Logo
শিরোনাম

বঙ্গোপসাগরে লঘুচাপ, হ্রাস পাবে তাপমাত্রা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নিজস্ব প্রতিবেদক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ

নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ শতভাগ ফিরে এসেছে বলে বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকগন জানিয়েছেন। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও শেষে বৈষম্য বিরোধী সরকার পতনের একদফা দাবীর চলমান আন্দোলনে নিরাপত্তার কারণে তৎকালীন হাসিনা সরকারের বন্ধ করে দেওয়া বিদ্যালয় গুলো আবারও গত ৬ আগষ্ট খোলার নির্দেশ দিলে ৬,৭,৮ আগষ্ট নওগাঁর সাপাহার উপজেলার সকল বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা ছিল একেবারেই নগন্য। দেশের এই সংকট মহুর্তে অবিভাবকগন তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে সহস পেত না ফলে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর সংখ্যা একেবারে কমে গিয়েছিল। এর পর দেশের চলমান পরিস্থিতি ক্রমে অগ্রগতি হওয়ায় ও অন্ত:বর্তীকালীন সরকার শপথ নেয়ায় অবিভাকদের মনের সংকট ক্রমেই কেটে যেতে শুরু করে এবং তাদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে শুরু করে। বর্তমানে উপজেলা সদরের বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায় প্রত্যেকটি স্কুল শিক্ষার্থীর সমাগমে বেশ আগের মতই সরগরম হয়ে উঠেছে। সাপাহার রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ এর শিক্ষক দেলোয়ার হোসেন জানান যে, দেশের চলমান পরিস্থতিতে অবিভাবকগন প্রথম দিকে তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পেলেও পরবর্তীতে তারা দেশের তরুন সমাজের উদ্যোগে দেশকে এগিয়ে নিতে দেখে খুশি হয়ে গত ৯ আগষ্ট হতে তাদের ছেলে মেয়েদের র্নিদিধায় বিদ্যালয়ে পাঠাতে শুরু করে এবং বর্তমানে শত:স্ফ্রত ভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে থাকে। বর্তমানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৭% থেকে ৯৮% শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাচ্ছে। উপজেলার বৃহত বিদ্যাপিঠ আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখায় ১ হাজার ৭শ' ৪৬ জন। মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক হতে ৫ম শ্রেণী পর্যন্ত ৮শ' ৮৮ জন এবং রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত  ৬শ' ১৮ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে বলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন জানিয়েছেন। 



আরও খবর



নওগাঁয় র‌্যাবের অভিযান, সাড়ে ২৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতার স্ত্রী আটক

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতা কে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় আটককৃত নারী মাদক বিক্রেতার স্বামী আব্দুল জলিল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে আটক করেন

র‌্যাব। শুক্রবার ৩০ আগষ্ট সকালে গাঁজাসহ নারীকে আটক করার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

আটককৃত কুলসুম ও তার পলাতক স্বামী জলিল লক্ষীপোল এলাকার বাসিন্দা।

আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতো। এরপর স্ত্রী কুলসুম এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে একটি কলা বাগানের ভিতর মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে গাঁজা উদ্ধার সহ মাদক বিক্রেতা কুলসুমকে আটক করেন। তবে এসময় তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। কুলসুম এর দখলে থাকা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁর বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।


আরও খবর



প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফরাসি প্রেসিডেন্টের অভিনন্দন

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image
বাংলাদেশ সংবাদ সংস্থা
বুধবার, ২১ আগস্ট ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১


 বিডি ডেস্কঃ

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (বাসস): বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। চিঠিতে তিনি ড. ইউনূস সরকারের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল ড.ইউনূসকে চিঠি দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
ফরাসি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন,‘বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ইতোমধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি  তাকে স্বাগত জানাই।’
চিঠিতে এমানুয়েল মাখোঁ বলেন,‘আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মত গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পেরে তাঁর সরকার আনন্দিত এ কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।’


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় নিহত বিএনপি'র কর্মীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ 

নওগাঁর মান্দায় নিহত বিএনপি'র কর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব গতকাল বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে আর্থিক সহায়তা বাবদ নগদ  এক লাখ টাকা তুলে দেন।

এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত রবিবার ১১আগস্ট দুপুরে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র সদস্য রমজান আলী (৭০) কে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েন। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টসকর্মী কসবের মোঃ রাসেল (১৫) এর পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও নওগাঁ’র অন্যান্য উপজেলার নিহত প্রতিটি পরিবারে  ১ লাখ টাকা করে প্রদান করা হয়।


আরও খবর



বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে দখলদারি করলে পুলিশে ধরিয়ে দিন

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন যে সরকার সেটি মাত্র ২০-২২ দিন হলো। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে।

 নতুন সরকারকে সময় দিতে হবে, আমরা তাদের সময় দিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারে।সকল দলের সাথে কথা বলে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 শনিবার বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লা লালমাই উপজেলার ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্ত্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসে সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি এসব কথা বলেন । 

বন্যার্ত্য ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে তিনি বলেন-বক্তব্য রাখতে আসিনি আজ। আপনাদের পাশে দাড়াঁতে এসেছি।

বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল কাজ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন- আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ছাত্র-জনতার যে বিজয় সে বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ করছে।যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে ধরিয়ে দিবেন। ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হলে তবেই জনগণের আস্থা ফিরবে বলে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবী জানান দলটির এ শীর্ষ নেতা । তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 সমাবেশে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্দ আবুল কালাম (চেতী কালাম),কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূনবাসন সম্পাদক, কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

 মির্জা ফখরুল বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 

এসময় কেন্দ্রীয় বিএনপির সদস্য মারুফ খন্দকার,কেন্দ্রীয় বিএনপিনেতা কামরুজ্জামান রতন,মোস্তাক মিয়া,মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুলবারী আবু,সদস‌্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক আমিরুজ্জামান আমির,বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, নিজাম উদ্দিন কায়সার,সহ অন্যানরা এসময় তারঁ সাথে ছিলেন। 

পরে তিনি বেলা সাড়ে ৩টায় নাঙ্গলকোট উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে, বিকাল ৫টায় সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজারে সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণ উপজেলার কমলাপুর ঈসা গার্ডেন এলাকায় ত্রাণ বিতরণ করেন।

এসময় তার সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আরও খবর