Logo
শিরোনাম

বাংলাদেশের ইসলামিক বক্তারা কি করছেন?

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:বুধবার ১৯ মার্চ ২০২৫ |

Image

বাংলাদেশে যারা মোটামুটি পরিচিত ইসলামিক বক্তা তারা প্রায় সবাই অর্থনৈতিকভাবে বেশ সলভেন্ট আলহামদুলিল্লাহ্‌ । 

প্রায় সবারই নিজের ব্যাক্তিগত গাড়ি-ড্রাইভার আছে, ঢাকায় ফ্ল্যাট আছে বা অন্তত জেলা শহরে নিজের একটা থাকার জায়গা আছে। 


যাদের ব্যাক্তিগত গাড়ি আছে তারা জানেন যে, ড্রাইভারসহ একটা প্রাইভেট কারের মাসিক খরচ অন্তত ৫০ হাজার টাকা । 

ঢাকার এবং জেলা শহরগুলোর ভালো এলাকার ইমাম-মুয়াজ্জিন-খতীবরাও এখন মোটামুটি স্বচ্ছল বলা যায় ।  

আমরা তো এরকমটাই চেয়েছিলাম, আমাদের ধর্মীয় ব্যাক্তিত্বগণ আর্থিকভাবে স্বচ্ছল থাকবেন, তারা পর মুখাপেক্ষী হবেন না, নিজেদের ইনকাম সোর্স তৈরি করবেন। তারাও দেশের প্রথম শ্রেনীর নাগরিকদের মত নিয়মিত ট্যাক্স দিবেন, সকল সুযোগ-সুবিধা, সন্মান ভোগ করবেন ।  

কিন্তু আমার আফসোস এবং কষ্ট লাগে যখন দেখি, হেলিকপ্টার ,ব্যাক্তিগত গাড়ি থেকে মাহফিলে নেমে কোন কোন বক্তা মাহফিলে উপস্থিত শ্রোতাদেরকে দারিদ্রতার দিকে মোটিভেট করেন । 

আপনি বলতেছেন, রাসুলুল্লাহ (সা) দিনের পর দিন না খেয়ে ছিলেন, সাহাবারা (রা) না খেয়ে ছিলেন, অনেকের পায়ে স্যান্ডাল থাকতো না, গায়ের জামাকাপড় ছেঁড়া ছিল । 

আপনি নিজে চকচকা জামা পড়ে এসে, গাড়িতে বসে এসির হাওয়া খেতে খেতে এসে এগুলা কেন বলেন ? রাসুলুল্লাহ (সা) না খেয়ে ছিলেন ওয়াজ করে, পরের মুহুর্তেই মাহফিল কর্তৃপক্ষের আয়োজন করা ৮-১০ পদের শাহী খানাদানা কিভাবে আপনার গলা দিয়ে নামে ?     

প্রথমত, এই যে আমরা বলি, রাসুলুল্লাহ (সা) দরিদ্র লাইফ-স্টাইলটার দিকে ফোকাস করি এই কনসেপ্টটাই ভুল । এটা রাসুলুল্ললাহ (সা) এর ইনকম্পিটেন্সী ছিল না বরং উনার ব্যাক্তিগত চয়েজ ছিল ।  হি হ্যাড অল দ্যা লাক্সারিজ । 

কিন্তু উনি সেগুলো মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন । উনি ব্যবসায়িক-মিলিটারিলি ইন্টিলিজেন্স মারাত্নক রকমের শার্প এবং ব্রিলিয়ান্ট ছিল । উনি চাইলে প্রচুর টাকা কামাতে পারতেন । বাট উনি সেটা করেননি । আবু বকর (রা), উমার (রা) প্রত্যেকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য । 

বাট আপনি নিজে তো সেই চয়েজটা বেছে নেননি । আপনি ভালো খাচ্ছেন, ভালো পোশাক পড়েন, ভালো গাড়িতে চড়েন, ভালো বাসায় থাকেন । তাহলে মানুষকে কেন গরীব থাকতে বলেন ? শুধু তাই না অপনাকে আনতে বা এই গনজমায়েত করতে কত মানুষের কাছে হাত পাত্তে হয়েছে এবং কোন কোন বয়সের মানুষ হাত পেতেছে তা অপনি ভালো করেই জানেন। তাহলে বলেন এটা কি ধরনের হিপোক্রেসী ? 

