Logo
শিরোনাম

চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবেন শিক্ষার্থীরা

প্রকাশিত:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি

আসিফ মাহমুদ বলেনপ্রত্যেক সেক্টরেই ছাত্রদের কাজের সুযোগ দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন

উপদেষ্টা জানানট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই সময়ে কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে

তিনি বলেনফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়

এ সময় উপদেষ্টা বলেনসারা দেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে

আসিফ মাহমুদ জানানসারা দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে


আরও খবর

মানুষের প্রত্যাশা মেটানো কঠিন কাজ

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪




আন্দোলনে নিহতদের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিল জামায়াত

প্রকাশিত:রবিবার ২৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image

গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। 

জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী নিহতদের পরিবারের পাশে থেকে তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। প্রতিশোধ নয় জামায়াতে ইসলামী সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায়।

চীন মৈত্রী সম্মেলর কেন্দ্রে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে বছরের আগস্ট পর্যন্ত রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ রোববার মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। 


আরও খবর

জামায়াতে ইসলামী জুলুম করবে না

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪




দাম নিয়ন্ত্রণে ট্রেনে আসবে সবজি

প্রকাশিত:রবিবার ২০ অক্টোবর ২০24 | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image

দেশজুড়ে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। শাক-সবজি, মাছ, ডিমসহ কৃষিপণ্যের বাজারও চড়া। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সড়কপথে পণ্য পরিবহনে চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাই পণ্যমূল্যের লাগাম টেনে ধরতে ট্রেনে পণ্য পরিবহনের পরিকল্পনা করছে সরকার।

সেজন্য ১৫টি অঞ্চল থেকে কৃষিপণ্য পরিবহন করবে রেলওয়ে। তিনটি স্পেশাল ট্রেনের মাধ্যমে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সবজি, ফলমূল, মাছ, ডিম সরবরাহ করা হবে

আগামী মঙ্গলবার থেকে ট্রেনে শাক-সবজি, মাছ, ডিম ও ফল পরিবহন করা হবে। খুলনা, রাজশাহী ও পঞ্চগড় থেকে সপ্তাহে একদিন চলবে স্পেশাল পারসেল ট্রেন। রেলওয়ে বলছে, এতে মধ্যস্বত্বভোগী ও আড়তদারের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি কমবে দাম ও রাজধানীবাসী পাবে টাটকা সবজি

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রেলের ভাড়া তুলনামূলক কম, সহজে এবং পণ্যের গুণগত মান ঠিক রেখে গন্তব্যে পৌঁছানো সম্ভব। সেই লক্ষ্যে আপাতত খুলনা, রাজশাহী, পঞ্চগড় এই রুটগুলোকে নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে পণ্য নিয়ে ট্রেন চলাচল করবে একদিন

চাহিদা বাড়লে ট্রেনগুলোতে অতিরিক্ত লাগেজ ভ্যান যুক্ত করা হবে। ভাড়া ঠিক করা হয়েছে কেজি প্রতি ১ টাকা ৮০ পয়সা থেকে দুই টাকা।

সরদার সাহাদাত আলী আরো জানান, সাড়ে ১২টা বা ১টার মধ্যে ট্রেনগুলো যাতে তেজগাঁও পৌঁছে যায় সেভাবে সময় নির্ধারণ করা হবে। কেউ যদি ঢাকা পর্যন্তও মালামাল বহন করতে চায়, তাহলে সেটিও করা সম্ভব।

এর আগে ২০২১ সালে এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা চালু হয়নি। আম ও গরু পরিবহনেও বিশেষ ট্রেন চলেছে, কিন্তু লাভজনক হয়নি


আরও খবর

বাজারে শীতকালীন সবজি, কমেছে দাম

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪

চালের আমদানি শুল্ক প্রত্যাহার

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪




কেশবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ |

Image

উত্তম কুমার - যশোর জেলা প্রতিনিধি :


যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ১৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাপক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি। "স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার হিরনময় সরকার,  কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইপিআরসি সংস্থার ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার ফারুক হোসেন, এনকেপিএসের সভাপতি শামীম আখতার প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইপিআরসি সংস্থার উদ্যোগে অনুরূপা হাত ধোয়া  প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও খবর



