শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
বিপুল পরিমান টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল সহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় ও বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪শ' পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল সহ মোট ৪ জন মাদক কারবারীকে আটক করেছেন। ডিবি পুলিশ সুত্রে জানাযায়, ডিবি পুলিশের চৌকস পৃথক অভিযানিক দল ২৬ নভেম্বর বিকেলে ও সন্ধায় বগুড়া জেলা সদর থানাধীন এলাকার ঘোড়াধাপ বাজার টু দাড়াইল বাইপাস রাস্তার দক্ষিনে অবস্থিত এলাকায় অভিযান পরিচালনা করে ১শ' পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ সিরাজুল ইসলাম (৫৫) কে আটক করেন। আটককৃত
সিরাজুল ইসলাম হলেন, বগুড়া জেলা সদর উপজেলার শশী বদনী দক্ষিনপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। এছাড়া বগুড়া জেলা সদর উপজেলার
পীরগাছা বাজার এলাকায় পাকা রাস্তায় উপরে অভিযান পরিচালনা করে ১০ বোতল বোতল ফেন্সিডিল সহ সুজন মিয়া (২৭) কে আটক করেন। আটককৃত সুজন মিয়া হলেন, বগুড়ার গাবতলী উপজেলার
তেলকুপী পূর্বপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। অপরদিকে ২৬ নভেম্বর রাত সারে ৯ টারদিকে ডিবি পুলিশের চৌকস একটি টিম বগুড়ার গাবতলী থানাধীন সন্ধ্যাবাড়ী মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩শ'
পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ গাবতলী উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের
মৃত কুদ্দুস সরকারের ছেলে বাবু সরকার (৪০) ও সন্ধ্যাবাড়ী গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফেরদৌস রহমান ওরফে গামা (৪৫) কে হাতেনাতে আটক করেন। সংবাদ সংগ্রহকালে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।