Logo
শিরোনাম

ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ঘটনায় একজন আটক

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার : নওগাঁয় ''এসএসসি'' পরক্ষার্থী কিশোরী এক স্কুল ছাত্রীকে প্রতিবেশী সম্পর্কে চাচা ভাই কর্তৃক ভঁয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে সেই ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে ঘটনাটি প্রকাশ না করার হুমকি দিয়ে ফের আবারো ব্লাক মেইল করার ঘটনায় মামলার পলাতক আসামী মনোয়ার (৩৪) কে আটক করেছে ্যাব-, সিপিসি-, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল আটকের সত্যতা নিশ্চিত করে ্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, ্যাব-, সিপিসি-, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার নভেম্বর পূর্বরাত পনে ১টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন এর শালবাড়ী দেওয়ানপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারন মামলার পলাতক আসামী নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন এর মোহনপুর গ্রামের সামাদ এর ছেলে মনোয়ার (৩৪) কে গ্রেফতার করা হয়


উল্লেখ্য, নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া হাইস্কুল এন্ড কলেজ এর ১০ম' শ্রেনীতে পড়ুয়া ছাত্রী (১৬) প্রতিদিনের ন্যায় গত ৩০ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে একডালা নামক স্থানে পৌঁছালে এসময় আকাশ থেকে বৃষ্টি পড়ায় ছাত্রীটি রাস্তার পার্শ্বের একটি অটো-রাইচ মিলের গেটে আশ্রয় নেয় সময় রাস্তাদিয়ে চার্জার ব্যাটারী চালিত অটো-বাইক নিয়ে যাওয়ার পথে ছাত্রীটির সম্পর্কে প্রতিবেশী ভাই সুজন চাচা মনোয়ার তাকে হাপানিয়া পৌছে দেওয়ার কথা বলে সু-কৌশলে অটো-বাইকে তুলে ভঁয়ভিতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে আবারো ভঁয়ভীত দেখিয়ে শারিরীক সম্পর্কের চেষ্টা করেন কিন্তু ছাত্রী শারিরীক সম্পর্কে রাজি না হয়ে চাচা ভাই ডেকে নিজের ইজ্জত রক্ষার চেষ্টা করেন এতেও রক্ষা হয়নি এসময় অভিযুক্ত সুজন এবং মনোয়ার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ছাত্রীকে পালাক্রমে ধর্ষন করেন এবং ধর্ষনের ভিডিও তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে ধারন পূর্বক ছাত্রীকে ভঁয় দেখিয়ে ধর্ষকরা বলেন, ধর্ষনের ঘটনা যদি কারো নিকট প্রকাশ করে তাহলে মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দিবেন, এতে সে নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামের লোকজনের মুখ দেখাতে পারবেনা বলেও হুমকি দেয় ভঁয়ে ছাত্রী ঘটনাটি কয়েকদিন গোপন রাখেন এমনকি অসুস্থ্য হয়ে পড়েন


এরি মাঝে ছাত্রীকে বাড়ির সামনে পেয়ে আবারো সেই ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে তাকে ধর্ষণের প্রস্তাব দিলে ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়েন এবং ঘটনাটি প্রকাশ করেন ঘটনা প্রকাশের পরই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত সুজন মনোয়ার এর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন মামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে নওগাঁ সদর মডেল থানা পুলিশের চৌকস টিম ঢাকা শহরে অভিযান চালিয়ে সুজন কে আটক করেন অপরদিকে ঘটনার পর থেকে মনোয়ার পলাতক ছিলেন


পালাক্রমে ছাত্রীকে ধর্ষণ ভিডিও ধারনের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ্যাব-, সিপিসি-, এর গোয়েন্দা দল ধর্ষক এর গতিবিধি পর্যবেক্ষণ ছায়া তদন্ত শুরু করেন তথ্য প্রযুক্তির সহায়তায় নভেম্বর পলাতক ধর্ষক মনোয়ার কে নওগাঁ জেলার মহাদেবপুর থানধীন শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে আটক করেন আটককৃত আসামী মনোয়ার কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ্যাব


