
নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সম্ভব নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ অন্য সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাসদের (মার্ক্সবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের জরুরি সভায় এ দাবি জানানো হয়।
নেতারা বলেন, শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত ব্যাপার। সামনের দিনে রাজনৈতিক পদক্ষেপগুলো রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নেওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যাতে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হলে ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিতে পারে।
বাম জোটের সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, আব্দুল আলী, মিহির ঘোষ, নজরুল ইসলাম প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ শনিবার দেশব্যাপী মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৪টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।