এবার বাঙালির কন্ঠ ও ঢাকা সাহিত্য পুরষ্কার পাচ্ছেন বরেন্দ্র অঞ্চলের লেখক এম এ ওয়াজেদ
দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় লক্ষ্য ফারুকের
বুধবার ২১ আগস্ট ২০২৪
জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ আর নেই
বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪
চুক্তি নবায়ন করতে হবে এজেন্সিগুলোর
শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক কাজ নিবন্ধন। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এ নিবন্ধন কার্যক্রম শুরু করতে হলে এজেন্সিগুলোকে শিগগিরই হজ অফিসের সঙ্গে চুক্তি নবায়নের নির্দেশনা দিয়েছে সরকার। তা না হলে, হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে।
এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত ২৯ আগস্ট স্মারকের শর্ত (ছ) অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও আয়কর সনদের হালনাগাদ কাগজসহ হজ অফিসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যথায় এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
এদিকে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হজ নিবন্ধনে প্রথম দিন ২৯ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে একজন বেসরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা সরকারি ব্যবস্থাপনায়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এতে আরও বলা হয়, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
অপরদিকে, গত দু’বছর হজে খরচ অনেক বেশি বেড়ে যাওয়ায় সৌদির দেওয়া কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালন করেছেন ৮৫ হাজার ২৫২ জন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কত টাকা কমাবে সেটি এখনও বলেননি।
যেভাবে নিবন্ধন করা যাবে : ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।
ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা
বুধবার ১৭ জুলাই ২০২৪
নতুন গিলাফে জড়ানো হলো পবিত্র কাবা
রবিবার ০৭ জুলাই ২০২৪
বিভিন্ন ইউনিটের ৫৭ পুলিশ কর্মকর্তাকে ডিএমপিতে পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ জন কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি বা পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
ডিএমপিতে বদলি বা পদায়নের আদেশ পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা হলেন- সিআইডির মোহাম্মদ মোস্তফা কামাল, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আহম্মদ আলী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, এপিবিএনের এ এস এম মুক্তারুজ্জামান, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, পুলিশ সদর দফতরে সংযুক্ত থাকা ও বান্দরবনে বদলির আদেশপ্রাপ্ত মুঈদ মোহাম্মদ রুবেল, মুন্সীগঞ্জের ইয়াসিনা ফেরদৌস, এপিবিএনের এস এম মিজানুর রহমান, কক্সবাজারের মো. জসিম উদ্দীন চৌধুরী, বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) মো. ফজলুল করিম, কুড়িগ্রামের মো. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আকরামুল হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) শেখ শরীফ-উজ-জামান, টাঙ্গাইলের মুহাম্মদ সারোয়ার হোসেন, পটুয়াখালীর রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, গাজীপুরের নাজমুস সাকিব খান, শেরপুরের আরাফাতুল ইসলাম, পাবনার মো. জিয়াউর রহমান, গাজীপুরের রোকনুজ্জামান সরকার, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সদর দফতরের তানিয়া সুলতানা।
এছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) শাহেদ আহমেদ, এপিবিএন মাঈন উদ্দিন চৌধুরী, শরীয়তপুর গোসাইরহাট সার্কেলের আবু সাঈদ, বরিশালের মো. মেহেদী হাছান, ব্রাহ্মণবাড়িয়ার মো. সোনাহর আলী, কক্সবাজার সদর সার্কেলের মো. মিজানুর রহমান, নরসিংদী এস. এ এম ফজল-ই-খুদা, নড়াইল সদর সার্কেলের মো. দোলন মিয়া, খুলনার এস এম আল-বেরুনী, এমআরটি পুলিশের মো. মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা মো. নাজিম উদ্দীন আল আজাদ, পুলিশ সদর দফতরের মাহফুজ্জামান সরকার, পুলিশ সদর দফতরে সংযুক্ত মো. শওকত আলী, পুলিশ সদর দফতরের হাফিজুল ইসলাম