আরও খবর



ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত

প্রকাশিত:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ |

Image

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, আর সেই সঙ্গে নদী অববাহিকার উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়া শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘণ্টায় তাপমাত্রা আরো কমবে এবং কুয়াশার মাত্রা বাড়তে পারে।

রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার একই সময় পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে, আবহাওয়াবিদ শাহনাজ পারভিন জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগে নভেম্বরের শেষদিকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা সবচেয়ে বেশি কমে যেতে পারে।



আরও খবর



রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে

প্রকাশিত:রবিবার ২৪ নভেম্বর 20২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ |

Image

রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখতে সরকার চেষ্টায় থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চাহিদা এবং জোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ইতোমধ্যে দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলেও জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

স্বৈরশাসক হাসিনার সরকারের সমালোচনা করে শেখ বশির বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল।

তিনি বলেন, আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা হোক-আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্রজনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে আমরা রূপান্তরিত করতে পারি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।


আরও খবর

দাম বাড়ল সয়াবিন তেলের

সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪




নভেম্বরে ডেঙ্গু কেড়ে নিলো ১৭৩ প্রাণ

প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ |

Image

কোনোভাবেই কমছে না দেশে ডেঙ্গুর প্রকোপ। মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি মাসে (নভেম্বর) ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। এ ছাড়া নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৬৫২ জন।

চলতি বছরের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১৪ জনের মৃত্যু এবং হাসপাতালে এক হাজার ৫৫ জন, ফেব্রুয়ারিতে তিনজনের মৃত্যু এবং হাসপাতালে ৩৩৯ জন, মার্চে পাঁচজনের মৃত্যু এবং ৩১১ জন হাসপাতালে, এপ্রিলে দুই জনের মৃত্যু এবং ৫০৪ জন হাসপাতালে, মে মাসে ১২ জনের মৃত্যু এবং ৬৪৪ জন হাসপাতালে, জুনে আটজনের মৃত্যু এবং ৭৯৮ জন হাসপাতালে, জুলাইতে ১২ জনের মৃত্যু এবং দুই হাজার ৬৬৯ জন হাসপাতালে, আগস্টে ২৭ জনের মৃত্যু এবং ছয় হাজার ৫২১ জন হাসপাতালে, সেপ্টেম্বরে ৮০ জনের মৃত্যু এবং ১৮ হাজার ৯৭ জন হাসপাতালে, অক্টোবরে ১৩৪ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩০ হাজার ৮৭৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯১ হাজার ৪৬৯ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ৪৮৮ জন। নিহতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০৮ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৯ জন মারা গেছেন। বাকিরা দেশের বিভিন্ন জায়গায় মারা গেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


আরও খবর

ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত

বুধবার ২৭ নভেম্বর ২০২৪




জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ

প্রকাশিত:শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ |

Image

দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

এ সময় আদালত বলেন, দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত যেন উৎপাদনে যেতে পারে, সে বিষয়ে পক্ষে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

কুইক রেন্টাল-সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত ৭ নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ।

গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল-সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এর আগে, কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

রিটে বিবাদী করা হয়েছে, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে। আইনের ৬(২) এবং ৯ ধারা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।


আরও খবর



সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছাতে হবে

প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ |

Image

দেশকে কিভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি তারই অংশ হিসেবে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যদি কারও তাতে আপত্তি বা প্রস্তাবনা থাকে; তাহলে ৩১ দফা থেকে সংস্কার কিংবা সংযোজন করা হবে। বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাজধানীর ক্ষিলখেত এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থনকে যে কোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে, সেভাবেই পরিচালিত হতে হবে।

তিনি বলেন, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়, মানুষও তা একরকম হয় না। ৫ আগস্টের পর গত চার মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন, বিভ্রান্ত করছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছেন না।

বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিৎ মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্যকিছু হয়ে থাকে, তবে দু’দিন পর ছিটকে পড়ে যাবেন, জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন, তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন৷ তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রেখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ভালোবাসা ধরে রাখতে হবে।


আরও খবর

লন্ডনে তারেক রহমান ও ফখরুলের বৈঠক

শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