Logo
শিরোনাম

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি

প্রকাশিত:শুক্রবার ১৪ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

ইয়াশফি রহমান :যুক্তরাস্ট্রের সাময়িকী টাইম সম্প্রতি প্রকাশ করেছে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।

সাময়িকীটির ওয়েবসাইটে কাল প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার। গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।

৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।-তিনি আরও যোগ করেন।

অবসর নেওয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি।

তিনি বলেন, আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।

 


আরও খবর



বন্যাদুর্গতদের জন্য বাকৃবিতে গণত্রাণ সংগ্রহ

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image


বাকৃবি প্রতিনিধি:
বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ওই গণত্রাণ সংগ্রহের কার্যক্রম। সর্বস্তরের মানুষের জন্য এই বুথ উন্মুক্ত, সকলেই এখানে ত্রাণ প্রদান করতে পারবেন।

বাকৃবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোবারক হোসেন নিলয় বলেন, আমাদের এই কার্যক্রম আজ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এবং ইহা চলমান থাকবে যতদিন প্রয়োজন হয়। সকাল থেকে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ আমাদের কাছে সাধ্যমত ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের একটা টিম ফেনীতে আছে, তাদের নির্দেশ মোতাবেক আমরা কাজ করবো। যদি তারা নগদ  টাকা দিতে বলে তাহলে টাকা দিবো, ত্রাণ দিতে বললে সেগুলো নিয়ে তাদের কাছে দিয়ে আসবো। আমরা খাগড়াছড়ি, নোয়াখালী ও কুমিল্লা জেলার খোঁজ খবর নিচ্ছি, সেখানেও আমরা ত্রাণ বিতরণ করবো। সকাল থেকে আমরা চিড়া, মুড়ি, বিশুদ্ধ খাবার পানি, নগদ টাকা, পোশাক, স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পেরেছি। নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করবো। পশু - পাখির চিকিৎসা ও সেবাদানের জন্য বিশেষজ্ঞ পশু চিকিৎসক টিম নিয়ে আমাদের বন্যাকবলিত জেলায় যাবার পরিকল্পনা রয়েছে। 

এর আগে, গত শুক্রবার (২২ আগষ্ট) রাত ২টায় ট্রাকে করে ত্রাণসামগ্রী নিয়ে ফেনী জেলায় গেছেন বাকৃবির প্রতিনিধি দল। এখনো তারা ফেনী জেলায় অবস্থান করে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন।

আরও খবর



গণশুনানি ছাড়া দাম বাড়ানো যাবে না বিদ্যুৎ-গ্যাসের, আইন সংশোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image


 দেলওয়ার হোসেন:

কোনো ধরনের গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না। এ জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। এতে এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদ আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিলে এটি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ নামে অভিহিত হবে। একই সঙ্গে এই আইনের ৩৪-এর ক ধারা বিলুপ্ত করা হবে। বর্তমানে এই ধারা অনুযায়ী ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হলে গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না।

যদি মূল্য বৃদ্ধি করতেই হয়, তাহলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিধান অনুযায়ী স্টেকহোল্ডারস কনসালটেশনের মাধ্যমে মূল্য সমন্বয় করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘এই আইন সংশোধন হলে বিদ্যুৎ ও গ্যাসের দাম আগে যেভাবে বিইআরসি নির্ধারণ করত, এখন সেভাবেই বিইআরসি নির্ধারণ করবে। বিইআরসির গণশুনানি ছাড়া দাম বাড়ানো যাবে না।’

তিনি বলেন, মাঝখানে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করার যে নিয়ম করা হয়েছিল, সেটা বাতিল হয়ে যাবে।

তবে আইনের সংশোধনী যদি উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়, তাহলেই এটা কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাসন বিভাগ রেগুলেটরি ক্ষমতা পেতে পারে না। রেগুলেটরি কমিশনের পাশাপাশি সরকারের রেগুলেটরি ক্ষমতা থাকতে পারে না। আইনের যে মূল ভিত্তি, উদ্দেশ্য ও স্পিরিট, সেটাকেই খর্ব করেছিল আওয়ামী লীগ সরকার। এ ছাড়া বিইআরসি যে একটি স্থায়ী কাঠামোর দিকে যাচ্ছিল, সেটাও অকেজো করা হয়েছিল।


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

হাসিবুর রহমান

ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল, ইউনিভার্সিটিতে ভর্তি ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসির পরীক্ষার্থীরা।