বিশ্ব লায়ন সেবা মাসের সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত:শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০১ নভেম্বর ২০২৪ |

Image

প্রতি বছর অক্টোবর মাসকে বিশ্ব লায়ন সেবা মাস হিসেবে উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর ঢাকায় লায়ন্স জেলা ৩১৫ এ১-এর উদ্যোগে লায়ন সেবা মাসের কার্যক্রম শুরু হয় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে

আর্তমানবতার সেবা, চক্ষু সেবা, ক্যানসার ও ডায়াবেটিস সচেতনতা, চাইল্ডহুড ক্যানসার, শিক্ষাসেবাসহ ৮টি বিষয়ে সেবা, সচেতনতা ও সম্ভাবনা নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। লায়ন্স জেলা ৩১৫ এ১-এর অন্তর্গত ১৭০টি ক্লাব এবং ৩২টি লিও ক্লাবের সমন্বয়ে টানা ১৫ দিন ধরে পরিচালিত হয় লায়ন সেবা মাসের কার্যক্রম

আজ শুক্রবার লায়ন সেবা মাসের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১-এর নির্বাচিত গভর্নর প্রকৌশলী মো. সেলিম মিয়া, এমজেএফ, লায়ন শারমিন সেলিম তুলি এমজেএফ, লায়ন ড. দেওয়ান মোহাম্মদ শাহাবুদ্দিন, এমজেএফ, লায়ন নাওজাত সারোয়াত ইসলাম, এমজেএফ, লায়ন শামসুন্নাহার শম্পা, ট্রেজারার, লায়ন ফিরোজ আলম সুমন, সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়

এর আগে ৪ অক্টোবর লায়ন্স জেলা ৩১৫ এ১-এর নির্বাচিত গভর্নর প্রকৌশলী মোহাম্মদ সেলিম মিয়া, লায়ন শারমিন সেলিম তুলি ও লায়ন কল্পনা রাজিউদ্দীনসহ অন্য লায়ন্স নেতাদের সঙ্গে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেড় হাজারেরও বেশি লায়ন ও লিও-এর অংশগ্রহণে এটি উদযাপিত হয়

চারুকলা ইনস্টিটিউটে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশ্ব লায়ন সেবা মাস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির প্রথম দিনে প্রায় ১০০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জেলার গভর্নর প্রকৌশলী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, অক্টোবর মাসব্যাপী আমরা বিভিন্ন সেবা কার্যক্রমে অংশ নিয়েছি। সমাপনী অনুষ্ঠানে ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য সেবামূলক কাজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে

সবার মাঝে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। র‌্যালির মাধ্যমে আমরা এ কার্যক্রম শুরু করেছিলাম। মানুষদের মাঝে লায়নিজমের বিষয়গুলো ছড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য। যাতে মানুষ লায়ন পরিবারে আসে। আমাদের লায়ন পরিবারে যত বড় হবে আমরা মানুষের মাঝে তত বেশি সেবা দিতে পারব। তিনি বলেন, এর আমরা বন্যাকবলিত এলাকাগুলোয় দেশি-বিদেশি অর্থায়নে কাজ করেছি

লায়ন ফিরোজ আলম সুমন বলেন কলেজপড়ুয়া অদম্য মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমাদের পরিকল্পনা আছে। মাসে ২ হাজার করে ৩০ মাস মেয়াদি আর্থিক উপহার দেওয়ার প্রজেক্ট নিতে যাচ্ছি। আমরা ফ্রেন্ডশিপের মাধ্যমে শুরু করে ফেলোশিপ এবং পরবর্তী সময়ে সদস্য করে থাকি

১০৭ বছরের পুরোনো সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল। পৃথিবীর প্রায় ২০০টিরও বেশি দেশে সেবা কার্যক্রম পরিচালনা করেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ, ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। সম্প্রতি বন্যাকবলিত অঞ্চলে ২০ হাজার ডলার সমমূল্যের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে


আরও খবর

মানুষের প্রত্যাশা মেটানো কঠিন কাজ

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪




১০ মাসে ডেঙ্গুতে ৩০০ মৃত্যু

প্রকাশিত:শনিবার ০২ নভেম্বর 2০২4 | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮২ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৪৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৫৭ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬২ হাজার ১৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০০ জনের।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


আরও খবর