Logo
শিরোনাম
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা

বিএনপির সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত:বুধবার ১৯ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ৪৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন (৪৫), উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৬), বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (৪৮), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন (৪৫), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল রকিব মোল্যা (৪৩), কলারোয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম (৩৮), বিএনপি নেতা মফিজুল ইসলাম (৪৪), পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ (৩০), বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সামাদ (৫২), হাসান আলী (৪৫), উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী (৫৫), বিএনপি নেতা ময়না (৩৮), বিএনপি নেতা শিক্ষক আব্দুস সাত্তার (৫০), সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি খালেদ মঞ্জুর রোমেল (৪২), বিএনপি নেতা কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেন সেন্টু (৫০), যুবনেতা মাজাহারুল ইসলাম (৪৫), বিএনপি নেতা আব্দুল মালেক (৩৮), বিএনপি নেতা আব্দুর রব (৪৬), উপজেলা কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (৪৩), যুগীখালী ইউপি চেয়ারম্যান উপজেলা বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল (৪৮), সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সাত্তার (৫২), যুবদল নেতা রিংকু (৩২), যুবদল নেতা আব্দুস সামাদ (৪৮), বিএনপি নেতা আলাউদ্দীন (৩৪), যুবদল নেতা আলতাফ হোসেন (৩৮), উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুর রহমান সনজু (৩৩), ছাত্রদলের সহসভাপতি নাজমুল হোসেন (৩০), বিএনপি নেতা সাহাবুদ্দিন (৪৯), বিএনপি নেতা সাহেব আলী (৪৮), বিএনপি নেতা সিরাজুল ইসলাম (৫৫), যুবনেতা টাইগার খোকন (৩৮), যুবনেতা ট্রলি সহিদুল (৪২), বিএনপি নেতা কণক (৩৮), পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন (৫০), যুবদল নেতা মনিরুল ইসলাম (৩০), যুবদল নেতা ইয়াছিন আলী (৩৫), পৌর বিএনপির সহসভাপতি আখলাকুর রহমান শেলী (৩২), বিএনপি নেতা শাহিনুর রহমান (৫২), বিএনপি নেতা বিদার মোড়ল (৪০), যুবদল নেতা সোহাগ হোসেন (২৮), বিএনপির সমর্থক মাহাফুজার রহমান মোল্যা (৩৮), জামায়াতকর্মী গফ্ফার গাজী (৪০), সাবেক উপজেলা যুবদলের সহসভাপতি মাহাফুজুর রহমান সাবু (৫০)। এদের মধ্যে মাহাফুজুর রহমান সাবু ও লাকি কারাগারে থাকাকালীন মারা গেছেন। এদের মধ্যে নাজমুল হোসেন, মো. আলাউদ্দিন, আব্দুল কাদের বাচ্চু, রিপন, মফিজুল ইসলাম, খালেদ মঞ্জুর, রোমেল, মাজাহারুল ইসলাম, আব্দুল মালেক ও রবিউল ইসলাম পলাতক।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় মোট ৪৮ জন সাজাপ্রাপ্ত হয়েছে। ৯ জন আসামি পলাতক রয়েছেন এবং ২ জন আসামি মারা গেছেন। তাছাড়া বাকিদের ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান।

হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করে ও বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম ও তার নেতাকর্মীরা এ হামলার পেছনে ছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করে কলারোয়া থানায় মামলা করতে গেলে মামলাটি রেকর্ড করেনি পুলিশ।

এ ঘটনার ১২ বছর পর ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা করা হয়। আদালত কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করার আদেশ দেন। মামলাটি আমলে নিয়ে তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলামসহ ৫০ জনের নাম উল্লেখ করে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিন ভাগে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এতে সাক্ষী করা হয় ৩০ জনকে। তবে ৯ জনের সাক্ষ্য নেওয়ার পর ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি স্থগিত করা হয়। হাইকোর্ট মামলাটির স্থগিতাদেশ দেওয়ায় সাতক্ষীরার নিম্ন আদালতে গত তিন বছর বন্ধ ছিল মামলাটির বিচারকাজ।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত বছরের ২২ অক্টোবর মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নথি পাওয়ার ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দেন।

 


আরও খবর

বিচার বিভাগে ব্যাপক রদবদল

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় বিয়ে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image


শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে বিয়ে বাড়িতে যাবার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপ্লব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাগডোব-ভালাইন রোডে। নিহত বিপ্লব উপজেলার চাঁন্দাশ ইউপির আখিড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বিপ্লব তার ছোট সন্তানসহ মোটরসাইকেল যোগে ৪ জন মান্দার দিকে যাচ্ছিলেন। ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বিপ্লব মোটরসাইকেলের পিছনে বসেছিল। পথিমধ্যে ভালাইন নামক স্থানে পৌঁছালে বাচ্চাসহ বিপ্লব মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর



অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image

ব্যক্তি শ্রেণির আয়কর দাতারা ২০২৪-২০২৫ কর বছরের রিটার্ন আজ থেকে অনলাইনে দাখিল করতে পারবেন। এজন্যঅনলাইন রিটার্ন দাখিল সিস্টেমআপডেট করা হয়েছে।

রবিবার এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ মুমেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করদাতাবান্ধব, স্বচ্ছ জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের আলোকে ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ অর্থ বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য -রিটার্ন সিস্টেম আপডেট করা হয়েছে। সোমবার থেকে করদাতাদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

এনবিআর জানায়, -রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিল করা -রিটার্নের কপি রিটার্ন দাখিলের প্রমাণ ডাউনলোডের সুবিধা পাবেন।

এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে।


আরও খবর



মিঠাপুকুরে হারিয়ে যাচ্ছে বাঁশ শিল্প

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি::


রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। প্রাচীনকালে এক সময় পল্লী গ্রাম গুলোতে গৃহস্থলী কাজে বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রে ব্যাপক ব্যবহার থাকলেও বর্তমানে আধুনিক সমাজে এর ব্যবহার একেবারেই কমে গেছে।


এ জন্য বাজারে বাঁশ ও বেতের আসবাব পত্রের চাহিদা না থাকায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাঁশ শিল্প। বাঁশ ও বেত শিল্পীরা জীবিকা নির্বাহের জন্য তাদের প্রাচীনকালের এই বাপ-দাদার আদিপেশা ছেড়ে দিয়ে এখন বর্তমানে নতুন পেশা গ্রহণ করছেন।

বর্তমানে এখনও যারা পূর্ব পুরুষের আদিপেশা আকড়ে ধরে আছেন তাদের জীবন চলে কোন রকম। গতকাল সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর মাহালী সম্প্রদায়ের গ্রামে গিয়ে দেখা যায়, এই গ্রামে বেশ কয়েকটি পরিবার বাঁশ  শিল্পের সাথে জড়িত থাকলেও এখন হাতে গোনা কয়েকজন মাত্র পেশাটি আঁকড়ে ধরে আছেন। 


বাঁশ শিল্পী বিশ্রাম মুর্মু ও পুতুল মাহালী সহ আরো অনেকে জানান, আগে এই বাঁশ শিল্পের বেশি কদর ছিল, বাজারে বাঁশের তৈরি পন্যের বেচা কেনাও হত প্রচুর। এখন কেউ আর গৃহস্থলী কাজে বাঁশের জিনিস ব্যবহার করে না। এজন্য এই গ্রামের অনেক শিল্পীরা পূর্ব পুরুষের আদিপেশা ছেড়ে বিভিন্ন কাজে চলে গেলেও এখনো কয়েকজন মাত্র আঁকড়ে ধরে আছেন।পুতুল মাহালী বলেন, এখন বাঁশের  মূল্য অনেক বেশি হলেও বাঁশের তৈরি ডালি,কুলা, চাইলোনা,ঝুড়ি সহ বিভিন্ন জিনিস পত্রের মূল্য নেই।  


বর্তমানে এখন বাজারে  প্লাষ্টিক জিনিসপত্র পাওয়া যায়। প্লাস্টিকের দাম কম এর  চাহিদা বেশি। বাঁশের তৈরি তেজষপত্রে স্থান দখল করছে প্লাস্টিকের তৈরি জিনিসপত্র।  এই পেশা থেকে জীবিকা নির্বাহ করার দুঃসাধ্য হয়ে পড়েছে। আবার কয়েক জন আদি পুরুষের এই শিল্পীটি বেশ আয়ত্ত্ব করেছেন ।  কিন্তু সমাজে এই শিল্পীর কদর না থাকায় হতাশার কথা জানান। এই বাঁশ শিল্পকে টিকে থাকতে হলে,সরকারী, বেসরকারি ও বিভিন্ন এনজিও' র সহযোগিতা প্রয়োজন। 



আরও খবর



রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধি::


রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। গত কাল সোমবার বিকেল ৪:৩০ মিনিটে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। 

পরে নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ কক্ষগুলো পরিদর্শন করেন। এ সময় (রা.সি.ক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, আমার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। আগামী কাল মঙ্গলবার সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি পরিকল্পনা নির্ধারণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন,  হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মেদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর



যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::


অটো পাসের দাবিতে যশোর এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাব যশোর এর সামনে ডা. আব্দুর রজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাসিন নূর প্রিয়ম’র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২০২৪ সালের অনুষ্ঠিত না হওয়া অবশিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল সহ পরীক্ষা প্রদেয় বিষয়ের উপর মূল্যায়ন করে ফলাফল দেওয়ার দাবি জানানো হয়।


পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। যশোর শিক্ষাবোর্ড পুনরায় স্থগিত হওয়া পরীক্ষার রুটিন দিলেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনিচ্ছা পোষণ করছেন। তাদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মধ্য অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন, তাদের বিষয় বিবেচনা করে যশোর শিক্ষাবোর্ড যাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বিষয় গুলোর উপর যথা যথো মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করেন।


আরও খবর