Logo
শিরোনাম

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ থাকবে : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ থাকবে।



আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।



আদিলুর রহমান খান বলেন, গণআন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট নিয়ে এসেছি, আমাদের স্বল্প সময়ে সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। এখানে দুর্নীতির তো কোনো প্রশ্নই আসে না। দুর্নীতির বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। অন্যায় অবিচারের যে প্রশ্ন এসেছে সে বিষয়ে আমাদের টিম সজাগ থাকবে। ভবিষ্যৎ যাতে ভিন্ন হয় সেজন্যই আমাদের দায়িত্বে আসা।



শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোন কাজে অগ্রাধিকার দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, গ্যাসের কিছু সমস্যা আছে, ক্ষুদ্র শিল্পেও কিছু বিষয় আছে, এ ছাড়া কিছু পরিবেশবান্ধব কাজ, যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত করণ শিল্প ও জাহাজ শিল্প খাতকে পরিবেশবান্ধব অবস্থায় আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করা হবে। আমরা প্রতিদিনই বসব এবং কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, তা করব।



সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। যতদূর সম্ভব আমরা কাজ করব। শিল্পের উৎপাদনের বিষয়টি আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি যাতে গ্যাসের সমস্যার কারণ অ্যাড্রেস করতে পারি। আর এসব কাজগুলো করলে শিল্প মন্ত্রণালয়ের লোকসানের পরিমাণ কমে আসবে।



তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লোকসান কমে আসবে বলে আশা করছি।


আরও খবর

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




গণপরিবহনে শৃঙ্খলা আনা এখন সময়ের দাবি

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।

মঙ্গলবার বিকালে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএ এর সভাকক্ষে আয়োজিত গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মন্তব্য করেন।

সভাপতি আরো বলেন, ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত আধুনিকীকরণ করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণপরিবহনে শৃঙ্খলা আনতে নাগরিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভাপতি বলেন, গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন কারো একার পক্ষে সম্ভব নয়, এখানে সবারই দায় রয়েছে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় বক্তারা গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে নানাবিধ সমস্যা চ্যালেঞ্জ এর কথা তুলে ধরেন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে মতামত প্রদান করেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি ডিটিসিএ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, সকল অংশীদারদের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত বাসের রুট পারমিট চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত সকল অংশীজনের সাথে আলোচনা করা, ক্যাপাসিটি বিল্ড আপ করা, -টিকিট চালু করা এবং ধীরে ধীরে গণপরিবহন ব্যবস্থাকে অটোমেশনে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন সম্পর্কিত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সমাজের প্রতিনিধি সহ বাস মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর



বিভিন্ন ইউনিটের ৫৭ পুলিশ কর্মকর্তাকে ডিএমপিতে পদায়ন

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ জন কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি বা পদায়ন করা হয়েছে।



মঙ্গলবার (২৭ আগস্ট) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।



ডিএমপিতে বদলি বা পদায়নের আদেশ পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা হলেন- সিআইডির মোহাম্মদ মোস্তফা কামাল, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আহম্মদ আলী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, এপিবিএনের এ এস এম মুক্তারুজ্জামান, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, পুলিশ সদর দফতরে সংযুক্ত থাকা ও বান্দরবনে বদলির আদেশপ্রাপ্ত মুঈদ মোহাম্মদ রুবেল, মুন্সীগঞ্জের ইয়াসিনা ফেরদৌস, এপিবিএনের এস এম মিজানুর রহমান, কক্সবাজারের মো. জসিম উদ্দীন চৌধুরী, বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) মো. ফজলুল করিম, কুড়িগ্রামের মো. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আকরামুল হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) শেখ শরীফ-উজ-জামান, টাঙ্গাইলের মুহাম্মদ সারোয়ার হোসেন, পটুয়াখালীর রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, গাজীপুরের নাজমুস সাকিব খান, শেরপুরের আরাফাতুল ইসলাম, পাবনার মো. জিয়াউর রহমান, গাজীপুরের রোকনুজ্জামান সরকার, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সদর দফতরের তানিয়া সুলতানা।



এছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) শাহেদ আহমেদ, এপিবিএন মাঈন উদ্দিন চৌধুরী, শরীয়তপুর  গোসাইরহাট সার্কেলের আবু সাঈদ, বরিশালের মো. মেহেদী হাছান, ব্রাহ্মণবাড়িয়ার মো. সোনাহর আলী, কক্সবাজার সদর সার্কেলের মো. মিজানুর রহমান, নরসিংদী এস. এ এম ফজল-ই-খুদা, নড়াইল সদর সার্কেলের মো. দোলন মিয়া, খুলনার এস এম আল-বেরুনী, এমআরটি পুলিশের মো. মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা মো. নাজিম উদ্দীন আল আজাদ, পুলিশ সদর দফতরের মাহফুজ্জামান সরকার, পুলিশ সদর দফতরে সংযুক্ত মো. শওকত আলী, পুলিশ সদর দফতরের হাফিজুল ইসলাম বাবু, শিল্পাঞ্চল পুলিশের মো. আব্দুল্লাহ-আল-মামুন, এপিবিএন মকবুল হোসেন, পুলিশ সদর দফতরের মো. জাহিদ হোসেন, মো. তানভীর হোসেন, সাগর দিপা বিশ্বাস, এপিবিএন সৈয়দ ফয়ছল ইসলাম, ফরিদপুর ভাঙ্গা সার্কেলের তালাত মাহমুদ শাহানশাহ, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মো. আমিনুল কবীর তরফদার, বান্দরবান সদর সার্কেলের মো. শাহ আলম, রংপুর মহানগর পুলিশের মফেলা খাতুন মেমী, এপিবিএন মহিউদ্দীন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের কাজী আবু সাঈদকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।



একই আদেশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঝালকাঠীর রাজাপুর সার্কেলের মো. মাসুদ রানা, বগুড়ার শিবগঞ্জ সার্কেলের তানভীর হাসান, বান্দরবান রুমা সার্কেলের মো. জুনায়েদ জাহেদী, গাইবান্ধার সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের বদলির আদেশ প্রাপ্ত উদয় কুমার সাহা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লার দাউদকান্দি সার্কেলের কবীর সোয়েব ও রাজশাহী সারদার বিপিএ শারমিন আকতার চুমকিকে ডিএমপির এসি হিসেবে বদলি করা হয়েছে।



এর আগে পৃথক আরেক আদেশে দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত ৫২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় পুলিশের অন্যান্য ইউনিটে বদলি করা হয়েছে।


আরও খবর

বিচার বিভাগে ব্যাপক রদবদল

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪




বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কাজে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image
বুধবার, ২১ আগস্ট ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১


 নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (বাসস) : বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম আজ বুধবার (২১ আগস্ট)  বিকেল ৫টা থেকে শুরু হয়েছে। 
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। 
পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মোবাইল নম্বর ০১৭১৩-০৩৮১৮১।   এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা গ্রহণ করা যাবে। 
উল্লেখ্য, মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশনসমূহ এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও  সেবাগ্রহণকারী সকলেই দিবারাত্রি ২৪ ঘণ্টা বন্যা-সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন। 


আরও খবর



বন্যার্তদের ১০৭০ জন পরিবারের পাশে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মো: হ্নদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

বন্যার্তদের জন্য উপহার সামগ্রী নিয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দেশের পূর্বাঞ্চলে সংগঠিত ভয়াবহ বন্যায় জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১২ জেলা।এই সংকটময় পরিস্থিতে মাওলানা  ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(মাভাবিপ্রবি) বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের সাহায্যের জন্য কাজ করছে।


বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ২৯শে আগস্ট (বুধবার) দিবাগত রাত ১২ টার পর  প্রায় ১৬ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ২টি ট্রাক ও ২টি বিশ্ববিদ্যালয়ের বাসে করে বন্যাদুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী।


