Logo
শিরোনাম

চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে

প্রকাশিত:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি আজকে সু পরিকল্পিতভাবে সেই ঐক্যকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল ইসলাম বলেন, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ছিলেন গণতন্ত্রের সত্যিকারের নায়ক। আমরা যখন কথা বলতে পারিনি, তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার।

তিনি বলেন, মুশফিক গণতন্ত্রের সত্যিকারের হিরো (নায়ক) ছিলেন মুশফিক আমাদের কাছে, এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি হিরো হিসেবে থাকবেন। আমরা যখন দেশে অত্যাচার নির্যাতনের মুখে কথা বলতে পারছিলাম না, তখন মুশফিক গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে কণ্ঠ উচ্চকিত করেছেন। নিঃসন্দেহে তিনি মানুষের কাছে হিরো হয়ে থাকবেন

তিনি আরও বলেন, মুশফিক তার সঙ্গীরা ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে দেশে থাকতে পারেনি। তারা লড়াই করেছেন বাইরে গিয়ে। আর আমরা দেশের ভিতর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং বিজয় অর্জন করেছি ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে। এই বিজয় তখনি সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে সু পরিকল্পিতভাবে সেই ঐক্যকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে। সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল এই মিশনকে সামনে এনে গোটা বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে , তা যেন কেউ নস্যাৎ করতে না পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি

অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে ফুলেল সংবর্ধনা দেন জাতীয় প্রেসক্লাবের নেতারা


আরও খবর



এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৯ জনের

প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৫ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৮৪৩ জন হাসপাতালে, ২২ সেপ্টেম্বর ছয়জনের মৃত্যু এবং ৯২৬ জন হাসপাতালে, ২৩ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৮৬৬ জন হাসপাতালে, ২৪ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৮০১ জন হাসপাতালে, ২৫ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৮৫৪ জন হাসপাতালে, ২৬ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৮২৯ জন হাসপাতালে এবং ২৭ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭০৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৬২০ জন। মারা গেছেন ১৪৩ জন

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণ করা না গেলে আসছে অক্টোবরে আরও ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গুর প্রকোপ

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়


আরও খবর



যশোরের কেশবপুরে বিএনপি নেতা আবু বককর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image
উত্তম কুমার -  যশোর জেলা প্রতিনিধি::

যশোর জেলার বিএনপির সাবেক সহ-সভাপতি সফল সভাপতি মজিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বর্ষিয়ান নেতা শহিদ  আবু বক্কর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার( ২১ সেপ্টেম্বর বিকালে)আবু বক্কর আবু হত্যার  বিচার দাবির সমন্বয়ক পরিষদের আয়োজনে  কেশবপুর পৌর শহরে  দৌলত বিশ্বাস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অবু বক্কর আবু হত্যার বিচার দাবিতে  সমন্বয়ক পরিষদের প্রধান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  হুমায়ুন কবির  সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলাহাজ্ব আবুল হোসেন আজাদ।
 আবু বক্কর আবু হত্যারবিচার দাবির সমন্বয় পুরুষদের যুগ্ম  আবু বকর আবু হত্যার দাবির সমন্বয়ক পরিষদের যুগ্ন সমন্বয়ক সাবেক  ছাত্রনেতা গফুরের  সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক বদরুজ্বামান মিন্টু  পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস  সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল  সাবেকজন্মদিন বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস 
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সদর  চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা
,যুগ্ম আহবায়ক মাসুদজ্জামান মাসুদ,  রেজাউল ইসলাম পৌর বিএনপির সিনিয়র  সভাপতি   কুতুব উদ্দিন বিশ্বাস যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হালিম উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল উপজেলা কৃষক দলের আবহায়ক কে এম আজিজ, উপজেলা ছাত্র দলের আহবায়ক আজিজুর রহমান  আজিজ, প্রভাষক শাহাজান, রিপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন প্রমুখ। 

 এ সময় আরো উপস্থিত ছিলেন 
শহীদ আবু বক্কর আবুর আপন ভাই আবুল কাশেম বোন  আঞ্জুমানে আরা খাতুন ভাইপো কবির সহ  বিএনপি নেতৃবৃন্দ। শহীদ আবু বকর আবু হত্যার বিচার দাবি সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ।

আরও খবর



পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

জেল থেকে বের হওয়ার দুই দিন পরই নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে একটি দলীয় সভায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন

অরবিন্দ কেজরিওয়াল বলেন, দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না

তিনি আরও বলেন, আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই

এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ৬ মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পান কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি




আরও খবর

মিল্টনের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

শুক্রবার ১১ অক্টোবর ২০২৪




লিবিয়া থেকে ১৫৪ বাংলাদেশি ফিরলেন

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ |

Image

আফ্রিকার লিবিয়া থেকে ১৫৪ বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার সকাল ৭টায় বুরাক এয়ারের (ইউজেড ২০২২) একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আইএমওর পক্ষ থেকে এসব বাংলাদেশি নাগরিককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়

আরও জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এবং আইএমও একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থকে ঢাকায় ফেরানো হয়

সে সময় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টে জানানো হয়, ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৩৯০ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ত্রিপোলি ও বেনগাজি শহরের বিভিন্ন বন্দিশিবিরসহ বিচ্ছিন্ন স্থানে আটক ছিলেন


আরও খবর



নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল ও জান্নাতের বাগান স্বরুপ বলে জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তিনি বলেন, যারা আল্লাহর অনুগ্রহশীল বান্দা তাদের কাছেই আল্লাহর রহমত রয়েছে। আউলিয়া কেরামের দরবারই হচ্ছে আল্লাহর কাছে আসার উৎস। তাদের দরবারে বিভিন্ন ধর্মের মানুষ এসে নিজেদের আত্মার প্রশান্তি পায়। পাশাপাশি ইসলামের আলো ও কালেমার দাওয়াতে আলোকিত হয়েছেন।


মূল কথা হচ্ছে খারাপ মানুষদের ভালো করাই আল্লাহওয়ালাদের কাজ। সেই চর্চাই মাইজভাণ্ডার দরবার শরিফে অব্যাহত রয়েছে। তিনি পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ওয়াল্লাজিনা আমানু ওয়ামিলুস সালিহাতি ফি রওদ্বাতিল জান্নাহ্ অর্থাৎ যারা ঈমানদার ও সৎকর্মশীল  তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান। তিনি বলেন, এই আয়াতে আল্লাহর প্রিয়ভাজন বান্দাদের সমাধীস্থলকে জান্নাতের রওজা শরীফ বা পবিত্র বাগান হিসেবে অভিষিক্ত করা হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল ও জান্নাতের বাগান স্বরুপ।