Logo
শিরোনাম

বেনাপোল আমদানি-রপ্তানিতে গতি ফেরাতে ২ জন কর্মকর্তা ও ৩৫কর্মচারী নিয়োগ

প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::

আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে নতুন করে ২ জন কর্মকর্তা ৩৫ কর্মচারীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থল বন্দর পরিচালক বলেন, বন্দরে জনবল স্বল্পতা ছিল। পাশাপাশি বন্দরের বিরাজমান সমস্যা নিরসনে চাহিদা দাবির প্রেক্ষিতে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার থেকে তারা কর্মস্থলে যোগদান করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানায়।

রেজাউল বলেন, বেনাপোল স্হল বন্দরের অপারেশনাল কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালনা, বেনাপোল স্হল বন্দরের স্টেক হোল্ডারদের কে যথাসময়ে সেবা প্রদান করা ও বেনাপোল স্হল বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে ২ জন কর্মকর্তা ও ৩৫ কর্মচারী কে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

এই ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন সহ দুই দিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে তাদের বেনাপোল স্হল বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড, দপ্তর, শাখায় পোস্টিং দেওয়া হয়ে হয়েছে বলে জানান


আরও খবর

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ |

Image

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী ও চলমান বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।



পরিদর্শনকালে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন এবং তাদেরকে সঠিক সেবা প্রদানের অনুরোধ করেন। 



এসকল গর্ভবতী মহিলাকে আশংকাজনক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। 



এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকাসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় কোর জামে মসজিদ ভেঙ্গে অফিস বানানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় কোর জামে মসজিদ ভেঙ্গে অ্যাডভোকেটদের অফিস বানানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা। রবিবার সকাল সারে ১০ টারদিকে জেলা আদালত চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাস্টার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, অত্র মসজিদ স্থাপিত হওয়ার মূল ভিত্তির ছায়ালিপিসহ প্রতিবেদন আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্দোলন কারীদের নিকট পেশ করা হবে। আনুমানিক ২০ থেকে ২২ বছর পর কোন সিদ্ধান্তের উপর নির্ভর করে উক্ত মসজিদ ভেঙ্গে উকিলদের চেম্বার করার সিদ্ধান্ত নেওয়া হয় তার লিখিত ফতোয়া আন্দোলনকারীদের নিকট পেশ করতে হবে। উক্ত মসজিদ ভেঙ্গে উকিল চেম্বার করার ক্ষেত্রে যাদের নিকট হতে অর্থ নেওয়া হয়েছে তার সঠিক ব্যবহার হয়েছে কি না তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার প্রতিবেদন পেশ করতে হবে। 

উক্ত দাবী সমূহ পূরণ না হওয়া পর্যন্ত অত্র মসজিদের নীচতলায় সালাত আদায় করা ও অজু খানাসহ যা কিছু ভাঙ্গা হয়েছে তা পুনরায় মেরামত করতে হবে। চুড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত যাদের নিকট থেকে অর্থ নেওয়া হয়েছে তাদের পনর্বাসনের ব্যবস্থা করা বা অর্থ ফেরৎ এর ব্যবস্থা করতে হবে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন নওগাঁর সভাপতি হাফেজ মুহাম্মদ নাজিবুদ্দীন চৌধুরী, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী মুহাম্মদ নূর মমিনূল হক, মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুফতি মুহাম্মদ সাদেক আলী, মাওলানা মুফতি মুহাম্মদ ওয়ালিউল্লাহ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মুফতি মুহাম্মাদ হারুন অর রশিদ, মুহাম্মদ আব্দুল হক, মাওলানা মুহাম্মদ শাহেদ আরাফাত, মাওলান মুফতি মুহাম্মদ হাফিজুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ রউফুজ্জামান রাইট, মাওলানা মুহাম্মদ আকতারুজ্জামান, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল, মাওলানা মুহাম্মদ আজিমুদ্দীন, মুহাম্মদ তারেক হোসন মিঠু, প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম, প্রভাষক মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।


আরও খবর



পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ |

Image

২৩ আগষ্ট শুক্রবার বৈকাল ৫.০০ টায় পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রসূলপুর উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সহ সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।

ওয়ার্ড সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী  আজাদুল ইসলামের  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ মোঃ সুজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)

আরও বক্তব্য রাখেন আয়মা রসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আহসান হাবিব, ইউনিয়ন সেক্রেটারী মোঃ আহাম্মদ আলী, ইউনিয়ন শ্রমিক নেতা নূহ নাজিউল হক।  ইউনিয়নের বাইতুলমাল সেক্রেটারী ফারজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

প্রধান অতিথি ডাক্তার মোঃ সুজাউল করিম বলেন - ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এদেশের দ্বিতীয় স্বাধীনতা বৃথা যেতে দেওয়া হবেনা।। তিনি ঘুষ দূর্ণীতিমুক্ত মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা বিধানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহবান জানান।তিনি আরও বলেন বলেন-
‘যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।

উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ্‌র কাছে হাত তুলে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে ক্ষমা করুন তাদের সকল নেক আমল কবুল করুন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

আরও খবর



বিচার বিভাগে ব্যাপক রদবদল

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ছাড়া পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ থেকে বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন আইন বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রনালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিক গোলাম রব্বানীকে আইন বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়ার জেলা দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির হওয়া বিচারকদের মধ্যে জেলা দায়রা জজ পদ মর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা দায়রা জজ পদ মর্যাদার ৪৮ জন ( জন প্রেষণে), যুগ্ম জেলা জজ পদ পদমর্যাদার জন, সিনিয়র সহকারী জজ সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-) মোহাম্মদ ওসমান হায়দারের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি পদায়ন করা এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লেখিত জেলা দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্টেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর

খালেদার ১১ মামলায় হাজিরা ৩১ অক্টোবর

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪




রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী::



রাজশাহীতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ আয়োজন করে। কর্মসূচি থেকে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।


আরইউজের সভাপতি রফিকুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন। সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় তাতে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন; আরইউজের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ও মামুন-অর-রশিদ; সহসভাপতি তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ হাবিব, বুলবুল হাবিব প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে, সে জন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র-জনতার যে প্রত্যাশা, তা মাটিচাপা পড়ে যাবে।


মানববন্ধন থেকে রাজশাহীর সাংবাদিক রাশেদ রিপন, রফিকুল ইসলাম, রোজিনা সুলতানা ও আসগর আলী সাগরের বিরুদ্ধে মামলা করা বিএনপি নেতার মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা। তা না হলে কলমের মাধ্যমে তাঁর ‘প্রকৃত চেহারা’ উন্মোচন করার ঘোষণা দেন তাঁরা। পাশাপাশি জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়িতে হামলার নিন্দা জানানো হয়। নুরুজ্জামানকে যে দুটি মামলায় জড়ানো হয়েছে, তা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়। এ ছাড়া বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রউফ, মাহমুদুল হাসান নয়নসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।


মানববন্ধনে উপস্থিত ছিলেন আরইউজের যুগ্ম সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন, সদস্য হাবিবুর রহমান পাপ্পু, মেহেদী হাসান, মুস্তাফিজ রকি, আলী এহেসান তুহিন, মিলন শেখ, আযম খান, রোজিনা সুলতানা রোজি, আফরোজা খান, জহিরুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ।

আরও খবর