Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

দুই বছর পর মক্কা-মদিনায় এতেকাফের অনুমতি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে মক্কা ও মদিনার প্রধান দুটি মসজিদে অনির্দিষ্টকালের জন্য এতেকাফ স্থগিত করা হয়। দেশটিতে করোনার সংক্রমণ নিম্নমুখী। এ কারণে চলতি বছর থেকে রমজানে এতেকাফের অনুমতি দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৩ মার্চ) সউদী গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কার গ্র্যান্ড ও মদিনার প্রফেট‘স মসজিদ কমিটির এক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে কমিটির প্রধান ড. আবদুল রহমান আল-সৌদিস আনুষ্ঠানিকভাবে এতেকাফের ঘোষণা দেন।
শিগগিরই সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এতেকাফের অনুমতি ঘোষণা করা হবে। তবে এতেকাফের সময় নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর আগে এতেকাফের জন্য সরকারের পক্ষ থেকে একটি দিকনির্দেশনা প্রকাশ করা হয়।
জানা যায়, রমজানের শেষ ১০ দিন প্রায় এক লাখের বেশি মানুষ মসজিদ দুটিতে এতেকাফ করে।


আরও খবর

মহররম মাসের গুরুত্বপূর্ণ আমল

বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫




চালের খুচরা বাজার চড়া, দাম কম মুরগি ও ডিমের

প্রকাশিত:শুক্রবার ২০ জুন ২০25 | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

রাজধানীর বাজারগুলোতে ইরি বোরোর নতুন চাল আসার পর চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকল না। ঈদের পর এখন খুচরা বাজারে চালের দাম ফের বাড়ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই চালের দাম বেড়েছে। ঢাকার ব্যবসায়ীদের দাবি, চালকল মালিকরা ঈদের পরে কারবার চাঙ্গা হওয়ায় সঙ্গে এই দাম বৃদ্ধি করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মিলগেটে ৫০ কেজির বস্তাপ্রতি চালের দাম ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের চেয়ে এখন প্রতি কেজি চাল ২ থেকে ৫ টাকা টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল (বিআর-২৮, পারিজা) মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা দরে। সরু চালের মধ্যে জিরাশাইলের কেজি ৭৪ থেকে ৭৮ টাকা এবং মিনিকেট ৭৬ থেকে ৮০ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। এদিকে ছোট বাজারে ও পাড়ার মুদি দোকানে এ দাম আরেকটু বেশি।

ঢাকার বাজারে ঈদের পর থেকে বেশ স্বস্তিদায়ক মুরগি, ডিম ও সবজিসহ অন্যান্য বেশকিছু পণ্যের দাম। আবার এরমধ্যে মুদি পণ্যগুলো দামেও তেমন হেরফের হয়নি। কম দামে কেনা যাচ্ছে পেঁয়াজ আলুসহ অন্যান্য নিত্যপণ্যও।

প্রায় এক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৫০ টাকায় নেমে এসেছে। আর ডিমের ডজন এখন ১২০-১৩০ টাকা। ঈদের পর রাজধানীর বাজারে এখনো ক্রেতা উপস্থিতি কম। আবার ঈদুল আজহার কোরবানি মাংসও রয়েছে বেশিরভাগ ঘরে। যে কারণে ডিম-মুরগির চাহিদা কম।

অন্যদিকে বাজারে পোটল, ঢ্যাঁড়স ও ঝিঙের মতো বিভিন্ন সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে মিলছে। বড় বাজার, আবার ভ্রম্যমাণ দোকানে দাম আরো কম। বিক্রেতারা জানিয়েছেন, ঈদের পর থেকে রাজধানীর বাজারে সবজির দাম নিম্নমুখী।


আরও খবর

পেঁয়াজ উৎপাদনে আশার খবর

রবিবার ০৬ জুলাই ২০২৫

ঢাকায় ক্রমাগত বাড়ছে সবজির দাম

শুক্রবার ০৪ জুলাই ২০২৫




কালো টাকা বৈধ করার পথ বন্ধ

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ জুলাই ২০২৫ |

Image

বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল, তা বাতিল করে নতুন অর্থবছরের বাজেটে পাস করেছে উপদেষ্টা পরিষদ। ফলে কালো টাকা সাদা করার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

২২ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেই বিধান বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না।

এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সামাজিক নিরাপত্তা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে আগামী (২০২৫-২৬) অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয় ৮১ হাজার ৭০০ কোটি টাকা। সেটি বাড়িয়ে ৯১ হাজার ৭০০ কোটি টাকা করে বাজেট পাস করা হয়েছে। এতে এ খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা মাত্রা ৫ দশমিক ৫০ শতাংশ ধরেছি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।


