Logo
শিরোনাম

বাড়ছে না ডিজেল-অকটেনের দাম

প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট 2০২4 | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও চলতি মাসে তা হচ্ছে না। ফলে এবার অপরিবর্তিত থাকছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগস্ট মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে এ মাসে দেশে তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা ছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এখন মূল্যবৃদ্ধির ঝুঁকি নিতে চায়নি সরকার। এ কারণে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করা হয়নি।

সর্বশেষ গত জুলাই মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয় ১০৬ টাকা ৭৫ পয়সা। আর পেট্রোলের দাম লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকা অপরিবর্তিত রাখা হয়।

এর আগে মে মাসে পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছিল। মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমানো হয়।


আরও খবর

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




বকশীগঞ্জে রাত জেগে মন্দির-গীর্জা পাহারা দিচ্ছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

জামালপুর প্রতিনিধি: 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর সারা দেশে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা ও নৈরাজ্য। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতিসহ অনাকঙ্খিত ঘটনা ঘটতে থাকে। এতে করে ক্ষতিগ্রস্থ হয় অনেক মানুষ। নৈরাজ্য ঠেকাতে সরকারি স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


জানা যায়,১৫ আগস্ট ঘিরে একটি সন্ত্রাসী গোষ্ঠী সংখ্যালঘুদের উপাসানালয় ও বাড়িঘরে হামলা-লুটপাট করে অরাজক পরিবেশ সৃষ্টি করতে পারে এমন খবরে দলের নেতাকর্মীরা সজাগ হয়ে উঠেন। তাই চলমান সংকটে নাশকতা ঠেকাতে বুধবার ও বৃহস্পতিবার রাতভর মন্দির,গীর্জা,সরকারি স্থাপনা ও সংখ্যালঘুদের বাড়ির সামনে পাহারায় বসেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। বকশীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও সদস্য সচিব তানজির আহমেদ সুজনের নেতৃত্বে লাউচাপড়া খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের উপাসানালয় সাধু আন্দ্রে ধর্মপল্লী,উপজেলার প্রতিটি ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ,মন্দির,বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন নেতাকর্মীরা। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে চলমান সংকটে নাশকতা ঠেকাতে এ কার্যক্রম পরিচালনা করছেন বকশীগঞ্জ পৌর যুবদল। বিএনপি নেতা মমতাজুর রহমান,যুবদল নেতা তৌহিদুজ্জামান,আশরাফ হোসেন মানিক,কালাম মিয়া,রাজিব মিয়া,মাহবুব আলম,আরাফাত রহমান রিপনসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুরো উপজেলায় টহল দেন যুবদল নেতা শাকিল তালুকদার। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। 


পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে একটি মহল ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমাদের কাছে সব ধর্ম-বর্ণের মানুষ সমান। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত নির্দেশ দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয় রক্ষাসহ অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যে দলেরই হোক তাদের প্রতিরোধ করতে হবে। তাই রাত জেগে নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করতে চায় তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনকে সহযোগীতার অংশ হিসেবে এই কার্যক্রম চলমান থাকবে। 


যুবদল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সভাপতি ডা.সিদ্ধেস্বর সাহা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকলেও একটু হলেও মনে ভীতি ছিল। কারন সাম্প্রদায়িক অপশক্তি নানাভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি করা হয়, এতে ক্ষতিগ্রস্থ হয় সংখ্যালঘুরা। যুবদলের নেতাকর্মীরা মন্দির-গীর্জা পাহারা দিচ্ছেন দেখে মনে হয়েছে এটাই বুঝি অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোন অপশক্তি আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে। 


এ ব্যাপারে বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম বলেন,সনাতন ধর্মাবলম্বীদের উপাসানালয় পাহারা দেয়ার জন্য গ্রাম পুলিশদের দায়িত্ব দেয়া হয়েছে। এখন তাদের সাথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা যোগ হয়েছেন। এতে করে নিরাপত্তা বেষ্টনীটা অনেক মজবুত হয়েছে। দেশের সংকটময় মুহুর্তে মানুষের পাশে দাড়ানো সত্যিই প্রশংসনীয় কাজ। ধন্যবাদ জানাই তাদের যারা রাত জেগে পাহারা দিচ্ছেন।


আরও খবর



নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্ৰেফতার

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২৫০ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। 

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২ সেপ্টেম্বর রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিলো। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানান অপকর্ম করে আসছিলো। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলো মেহেদী। গ্ৰেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর



