
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলোনা' যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে আটক করছে র্যাব।
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। কিন্তু
দীর্ঘ ১১ বছর ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। অবশেষে র্যাব-৫, ও র্যাব-১, এর যৌথ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রায়হান ওরফে মুন্না গ্রেফতার করেছে।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রায়হান ওরফে মুন্না প্রাং (৪৫) কে ২৩ আগস্ট গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান ওরফে মুন্না জয়পুরহাট জেলা সদর থানার শান্তিনগর মাছুয়াপল্লি এলাকার মৃত মাজেদ এর ছেলে। তাকে ঢাকা জেলার বিমান বন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন র্যাব।
র্যাব আরো জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হান ওরফে মুন্না নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালান এর অভিযোগে ২০১২ সালের ২৪ জুন সান্তাহার রেলওয়ে থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গত ৩১ জুলাই ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক রায়হান ওরফে মুন্না কে যাবজ্জীবন সাজা পাদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী রায়হান ওরফে মুন্না কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন এবং আসামী মুন্না প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্বগোপনে থাকেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমান বন্দর থানা এলাকায় অবস্থান সনাক্ত করাই পরই ঢাকার বিমানবন্দর থানা এলাকা হতে র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ আভিযানে মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব।