিযোগ ওঠেছে। এসময় প্রায় ২২লাখ টাকা দামের একটি ট্রাক্টরও পুড়িয়ে দেয়ার চেষ্টা করে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীগ্রাম ওঝাওজি পাড়া গ্রামে।

ওই গ্রামের মৃত আব্বাস আলী শেখের ছেলে জাহের আলী শেখ জানান,সোমবার রাত অনুমান পৌনে ১২টা নাগাদ বাড়ী সংলগ্ন বাগানে পূর্ব বিরোধের জ্বের ধরে কে বা কাহারা দুটি খড়ের পালায় আগুন ধরে দেয়। কিন্তু স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দৌঁড়ে আসে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পালার আগুন নিভাতে পারলেও প্রায় ৫বিঘার একটি পালা সম্পন্ন ভস্মিভূত হয়ে যায়। তিনি দাবি করে বলেন,তার খলিয়ানে রাখা প্রায় ২২লাখ টাকা দামের একটি ট্রাক্টরে অকটেন ছিটিয়ে দেয় দূর্বৃত্তরা। কিন্তু লোকজন ছুটে আসায় তারা আর হয়তো আগুন দিতে পারেনি। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।  

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান,এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



ওবায়দুল কাদেরের কুশলীরা কে কোথায়?

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

দেশের সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর নিজের নিয়ন্ত্রণই ছিল অন্যদের হাতে। এ সংস্থায় অনিয়ম-দুর্নীতি, ঘুষবাণিজ্য, সিনিয়র কর্মকর্তাদের নির্যাতন ও জিম্মি করে টাকা আদায়সহ নানা ধরনের অপকর্মের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ১১ চেলা। দুর্নীতি দমন কমিশন-দুদক অভিযান চালালেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর বিভিন্ন কার্যালয়ে ঘুষ বাণিজ্য বন্ধ হয়নি। সংস্থায় ঘুষ বাণিজ্য বহু আগে থেকেই চলছে। 

bvgt Avjx nvq`vi iZb



mv‡eK moK cwienb I †mZz gš¿x Ievq`yj Kv‡`i Gi fvwMbv|

MZ 22 GwcÖj 2025Bs †mvgevi MvRxcy‡ii kÖxcyi g‡Wj _vbv cywjk I XvKvi igbv _vbvi cywj‡ki †hŠ_ Awfhv‡b GK AvZ¥x‡qi evmv †_‡K Zv‡K †MÖdZvi Kiv nq| GB Avjx nvq`vi iZb moK cwienb I †mZz gš¿Yvjq Ges weAviwUG Gi wKQz Amvay Kg©KZ©vi mgš^‡q †iwR‡óªkb, iæU cviwgU, gvwjKvbv e`jx, wdU‡bm mn weAviwUG I moK cwienb gš¿Yvj‡qi e`jx evwY‡R¨i mv‡_ m¤ú„³ wQ‡jb Ges `yB nv‡Z UvKv Kvwg‡q A‰ea A‡_©i cvnvo evwb‡q‡Qb|  

bvgt gynv¤§` knx`yjøvn, cwiPvjK (BwÄt), weAviwUG, XvKv wefvগ

|

†gvevBjt 01550-051607

wZwb Avjx nvq`vi iZ‡bi mn‡hvMx wn‡m‡e XvKv wefvM, gqgbwmsn wefvM, iscyi wefvM, ewikvj wefvM, Lyjbv wefvM I ivRkvnx wefvM †_‡K mKj Dr‡KvP evwY‡R¨i UvKv Av`vq K‡i Avjx nvq`vi iZb Gi nv‡Z Zz‡j w`‡Zb| MZ 04/03/2025Bs Zvwi‡L Zv‡K IGmwW K‡i weAviwUG m`i Kvh©vj‡q mshy³ Ki‡jI wZwb GLbI envj Zweq‡Z weAviwUG Gi XvKv wefvMxq Kvh©vj‡qi `vwqZ¡ cvjb Ki‡Qb|

 

bvgt †gvt †ZŠwn` †nv‡mb, Dc-cwiPvjK (BwÄt) gqgbwmsn wefvMxq Kvh©vjq



†gvevBjt 01550-053908

¯’vbxq evox †bvqvLvjx| wZwb PÆMÖv‡g wmGbwR A‡UvwiKkvi cÖwZ¯’vc‡b knx`yjøvi †hvMmvR‡m K‡qKkZ †KvwU UvKv Dr‡KvP evwYR¨ K‡i‡Qb| hvi Ask knx`yjøvni gva¨‡g Avjx nvq`vi iZb‡K w`‡Zb| †ZŠwn` †nv‡mb evwo †bvqvLvjx nIqv‡Z AZ¨všÍ `vc‡Ui mv‡_ PjvPj Ki‡Zb Ges weAviwUG Gi mv‡eK †Pqvig¨vb b~i †gvnv¤§` gÛj Gi Nwbô mnPi wQ‡jb| Zvi weiæ‡× wmGbwR †K‡jsKvixi eû Awf‡hvM `y`K mn wewfbœ `߇i †`Iqv n‡jI wZwb Av‡Qb envj Zweq‡Z| †ZŠwn` †nv‡mb PÆMÖv‡g _vKvKvjxb mg‡q `vjvj wmwÛ‡K‡Ui cÖavb wQ‡jb evey `vm| 

bvgt cÖ‡KŠkjx iwdKzj Bmjvg, eZ©gvb Kg©¯’jt weAviwUG Gi wefvMxq Kvh©vjq ewikvj|



†gvevBjt 01550-051611

wZwb cwiPq w`‡Zb mv‡eK ¯’vbxq miKvi, cjøx Dbœqb I mgevq gš¿x BwÄt L›`Kvi †gvkvid †nv‡m‡bi fvwZRv e‡j Ges dwi`cyi-4 Avm‡bi msm` m`m¨ gywReyi ingvb †PŠayix Ii‡d wb·b †PŠayixi eÜz e‡j| iwdK ey‡qU QvÎjx‡Mi †bZv wQ‡jb| wZwb 2014 mv‡j weAviwUG Gi PÆMÖvg †g‡Uªv mv‡K©‡j e`jx n‡q hvb Ges †mLv‡b wM‡q wmGbwR A‡UvwiKkvi †iwR‡óªkb bv¤^vi w`‡eb e‡j DËiv gUim Gi wWjvi 8wU †kv iæ‡gi gva¨‡g K‡qK †KvwU UvKv nvwZ‡q †bb| cieZ©x‡Z welqwU wb‡q wefvMxq Z`šÍ nq| ZLb wZwb gš¿xi †`vnvB w`‡q cvi †c‡q hvb| cieZ©x‡Z 2019 mv‡j weAviwUG XvKv †g‡Uªv mv‡K©j-1 G mnKvix cwiPvjK wn‡m‡e e`jx nb| GLv‡b G‡m wZwb `vjvj P‡µi GKwU wmwÛ‡KU M‡o Zz‡jb| H `vjvj P‡µi gva¨g e¨ZxZ †Kvb KvR weAviwUG Gi mvaviY †mev MÖwnZviv ¯^v”Q‡›` Kwi‡Z cvwi‡Zb bv| `vjvj P‡µi cÖavb †nvZv weAviwUG †g‡Uªv mv‡K©j-1 Gi mv‡eK wnmveiÿK Lvb †gvt iæûj Avwgb| UvBMvi GwWÕi wgicyi kvLvi g¨v‡bRi Avj Avwgb kÖwgK †bZv mvLvIqvZ †nv‡mb `yjvj, †g‡Uªv cwjUb A‡Uv‡U¤úy A‡UvwiKkv kÖwgK BDwbq‡bi mvaviY m¤úv`K Avãyj ReŸvi, kvn Avjx _vbv hyejx‡Mi †bZv gwbi †nv‡mb Ms‡`i wb‡q GKwU kw³kvjx `vjvj wmwÛ‡KU M‡o Zz‡jb| 

bvgt †gvt mvbvDj nK, Dc-cwiPvjK (BwÄwbqvwis)