আরও খবর

পেঁয়াজ উৎপাদনে আশার খবর

রবিবার ০৬ জুলাই ২০২৫

ঢাকায় ক্রমাগত বাড়ছে সবজির দাম

শুক্রবার ০৪ জুলাই ২০২৫




মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রকাশিত:বুধবার ১৮ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ |

Image

ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল নিউইয়র্ক টাইমস। তারা জানিয়েছেন, ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়— সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। কারণ তেহরানের কাছে অল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে, তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইরানের সেনাবাহিনী।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটিতে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে।


আরও খবর



মানিকগঞ্জে সবজি চাষে প্লাস্টিক মালচিং পেপার, স্বপ্ন বুনছেন চাষি

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

মাহবুবুল আলম রিপন, স্টাফ রিপোর্টার:

গেল বছর বিভিন্ন জাতের সবজি চাষ করে বেশ লোকসান হওয়ার পর হাল ছেড়ে দেন মানিকগঞ্জের তরুণ চাষি সাইফুল ইসলাম। পুঁজি হারিয়ে দিশাহারা হয়ে পড়েন। তবে নিজের পুঁজি না থাকলেও তার স্বপ্ন পূরণে এগিয়ে আসে ওয়েভ ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিট। ফলে চলতি মৌসুমে বিভিন্ন জাতের সবজি আবাদ করে গতবারের লোকসান কাটিয়ে লাভের আশায় স্বপ্ন বুনছেন ওই কৃষক।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের কৃষক সাইফুল ইসলাম। গত বছর তিনি শসা, চিচিংগা, করলা চাষ করেন। তবে কাঙ্ক্ষিত ফলন আর বাজার দর ভালো না পাওয়ায় লাভ তো দূরের কথা সেচ, সার-কীটনাশসহ শ্রমিকের মুজুরি খরচও তুলতে পারেননি। ফলে চলতি মৌসুমে আর কৃষি কাজ করবেন বলে চিন্তা করেন। অবশেষে আর্থিক সহযোগিতাসহ কৃষি কাজে সবজি চাষের বিভিন্ন দিকনির্দেশনা পাওয়ায় নিজের সিদ্ধান্ত বদলে চলতি মৌসুমের বিভিন্ন ধরণের সবজির চাষবাদ শুরু করেছেন। স্বপ্ন বুনছেন গতবারের লোকসান কাটিয়ে ওঠার। 


জানা গেছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১০টি ইউনিয়নে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন সমন্বিত কৃষি ইউনিট। এ কার্যক্রমের আওতায় চলতি বছর গ্রীষ্মকালীন মৌসুমে কৃষক সাইফুলকে বিভিন্ন সবজির বীজ, জৈব সার, ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ এবং প্লাস্টিক মালচিং পেপার সরবরাহ করা হয়। যা দিয়ে ২৫ শতাংশ জমিতে শসা, চিচিংগা, করলার আবাদ করেন তিনি। প্লাস্টিক মালচিং পেপার ব্যবহার করায় পানি সেচ এবং রাসায়নিক সার কম লেগেছে। ফলে গতবারের তুলনায় তার উৎপাদন খরচও প্রায় অর্ধেক হয়েছে। এ জন্য এবার চাষাবাদের খরচ বাদে লাভের প্রত্যাশ করছেন এই কৃষক। শুধু কৃষক সাইফুলই নয়, তার উপজেলার উপকারভোগী কৃষক রয়েছেন ৫৯১ জন। আর গ্রীষ্মকালীন মৌসুমের উপকারভোগী কৃষকের সংখ্যা ৮০ জনের মতো। 

সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় কৃষক সাইফুলের। আলাপকালে তিনি ঢাকা পোস্টকে বলেন, গতবছর সবজি চাষ করে লোকসান হয়। চাষাবাদের খরচও তুলতে পারি নাই। হতাশ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আর সবজি চাষাবাদ করবো না। আর আমার তেমন পুঁজিও ছিল না। তবে ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে আমি আর্থিক সহযোগিতা পাই এবং কৃষি কাজের নানা ধরনের দিকনির্দেশনাসহ প্রশিক্ষণ নিই। 

তিনি বলেন, এবার ২৫ শতাংশ জমিতে চিচিংগা, করলা আবাদ করেছি। তারা (ওয়েভ ফাউন্ডেশন) আমাকে 