রসায়ন বিভাগের শিক্ষার্থী জিয়াউর রহমান জানান,আমরা ৪ দলে ভাগ হয়ে ১০৭০ টি পরিবারের জন্য প্যাকেট করা উপহার সামগ্রীর

৪৮০টি ফেনী, ৪০০টি লক্ষীপুর, ১২০টি নোয়াখালী ও ৭০টি কুমিল্লা জেলায় নিয়ে যাবো। একটি বাস ও ট্রাক ফেনী ও কুমিল্লার উদ্দেশ্যে আরেকটি বাস ও ট্রাক নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।


অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইবাদত আলী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের সহায়তায় দেশজুড়ে গণত্রাণ সংগ্রহের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আর্ত-মানবতার সেবায় আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সামাজিক  সংগঠনসমূহ এগিয়ে এসেছি ।তিনি আরো জানান, আমাদের দেওয়া প্রতিটি প্যাকেজে থাকছে চাল,ডাল, শুকনা খাবার, শুকনা কাপড়, বাচ্চাদের খাবার, প্রয়োজনীয় ঔষধ, বিশুদ্ধ পানিসহ প্রায় ২৫ প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।


ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের শিক্ষার্থী আলামিন ফকির জানান মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সকল ক্রিয়াশীল সংগঠন, আঞ্চলিক ও আদিবাসী ছাত্র সংগঠনসমূহের উদ্যোগে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক,  কর্মকতা, কর্মচারীসহ আমাদের  যৌথ প্রচেষ্টায় আমরা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছি।


পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বী বলেন, বন্যার পানি কিছুটা কমলেও এখনো বেশকিছু অঞ্চলে বন্যার পানি পুরোপুরি শুকায়নি। ফলে তাদের পক্ষে রান্না করে খাওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা শুকনা খাবারের বিষয়টি মাথায় রেখে প্রতিটি প্যাকেটে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট ও খেজুর রেখেছি। এছাড়াও বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, সাবান, মোমবাতি, দিয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন ও জরুরী ওষুধপত্র দিয়েছি। আশা করি একটা পরিবারের কয়েকদিনের শুকনো খাবারের যে প্রয়োজনীয়তা, এর মাধ্যমে কিছুটা হলেও পূরণ হবে।


বিগত ৭ দিন যাবৎ টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় সামগ্রী, জামা-কাপড় ও প্রায় সাড়ে ১৮ লাখ টাকা সংগ্রহ করেন মাভাবিপ্রবি শিক্ষার্থীরা।


আরও খবর



নওগাঁয় ট্রাক্টকের ধাক্কায় দাদার মৃত্যু, নাতি হাসপাতালে

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় মোটরসাইকেল যোগে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন দাদা ও নাতি, পথে ট্রাক্টকের ধাক্কায় দাদার মৃত্যু, গুরুতর আহত অবস্থায় নাতি হাসপাতালে। এমর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা টু জলছত্র পাকা সড়কের সিংগী বাজার এলাকায়।

নিহত ব্যক্তি হলেন, মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের লুৎফর রহমান মোল্লা (৬৯)। এসময় লুৎফর রহমান মোল্লার নাতি


ফয়সাল আহমেদ ওরফে রনি (২১) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন স্থানিয়রা। স্থানিয় সুত্র জানায়, নিহত লুৎফর রহমান মোল্লা ও তার নাতি ফয়সাল আহমেদ ওরফে রনি দু'জন একটি মোটরসাইকেল যোগে সিংগী গ্রামের জৈনক শহিদুল ইসলাম এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে সিংগী বাজারে পৌছালে এসময় একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানিয়রা ছুটে এসে লুৎফর রহমান মোল্লাকে মৃত অবস্থায় দেখতে পান এবং তার নাতি কে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে তাকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। নিহত ও আহত এর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সড়ক দূর্ঘটনার সাথে সাথে থানা পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে নিহত লুৎফর রহমানের মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশি হেফাজতে নেয়।


আরও খবর