খালেদার ১১ মামলায় হাজিরা ৩১ অক্টোবর

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩১ অক্টোবর। হত্যা নাশকতার ১০ মামলা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক মামলায় তাকে এই হাজিরা দিতে হবে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল- এর বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এই তারিখ ধার্য করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের দুই নম্বর ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার শুনানি হয়। আজ মামলাগুলোর শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন তারিখ ধার্য করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৩১ যাত্রী দগ্ধ জখম হয়। এর মধ্যে নূর আলম নামে একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। ঘটনায় দায়ের করা হত্যা মামলা এই আদালতে বিচারাধীন।

একই বছরের ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজ বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।

ওই বক্তব্যেদেশদ্রোহীমনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

নাশকতার মামলা: রাজধানীর দারুস সালাম থানায় ২০১৫ সালে করা নয়টি নাশকতার মামলায় অভিযোগপত্র দেওয়া হয় বিভিন্ন সময়ে। সেসব মামলায় অভিযোগপত্র দেওয়ার পর তা মহানগর দায়রা আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়।



আরও খবর



রাজধানীতে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা

প্রকাশিত:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

রাজধানীতে দুঃসহ যানজট সারাদেশে বিদ্যুৎ সঙ্কট দেশের প্রধান এই দুই সমস্যার নেপথ্যে প্রায় ৫৫ লাখ ব্যাটারিচালিত রিকশা ইজিবাইক ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয় বলে এসব যানের ব্যাটারি কয়েক ঘণ্টা পরপর চার্জ দিতে হয় হাসিনা সরকারের আমলে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সব যানের চার্জিং ব্যবসা করতো আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতারা বর্তমানে তাদের অধিকাংশ পলাতক থাকলেও ব্যবসা চলছে আগের মতোই ৫৫ লাখ অবৈধ যান প্রতিদিন প্রায় ৪০০০ মেগাওয়াট বিদ্যুত গিলে খাচ্ছে এর মধ্যে ৫০০ ওয়াটের টাকাও বিদ্যুৎ বিভাগ পাচ্ছে না

হাসিনা সরকারের আমলে অবৈধ এসব যান চলাচল নিষিদ্ধের জোড়ালো দাবি উঠলেও সরকার রাজনৈতিক কারণে এগুলো বন্ধ না করে অবাধে চলাচলের সুযোগ করে দেয় এসব যান নিষিদ্ধ করার দাবিতে সবচেয়ে বেশি সরব ছিল সিএনজি অটোরিকশা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন সেই সময় আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের একজন নেতা জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে একবার সভা ডেকেছিলেন সেই সভায় তিনি ব্যাটারিচালিত রিকশা ইজিবাইক নিষিদ্ধ করার দাবি তুলে বিদ্যুত চুরির বিষয়টি তুলে ধরেছিলেন

 তখন সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী ওই নেতাকে ধমক দিয়ে বলেছিলেন, বিদ্যুৎ নিয়ে আপনার এত ভাবনা কেন? বিদ্যুৎ আমি দেবো ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদাক মো. হানিফ খোকন সেদিনের কথা স্মরণ করে বলেন, মূলত তারা বিদ্যুৎ চুরিসহ উল্টাপাল্টা পলিসি নিয়ে রাষ্ট্রের চরম ক্ষতি করেছেন দলের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রকল্প নিয়ে দেশকে ফতুর করেছেন যেটা এখন সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে

গত কয়েক সপ্তাহ ধরে যানজটে স্থবির রাজধানী ঢাকা। অলিগলিসহ ভিআইপি রাস্তাগুলোতে যানবাহন আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। এর কারণ নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা ইজিবাইক অবাধে চলছে রাজধানীর ভিআইপি সড়কসহ সকল সড়কে। এগুলো ভিড়ে যানবাহনের চাপ এতটাই বেড়েছে যে কোন গাড়িই আর ঠিকমতো চলতে পারছে না। বাস, সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে এখন কমপক্ষে লাখ ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করেছে ঢাকা এর আশপাশের এলাকা থেকে প্রবেশ করেছে আরও কমপক্ষে এক লাখ ইজিবাইক। ঢাকায় মোটরসাইকেল চলাচল করছে প্রায় ১২ লাখ।

এর সাথে রেজিস্ট্রেশনভুক্ত ২৫ লাখ যানবাহন তো আছেই। সব মিলে ঢাকার রাস্তা এখন যানবাহনের দখলে। এতে করে স্বাভাবিক নিয়মেই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণের জন্য ঢাকায় যে চার হাজার ট্রাফিক পুলিশ আছে, তারা মূলত নিস্ক্রিয়। কারণে দিনের শুরুতে একবার যানজট সৃষ্টি হলে তা ক্রমে বাড়তে বাড়তে ভয়াবহ আকার ধারণ করছে। ভাদ্রের দাবদাহে মানুষ হয়ে উঠছে অতিষ্ট