আপনি রাসুল (সা) এর বিজনেস/মিলিটারি একিউমেনের কথা কেন বলেন না, উনার সুপার-ডুপার ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাটিক স্কিলের কথা কেন বলেন না, রাস্ট্র গঠনে উনার অসাধারণ জ্ঞানের কথা কেন তুলে ধরেন না। 

ভাই নিজেরা নিজেদের লিমিটেশন মেনে নেই । আমরা দুর্বল ঈমানের অধিকারী । আমরা কষ্ট করতে পারি না । ইটস ওকে। আল্লাহ্‌ আপনাকে এর জন্য জাহান্নামে দিবে না । 

আপনি মানুষকে সৎ হতে বলেন, কারো মনে কষ্ট না দিতে বলেন, রাসুলুল্লাহ (সা)এর মত অসাধারণ এম্প্যাথেটিক একজন মানুষ হতে বলেন, নিজের কাজ-কর্মে সুপার ডুপার স্কিলড হতে বলেন। 

আইটিতে স্কিলড হতে বলেন, সেলসে স্কিল্ড হতে বলেন, বিজনেস কমিউনিকেশন-ম্যানেজমেন্ট এগুলাতে স্কিলড হতে বলেন । যে ডাক্তার হইছে তাকে তার ফিল্ডের সবচেয়ে বেষ্ট ডাক্তার হইতে বলেন, একজন ইঞ্জিনিয়ারকে সেরা ইঞ্জিনিয়ার হইতে বলেন । আপনি মানুষকে প্রচুর পরিমাণে হালাল উপার্জন করতে বলেন। 

আপনি মানুষকে যাকাত দেয়ার উপযোগী করতে মোটিভেট করেন। বলেন না, যে এ বছর এক লাখ টাকা যাকাত দিয়েছে সে যেন নেক্সট ইয়ার ৫ লাখ টাকা যাকাত দেয়ার মত অবস্থায় যেতে পারে। 

হ্যাঁ, তাকে চেষ্টা করতে বলেন । বাট ক্যারিয়ারকে নিজের ইলাহ বানাইতে না করেন । হালালভাবে একটা সার্টেন এফোর্ট দিয়ে ভালো উপার্জন করতে মানুষকে মোটিভেট করতে অসুবিধা কোথায় ? 

কেন মাত্র একটা আস-সুন্নাহ ফাউন্ডেশন তৈরি হইছে ? আরো ১০০টা আস-সুন্নাহ ফাউন্ডেশন নাই কেন ? 

আপনি মানুষকে আরও ভালো করতে উৎসাহ দেন। তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে বলেন । কাজের সুযোগ সৃষ্টি করতে বলেন । সেখানে ইসলামিক পরিবেশ এনশিউর করতে বলেন । অসহায়-বিপদগ্রস্থ মানুষদের কাজের ব্যবস্থা করতে বলেন।  

আপনি খেয়াল করে দেখেন, শিক্ষিত লোকজন কিন্তু আপনাদের কথা খুব একটা শুনতেছে না । কারন, আপনারা তাদের নীড ক্যাটার করতে পারতেছেন না । বুঝতেছেন না মানুষ এখন অনেক ওয়েল ইনফরমড । তার কাছে অনেক তথ্যের এক্সেস আছে যে পর্যন্ত আপনি এখনো যেতেই পারেন নাই । 

২১ হাজার স্কয়ার কিলোমিটার এবং মাত্র ৯০ লাখ মানুষের একটা পুঁচকে রাস্ট্র সারা দুনিয়াকে নাচাচ্ছে শুধুমাত্র টেকনোলজি আর অর্থণীতির জোরে ।  তাদের অত্যাচার চেয়ে চেয়ে দেখা ছাড়া আমরা কিছু করতে পারতেছি ? 

ভাইয়েরা এখন সময় আছে নিজেদেরকে আপগ্রেড করি ।  উম্মাহর খেদমত করার অনেক জায়গা আছে । 

এখনো যদি ৮০-৯০ বছর আগের স্টাইল নিয়ে আপনি পরে থাকেন তাহলে আপনার দ্বারা উম্মাহর খুব একটা খেদমত হবে না এবং হইতেছে না এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ, আপনি খালি আপনার লাইফ-স্টাইলটাই এনশিউর করে যাচ্ছেন।


আরও খবর

রোজা রাখার বিষয়ে বিজ্ঞান কী বলে?