শুক্রবার বেলা ১১ টায় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক কলেজের অলিউল ইসলাম নয়ন, রাজাপুর সরকারি কলেজের ছাত্র উৎস কুমার দাস ও আলহাজ্ব লালমোন মহিলা কলেজের ছাত্রী তিন্নি আক্তার প্রমুখ। বক্তারা বলেন,  বন্যা ও চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে তাদের জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। এখনও তিনটি পরীক্ষা নতুন করে দিবে হবে, সেই পরীক্ষা দেয়ার মানুষ পরিস্থিতি তাদের নেই। এ কারনে পরীক্ষা বাতিল,  ভর্তিতে ও চাকরিতে সময় বৃদ্ধির দাবি করে অন্যথায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।


আরও খবর



নোয়াখালীতে বন্যার্ত পরিবারের পাশে ঢাকার ব্রিটিশ ইসটেন্ডার স্কুল ও চুড়াইন ইউনিয়ন

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ সিনান তালুকদার নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর একলাশপুরের বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকার ব্রিটিশ ইসটেন্ডার স্কুল কর্তৃপক্ষ ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়নবাসী। প্রায়  ৫০০ পরিবারকে দিয়েছে খাদ্য সহায়তা। প্রতিটি পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার সরবরাহ করেন।

শুক্রবার (৩০ই আগস্ট) ব্রিটিশ ইসটেন্ডার স্কুল কর্তৃপক্ষ ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়ন এলাকাবাসীর পক্ষ হতে একলাশপুর ইউনিয়নের স্থানীয় যুবক তারেক মাহমুদের মাধ্যমে ১৮-২০ জনের একটি দল এ খাদ্য সহায়তা প্রদান করে।


তাঁরা একলাশপুর ইউনিয়নের ১ং ওয়ার্ডের বন্যাকবলিত পাঁচশো  পরিবারের মাঝে প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল সহ বিশুদ্ধ পানি, ডাল, তেল, লবণ,আলু, আটা, গুড়, জরুরি ওষুধসহ সতের আইটেমের ১৪ কেজির সামগ্রী প্রদান করেছে।


জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে ফেনী, কুমিল্লা,লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা।  তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সরকারি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকরা।



ঢাকা থেকে আগত দলের একজন সদস্য অমিত স্যার বলেন- নোয়াখালীর অনেক এলাকা বন্যা ও উজানের পানিতে প্লাবিত  হয়েছে তখন মানবিক জায়গা থেকে এবং নাগরিক হক আদায় করা উচিত বলে মনে করেই আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা শুকনো খাবারের পাশাপাশি ভারী খাবার রেখেছি এবং যারা আগে ত্রান সামগ্রী পায় নাই ওইসব পরিবারের মাঝে বিতরণ করার চেষ্টা করেছি।এবং আমরা প্রতিটি পরিবারের এক সপ্তাহের খাবার সরবরাহ করছি। 

সহযোগিতায় নোবিপ্রবি শিক্ষার্থী সহ এলাকাবাসী ছিল।


আরও খবর



মানিকগঞ্জে শহীদ রফিক সেতুর টোল বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ আশরাফুল ইসলাম - মানিকগঞ্জ প্রতিনিধি::


রাজধানী ঢাকা থেকে সিংগাইরের প্রবেশদ্বার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর ওপর ৫২-এর প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে ২০০০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধন করা হয় ‘শহীদ রফিক সেতু’। উদ্বোধনের পর থেকে দীর্ঘ ২৪ বছর টোল আদায় হলেও তা এখনো বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ইসলামী ছাত্র আন্দোলন, পরিবহন চালকসহ সিংগাইরের সাধারণ জনগণ।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে টোল প্লাজা ভাংচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।

শহীদ রফিক সেতুর অন্যায্য টোল বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বক্তব্য রাখেন। এছাড়াও বিক্ষোভ কর্মসূচির সমন্বয়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম, ইসলামী আন্দোলনের নেতা মাসুদূর রহমান আইয়ুবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারুক হোসেন, মো. রুমি এবং ছাত্র-জনতার মধ্যে মো. আসিফ,জয় ইউনুস, মো. আবীর আহমেদ,মো. মিরাজ,মো. রনি,মো.সাইদুর রহমান প্রমূখ।

কৃষিনির্ভর সিংগাইরকে শিল্পাঞ্চলে পরিণত করতে এই টোল বাধা বলে জানান বক্তারা। কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় স্থায়ী বন্ধের অনুরোধ জানিয়েছেন বক্তারা।

উল্লেখ্য, মাত্র ৩০৭ মিটার দৈর্ঘ্যর এই ছোট সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ২৪ কোটি টাকা। গত ২৪ বছরে এই সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা, যা এরকম ১৩টি সেতুর সমান। গত ২৪ বছরে সেতুর রেলিংয়ের ঢালাই খুলে গেছে, সেতুর লোহার সংযোগ পাত ভেঙে গেছে, ঢালাই ভেঙে গর্ত হয়েছে। অথচ টোল নামক অভিশাপ বিদায় নিচ্ছে না।



আরও খবর