 

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, প্রতিটি রিকশা গ্যারেজেই নিষিদ্ধ এসব অটোবাইক রিকশার ব্যাটারি চার্জ করা হয় সবগুলোতেই ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন ফলে প্রতিদিন উৎপাদিত বিদ্যুতের মধ্যে প্রায় হাজার মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে এই ব্যাটারিচালিত রিকশা তিন চাকার ইজিবাইক বিদ্যুৎ বিতরণ বিভাগের হিসাব অনুযায়ী সারাদেশে দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে তার মানে এসব যান নিয়ন্ত্রণ করা গেলে উৎপাদিত বিদ্যুত দিয়েই সারাদেশের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব


জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা তিন চাকার ইজিবাইকের ব্যাটারি চার্জে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে। সাধারণত একটি ইজিবাইক চালানোর জন্য চার থেকে পাঁচটি ১২ ভোল্টের ব্যাটারি প্রয়োজন। আর প্রতি সেট ব্যাটারি চার্জের জন্য গড়ে ৯০০ থেকে ১১০০ ওয়াট হিসেবে পাঁচ থেকে ছয় ইউনিট (দিনে বা রাতে কমপক্ষে থেকে ঘণ্টা) বিদ্যুৎ খরচ হয়। সে হিসেবে ৫৫ লাখ ব্যাটারিচালিত রিকশা এবং তিন চাকার ইজিবাইক চার্জের জন্য জাতীয় গ্রিড থেকে প্রতিদিন কমপক্ষে হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। কিন্তু এর বেশির ভাগ বিদ্যুৎ গ্যারেজ মালিকরা অবৈধভাবে ব্যবহার করছেন।

বিষয়ে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন বলেন, ৫৫ লাখের কম-বেশি ইজিবাইক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। যদিও এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। আর সরকারও এর সঠিক পরিসংখ্যান দিচ্ছে না। এগুলো শুধু বিদ্যুৎ খরচ করছে না, এসব ব্যাটারিচালিত রিকশা ইজিবাইক সড়ক নিরাপত্তার জন্য হুমকি। একই সঙ্গে সড়কে যানজটের সৃষ্টি করছে। এসব যানের ব্রেক সাসপেনশন সিস্টেম মোটেও ভালো নয়। যাত্রীর তুলনায় হালকা হওয়ায় এগুলো সহসাই উল্টে ঘটছে দুর্ঘটনা। সরকারের উচিত মফস্বলে এগুলো রেশনিং সিস্টেমে চলাচলের ব্যবস্থা করা। আর দীর্ঘমেয়াদী সুরাহার জন্য বিকল্প উন্নতমানের যানবাহন আমদানি করে যারা এসব যান চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সেই সাথে রাজধানীতে এসব যান চলাচল একেবারে নিষিদ্ধ করা

জানা যায়, ২০১৪ সালে ঢাকা চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাই কোর্ট। এরপর ২০১৭ সালে এসব পরিবহন বন্ধে আরেক দফা নির্দেশনা আসে হাই কোর্টের। ২০২১ সালের ১৫ ডিসেম্বর অটোরিকশা বন্ধ আমদানি নিষিদ্ধ করে আবারও নির্দেশনা দেন হাই কোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২১ সালের ২০ জুন এসব রিকশা-ভ্যান বন্ধের নির্দেশ দেন। বিভিন্ন সময়ে সিটি করপোরেশনও এগুলো বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। অনুসন্ধানে জানা গেছে, শুধু রাজধানী নয়; দেশের জেলা, উপজেলা, গ্রাম পাড়া-মহল্লায় চলছে এসব ব্যাটারিচালিত রিকশা তিন চাকার ইজিবাইক।

  অবৈধ বাহনের ব্যাটারি চার্জ দেওয়া হয়। সারা দেশে জেলা-উপজেলা শহরগুলোতে বিদ্যুৎ চুরির অন্যতম প্রধান কারণ নিষিদ্ধ ইজিবাইক বা অটোরিকশা। দেশের ৯০ শতাংশ গ্যারেজেই নিষিদ্ধ এসব অটোবাইকের ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন। অনেক স্থানে চলছে মিটার টেম্পারিংয়ের মতো ঘটনাও। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কোনো সংস্থা

 


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




দুর্গাপুরে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

দুর্গাপুর, রাজশাহী প্রতিনিধি::


রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 


মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


আরও খবর