mv‡eK QvÎjxM †bZv Ges mv‡eK gš¿x Ievq`yj Kv‡`i Gi Nwbô mnPi wn‡m‡e weAviwUG Gi mKj AcK‡g©i ¸iæ †gvt mvbvDj nK| wZwbI weAviwUG †g‡Uªv mv‡K©j-2 BKzwiqv‡Z GKwU kw³kvjx `vjvj wmwÛ‡KU M‡o Zz‡jwQ‡jb kvwnb †Pqvig¨vb‡`i †jvKRb‡`i‡K w`‡q| AvIqvgxjx‡Mi cZb n‡jI `vjvjiv GLbI envj Zweq‡Z Ibvi c„ó‡cvlKZvq| Øv`k RvZxq msm` wbe©vP‡b bvg cÖKv‡k Awb”QzK weAviwUG Gi K‡qKRb Kg©KZ©v Kg©Pvix e‡jb GB mvbvDj nK Ievq`yj Kv‡`‡ii wbe©vPbxi Rb¨ e¨vcKfv‡e Puv`vevRx K‡i‡Qb| 

bvgt mi`vi gvnveyeyi ingvb, Dc-cwiPvjK (A_©), cÖkvmb kvLv



†gvevBjt 01711-130480

wZwb mv‡eK gš¿x Ievq`yj Kv‡`‡ii mgMÖ evsjv‡`k †_‡K Av`vqK…Z Dr‡KvP evwY‡R¨i mv‡_ m¤ú„³ †_‡K †Kvlva¨‡ÿi `vwqZ¡ cvjb K‡iwQ‡jb Ges wb‡Ri bv‡gI Zvi cwiev‡ii bv‡g Zvi PvKix Rxe‡bi †eZ‡bi †P‡q `yBkZ ¸b A‰ea m¤úwËi gvwjK n‡q‡Qb| weAviwU Gi mKj e`jx evwY‡R¨i mv‡_ mi`vi gvnveyeyi ingvb RwoZ Av‡Qb e‡j bvg cÖKv‡k Awb”QzK Kg©KZ©v-Kg©Pvixiv e‡jb|

bvg †gvt †`‡jvqvi †nv‡mb, gUihvb cwi`k©K, weAviwUG, wm‡jU †g‡Uªv mv‡K©j



†gvevBjt 01836-419981

†`‡ki evox †bvqvLvjx| m¤úªwZ mg‡q wZwb weAviwUG XvKv †g‡Uªv mv‡K©j-1 †_‡K wm‡j‡U e`jx n‡q wM‡q‡Qb| wZwbI A‡bK AcK‡g©i †nvZv Ges AvIqvgx jx‡Mi Avg‡j wewfbœ Dr‡KvP evwYR¨ I e`jx evwY‡R¨i Z`exi Ki‡Zb Avjx nvq`vi iZ‡bi mv‡_|

GQvov Ab¨vb¨ ‡Pjviv n‡jb h_vµ‡gt mv‡eK gš¿x Ievq`yj Kv‡`‡ii mv‡eK GwcGm †gvt †mwjg, weAviwUG Gi XvKv †g‡Uªv-1 mv‡K©‡ji mv‡eK Awdm mnKvix nvmvb web AvRv`, Awdm mnKvix mwRe nvmvb, D”Pgvb mnKvix Bg`v`yj nK kvgxg I XvKv wefvMxq Kvh©vj‡qi Awdm mnvqK mv‡n` †PŠayix, †iKW© wKcvi Rwniæj Bmjvg (PÆMÖvg †g‡Uªv mv‡K©j-2), †iKW© wKcvi Zmwjg gvngy` (PÆMÖvg †Rjv mv‡K©j), †iKW©wKcvi bCg DwÏb †PŠayix (PÆMÖvg †g‡Uªv mv‡K©j-1), Awdm mnKvix †gvt †`‡jvqvi †nv‡mb (PÆMÖvg †g‡Uªv mv‡K©j-1), Awdm mnvqK kvwKeyj nK BdwZ (PÆMÖvg †Rjv mv‡K©j) Ges wbivcËv cÖnix (PÆMÖvg mv‡K©j) meyR cÖgyL|


আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




অদৃশ্য মহামারি থ্যালাসেমিয়া

প্রকাশিত:রবিবার ২৫ মে 20২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

বাংলাদেশে রেজিস্ট্রারভুক্ত থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় এক লাখ হলেও বাস্তবে এ সংখ্যা ৪ থেকে ৫ লাখে দাঁড়িয়েছে, যা অনেকটা অদৃশ্য মহামারিতে পরিণত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চিকিৎসা ব্যয়ের ভার এতটাই বেশি যে, সব রোগীর জন্য সেবা দিতে বছরে প্রয়োজন অন্তত ১০ হাজার কোটি টাকা। অথচ রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য— যদি সচেতনতা এবং বিবাহপূর্ব থ্যালাসেমিয়া পরীক্ষা নিশ্চিত করা যায়।

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, থ্যালাসেমিয়ার চিকিৎসায় প্রতি মাসে একজন রোগীর খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা। বর্তমানে দেশে প্রায় এক লাখ রেজিস্ট্রারভুক্ত রোগী রয়েছে, যাদের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে ২ হাজার কোটি টাকা। আর প্রকৃত রোগী সংখ্যার ভিত্তিতে হিসাব করলে এই ব্যয় দাঁড়ায় ১০ হাজার কোটি টাকারও বেশি।

তিনি বলেন, থ্যালাসেমিয়া এমন একটি রোগ যার ব্যয়ে কোনো উদ্বৃত্ত নেই। এর চিকিৎসা ব্যয় শুধু বাড়তেই থাকে। সমস্যা আরও গভীর হয় যখন দুইজন বাহক বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সন্তান জন্ম দেয়, যেটি এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহন করে। একমাত্র সমাধান হলো সচেতনতা এবং বিবাহপূর্ব পরীক্ষা বাধ্যতামূলক করা। আমি নিজে এই বিষয়ে সামাজিকভাবে কাজ শুরু করব এবং আমার তিনটি মন্ত্রণালয়ের প্রতিটি জায়গায় এই রোগ নিয়ে আলোচনার আয়োজন করব।

আলোচনায় সভাপতিত্ব করেন শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। তিনি বলেন, বিবাহপূর্ব থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণ বাধ্যতামূলক হলে ভবিষ্যৎ প্রজন্ম এই রোগ থেকে রক্ষা পাবে।

শিশু হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। এটি প্রতিরোধযোগ্য একটি রোগ, কিন্তু জনসচেতনতার অভাবে প্রতিদিনই নতুন রোগী যুক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, এই রোগীদের নিয়মিত রক্ত প্রয়োজন। তাই নিরাপদ রক্তের সহজলভ্যতা নিশ্চিত করাও জরুরি, যাতে রক্ত সঞ্চালনের মাধ্যমে নতুন কোনো রোগ ছড়িয়ে না পড়ে।



আরও খবর



লস অ্যাঞ্জেলেস উত্তাল, ন্যাশনাল গার্ড মোতায়েন

প্রকাশিত:রবিবার ০৮ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে টানা দুই দিন ধরে এই বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টম হোম্যান শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা লস অ্যাঞ্জেলেসকে নিরাপদ করব।’ খবর বিবিসির

লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-সংঘর্ষ হয়। বিশেষ করে লাতিন-অধ্যুষিত একটি ডিস্ট্রিক্টে অভিযানে গেলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

আইসিইর অভিযানে এ সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৪ জন আটক হয়েছেন গত শুক্রবার। যদিও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট-দলীয় গভর্নর গ্যাভিন নিউসম এ অভিযানকে ‘নিষ্ঠুর’ বলে নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযান যুক্তরাষ্ট্রে ‘অবৈধ অপরাধীদের’ অনুপ্রবেশ বন্ধ ও তাদের প্রতিহত করার জন্য অপরিহার্য।

লস অ্যাঞ্জেলেসের এখনকার পরিস্থিতিতে যেকোনো সহিংসতা কিংবা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করার চেষ্টায় ‘জিরো টলারেন্স’ দেখানোর ঘোষণা দিয়েছেন টম হোম্যান।


আরও খবর