আর্থিকভাবে সহযোগিতা করেছে বলেই এবারও সবজি চাষ করছি। প্লাস্টিক মালচিং পেপার ব্যবহার করে আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। ইতোমধ্যে ৯০ কেজি চিচিংগা এবং প্রায় ৫০ কেজি করলা বিক্রি করেছি। আশা করছি এবার লাভবান হবো। গত বছরের তুলনায় এবার খরচ কমেছে প্রায় অর্ধেক, ফলনও অনেক ভালো হয়েছে। আমার দেখা দেখি গ্রামের অনেকেই এবার প্লাস্টিক মালচিং পেপার ব্যবহার শুরু করেছেন।


ওয়েভ ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মৃন্ময় রায় বলেন, জৈব পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছি। কৃষি কাজে জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহারে এখন আগের তুলানায় বেড়েছে। এ ছাড়া আবাদে খরচ কম হওয়ায় দিন দিন কৃষকরা মালচিং পদ্ধতির দিকে ঝুঁকছেন। 

মালচিং পদ্ধতিতে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলনও বেড়েছে।


সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, মাটির উর্বরতা বাড়াতে জৈব পদ্ধতিতে চাষাবাদ ও জৈব বালাইনাশক ব্যবহারের বিকল্প নেই। মালচিং পদ্ধতিতে চাষাবাদকে জনপ্রিয় করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। শুরুতে পুরো উপজেলায় কয়েকজন কৃষক এই পদ্ধতিতে চাষাবাদ করলেও এখন এর সংখ্যা অনেক বেড়েছে। আগামীতে আরও বাড়বে বলে জানান তিনি।


আরও খবর



পথশিশুদের ৫৮ শতাংশেরই নেই জন্মসনদ

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৫ জুলাই ২০২৫ |

Image

দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রায় ৯১ শতাংশ সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়েছেন। এই জনগোষ্ঠী চরম দারিদ্র্যের মধ্যে দিনযাপন করছেন এবং জীবিকার তাগিদে তাদের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করছেন। এছাড়া সরকার দেশের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য হাতেগোনা কয়েকটি কর্মসূচি গ্রহণ করলেও পথশিশুদেরও প্রায় ৯৪ শতাংশ সরকারের কোনো রকমের সুযোগ-সুবিধা পাচ্ছেন না। পথে বেড়ে উঠা শিশুদের ৫৮ শতাংশেরই জন্মসনদ নেই, যার ফলে তারা শিক্ষার অধিকারসহ সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের এক জরিপে উঠে এসেছে।

কারিতাস বাংলাদেশের অ্যাডভোকেসি অফিসার রবিউল আলম জরিপের ফলাফল তুলে ধরে বলেন, জরিপে অংশগ্রহণকারী পথশিশুদের ৫৮.২ শতাংশ (৩৮৮ জন) শিশুর জন্মসনদ নেই। জন্মসনদ না থাকা এসব শিশুর ৭১.৪ শতাংশ নিজের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর জানে না। যার ফলে জন্ম নিবন্ধন করতে তারা নানা সমস্যার মধ্যে পড়ছেন।

জরিপের পথশিশুদের শিক্ষার বিষয়েও হতাশাজনক চিত্র উঠে আসে। জরিপে অংশ নেওয়া মোট শিশুর মধ্যে ৫১.৬ শতাংশ বর্তমানে স্কুল/মাদরাসায় পড়ছে না। সরকারে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অংশগ্রহণকারী শিশুর সংখ্যা মাত্র ৫.৭ শতাংশ (৩৮-জন); বাকি প্রায় ৯৪.৩ শতাংশ পথশিশু সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কারিতাস বাংলাদেশ আয়োজিত মিডিয়া পরামর্শ সভায় জরিপের ফলাফল তুলে ধরা হয়। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী শহরের ৬৬৭ জন পথশিশু ও বস্তি এলাকায় বসবাসরত ১ হাজার ২৪৬টি পরিবারের ওপর জরিপ পরিচালিত হয়।

সমীক্ষায় অংশ নেওয়া বস্তি এলাকায় বসবাসরত ১ হাজার ২৪৬টি পরিবারের মধ্যে ৯২.৭ শতাংশ পরিবার নিম্নবিত্ত শ্রেণির (১২,৫০০ টাকার নিচে আয়), এসব পরিবারের ৯১.৭ শতাংশ কোনো সরকারি সুরক্ষা সুবিধা পায়নি। এসব পরিবারের মধ্যে ৩৮.১ শতাংশে পথশিশু হয়ে যায়। বস্তি এলাকায় বসবাসরত ৪৪.৪ শতাংশ পরিবারের সব শিশুর জন্মসনদ থাকলেও ৩২.৯ শতাংশ পরিবারের কোনো শিশুরই জন্মসনদ নেই বলে জরিপে উঠে আসে।


আরও খবর