শুক্রবার ১৪ মার্চ ২০২৫




একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

প্রকাশিত:সোমবার ০৩ মার্চ ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ |

Image

একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। অথচ তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৩ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।

প্রধান উপদেষ্টা বলেন, আমার কোনো চিন্তাভাবনা ছিল না হঠাৎ করে একটা সরকারের প্রধান হবো। এবং সেই দেশ এমন যেখানে সব তছনছ হয়ে গেছে। কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না। যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা। মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর অনেক পরিবর্তন হয়েছে। অর্থনীতি সহজ করেছি। দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি। এটাতো পরিষ্কার- সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। দেশের মানুষেরও আমাদের ওপর আস্থা আছে। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হতে পারে। কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারেনি। এটা হতে পারে। এটা আমিতো অস্বীকার করছি না।

ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে ড. ইউনূস বলেন, নতুন দলকে সরকার কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায়, সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে। যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন, তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কার বাধা দেওয়ার কী আছে?

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো জানিয়ে তিনি বলেন, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না।

তিনি বলেন, মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি।

ড. ইউনূস বলেন, ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সপ্তাহেই কথাবার্তা হয়ে গেছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো। তবে, আমরা সব ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিৎ, তার বিচার হতে হবে। এটুকুই শুধু।


আরও খবর

ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র

সোমবার ১৭ মার্চ ২০২৫




ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

প্রকাশিত:শুক্রবার ১৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ |

Image

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৮ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান গতকালের মতো আজও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দীর্ঘদিন পর গতকাল এবং আজ ঢাকার একিউআই স্কোর ১৫০-এর নিচে নামল। শুক্রবার সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৬০)। দিল্লিতে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭২), উগান্ডার কাম্পালা (১৬২) ও ভিয়েতনামের হ্যানয় (১৫৫)। শহরগুলোর বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


আরও খবর

ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র

সোমবার ১৭ মার্চ ২০২৫




ডাকাত-ধর্ষকদের রক্ষার নোংরা খেলা বন্ধ করুন

প্রকাশিত:শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ মার্চ ২০২৫ |

Image

রাশেদ মেহেদী, সিনিয়র সাংবাদিক :

ভুক্তভোগী যাত্রীদের বর্ণনায় এটা স্পষ্ট যে, গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের "আমরি ট্রাভেলসের" বাসটিতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় বাসের চালক ও তার সহকরারিরা জড়িত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই চালক ও সহকারিরাই ডাকাত দলকে বাসে তুলে ডাকাতি করার সুযোগ দিয়েছে। 

অথচ ঘটনার তিন দিনে কোন মামলা হল না। পরে চালক ও তার সহকারিদের জামিন দেওয়ার পর একজন যাত্রীকে মামলা করার জন্য থানায় ডাকা হল। দেখা গেল থানায় অভিযুক্ত চালক আর তার সহকারিরাও গেছেন আরেকটি মামলা করতে...! 

এটা অসৎ, দূর্নীতিবাজ পরিবহন নেতাদের নোংরা খেলা। তারা শুরু থেকেই মামলাটি দুর্বল করতে চাচ্ছেন। সে কারনে তারা প্রশাসনকেও ব্যবহার করছেন। 

বাংলাদেশে অভ্যুত্থান হয়, সরকার বদল হয়, আগের সরকারের প্রশাসনের কর্তা-ব্যক্তিরা বদলায়, কিন্তু পরিবহন খাত ঘিরে সন্ত্রাসী, দূর্নীতিবাজ অটুট থাকে। বিগত সরকারের আমলে পরিবহন খাত নিয়ন্ত্রণ করা নেতা নামধারী সন্ত্রাসীদের কেউ জেলে, কেউ পালিয়ে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন আগের সরকারের সেই নেতাদের বন্ধুরাই এখন বিপ্লবী সেজে পরিবহন খাতের নিয়ন্ত্রক, গডফাদারের পদ অলংকৃত করে আছেন।

আমার প্রায় ৩০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় দেখেছি পরিবহন খাতে রাজনৈতিক দলে ছড়িয়ে থাকা সন্ত্রাসী সিন্ডিকেটের সদস্যদরা দৃশ্যত প্রতিপক্ষ হলেও পর্দার আড়ালে তারা ঘনিষ্ঠ বন্ধু।  এ কারনেই সরকার বদলায়, কিন্তু পরিবহনের সন্ত্রাসী সিন্ডিকেট আর তাদের নোংরা খেলা অটুট থাকে।


আরও খবর

ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র

সোমবার ১৭ মার্চ ২০২৫




নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০25 | হালনাগাদ:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

''সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার'' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক আশীষ কুমার ভট্টাচার্য। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক লুৎফর রহমান, নওগাঁর সিভিল সার্জন নজরুল ইসলাম, এনএসআই এর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নাজমুল আসফাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সভা শেষে নিরাপত্তা রক্ষার কাজে ভালো ভূমিকা রাখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিয়নের সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও অন্যান্য উপহার তুলে দেয়া হয়। এসময় অতিথিরা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অনেক পুরাতন একটি বাহিনী। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন ও সংগ্রাম ভূমিকা রেখে চলেছে এই বাহিনীর সদস্যরা। এছাড়া দেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে প্রথমেই এগিয়ে আসে তৃণমূল পর্যায়ের এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দেশের প্রতিটি মানুষের খবর রাখে এই বাহিনীর সদস্যরা। তৃণমূল পর্যায়ের সকল তথ্য যাদের কাছে পাওয়া যায় তারা হলেন এই বাহিনীর সদস্যরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনীর সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। অথচ অন্যান্য বাহিনীর চেয়ে এই বাহিনীর সদস্যরা খুবই অবহেলিত। তাই এই বাহিনীকে আরো আধুনিকায়ন করতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুতই এই বাহিনী যুগোপযোগী একটি বাহিনীতে পরিণত হবে বলে জানান অতিথিরা।


আরও খবর



ত্বক ভালো রাখতে ঘুমানোর আগে কী কী করবেন?

প্রকাশিত:রবিবার ০২ মার্চ 2০২5 | হালনাগাদ:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ |

Image

ঠান্ডা তাপমাত্রা এবং বাতাস আপনার ত্বকে বিশেষ করে কঠোর হতে পারে। শীতের এই সময়ে আপনার ত্বককে নরম এবং কোমল রাখার জন্য এখানে কিছু সহজ টিপস রয়েছে। বিউটি এক্সপার্টরা বলছেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিট ব্যয় করলেই উপকার মিলবে ত্বকের। চলুন জেনে নেওয়া যাক, এই পাঁচ মিনিটে কী কী করবেন?

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তারপর ত্বকের ধরন বুঝে মেখে ফেলুন টোনার।

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং, অর্থাৎ সিটিএম-এর নিয়ম মেনে সবশেষে ময়েশ্চারাইজার মাখতে হয়। রূপচর্চা শিল্পীরা বলেছেন, এই পর্যায়ে ময়েশ্চারাইজারের বদলে মাখতে পারেন নারকেল তেল।

নারকেল তেল দিয়ে মিনিট দুয়েক মুখে ম্যাসাজ করুন। ত্বক যদি শুষ্ক হয়, তাহলে সারারাত ওইভাবে মুখে তেল রেখে দিতে পারেন।

ত্বক তৈলাক্ত ভাব হলে ম্যাসাজ করার পর ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলুন।

নারকেল তেলের মধ্যে কী এমন আছে?

নারকেল তেল সাধারণত চুলেই মাখা হয়। তবে এর মধ্যে যে পরিমাণ ফ্যাটি অ্যাসিড রয়েছে, তা ত্বকে কোলাজেন উৎপাদনে বিশেষ ভাবে সাহায্য করে। ফলে বলিরেখা তো পড়েই না, উল্টে মুখের টান টান ভাব বজায় থাকে। এ ছাড়া ত্বকের প্রয়োজনীয় নানা ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে নারকেল তেলে। এগুলো নিষ্প্রাণ ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দিতে পারে।

মুখে নারকেল তেল ম্যাসাজ করলে কী হবে?

ত্বকের জেল্লা বজায় রাখবে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। রাতে ঘুমোতে যাওয়ার আগে সঠিক পদ্ধতিতে মুখে এই তেল ম্যাসাজ করতে পারলে জেল্লা বৃদ্ধি পাবে। লিম্ফ্যাটিক নিষ্কাশন প্রক্রিয়ার মাধ্যমে মুখের জমে থাকা ফ্লুইড বের করে দেওয়া যায়।

যেহেতু নারকেল তেলে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। ত্বকের যাবতীয় ক্ষয়ক্ষতি পূরণ হয় রাতে। তাই হালকা গরম তেল মুখে ম্যাসাজ করলে উপকার মিলবে।

অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে নারকেল তেলে, যার মাধ্যমে ত্বকে জমে থাকা টক্সিন দূর হয়ে যায়। ওপেন পোরসের সমস্যাও ধীরে ধীরে কমে আসে।


আরও খবর