বাবু, শিল্পাঞ্চল পুলিশের মো. আব্দুল্লাহ-আল-মামুন, এপিবিএন মকবুল হোসেন, পুলিশ সদর দফতরের মো. জাহিদ হোসেন, মো. তানভীর হোসেন, সাগর দিপা বিশ্বাস, এপিবিএন সৈয়দ ফয়ছল ইসলাম, ফরিদপুর ভাঙ্গা সার্কেলের তালাত মাহমুদ শাহানশাহ, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মো. আমিনুল কবীর তরফদার, বান্দরবান সদর সার্কেলের মো. শাহ আলম, রংপুর মহানগর পুলিশের মফেলা খাতুন মেমী, এপিবিএন মহিউদ্দীন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের কাজী আবু সাঈদকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঝালকাঠীর রাজাপুর সার্কেলের মো. মাসুদ রানা, বগুড়ার শিবগঞ্জ সার্কেলের তানভীর হাসান, বান্দরবান রুমা সার্কেলের মো. জুনায়েদ জাহেদী, গাইবান্ধার সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের বদলির আদেশ প্রাপ্ত উদয় কুমার সাহা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লার দাউদকান্দি সার্কেলের কবীর সোয়েব ও রাজশাহী সারদার বিপিএ শারমিন আকতার চুমকিকে ডিএমপির এসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে পৃথক আরেক আদেশে দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত ৫২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় পুলিশের অন্যান্য ইউনিটে বদলি করা হয়েছে।
রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
বিচার বিভাগে ব্যাপক রদবদল
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
পুতিনের কাছে মোদি ইউক্রেন যুদ্ধ অবসানের প্রতি সমর্থন ব্যক্ত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে বলেছেন, তিনি যুদ্ধ-বিধ্বস্ত দেশটি সফরের পর ইউক্রেনে চলমান সংঘাতের দ্রুত অবসান সমর্থন করেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ফোনালাপের একদিন পর পুতিনের সাথে তার এই আলাপ হয়েছে। আলাপে মোদি নয়া দিল্লির সংলাপ ও কূটনীতির পক্ষে ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
৭৩ বছর বয়সী মোদি, রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক উষ্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছেন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্বের প্রতি আস্থা রেখেছেন। খবর এএফপি’র।
নয়াদিল্লি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার সুস্পষ্ট নিন্দা জানানোকে এড়িয়ে উভয় পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন। মোদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, তিনি পুতিনের সাথে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের বিষয়ে মতবিনিময় করেছেন এবং ‘সাম্প্রতিক ইউক্রেন সফর থেকে তাঁর অন্তভঙ্গি শেয়ার করেছেন।
সংঘাতের দ্রুত, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সমর্থন করার লক্ষ্যে ভারতের দৃঢ় প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মোদি সম্প্রতি মস্কোতে পুতিনকে আলিঙ্গন করায় ক্ষুব্ধ ইউক্রেনীয়দের পরিদর্শন করতে শুক্রবার কিয়েভ যান এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন, ‘যুদ্ধ করে কোন সমস্যার সমাধান হবে না।’
শীতল যুদ্ধের পর থেকে ভারত ও রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যার ফলে ক্রেমলিন দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে।
ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের কারণে অত্যন্ত কম দামে প্রধান সরবরাহকারী হয়ে অপরিশোধিত তেল প্রদানের মাধ্যমে ভারত রাশিয়ার প্রয়োজনীয় রপ্তানি বাজার উঠেছে। এতে করে নাটকীয়ভাবে তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হয়েছে, ভারত মস্কোর যুদ্ধের কোষাগারকে শক্তিশালী করার সাথে সাথে বিলিয়ন ডলার সাশ্রয় করেছে।
ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেয়া কোয়াড গ্রুপের সদস্য।
পদত্যাগে রাজি, বললেন মমতা
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
নোবিপ্রবিতে পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোঃ সিনান তালুকদার - নোবিপ্রবি প্রতিনিধি,
ভাতকুড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ
সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4
বাকৃবির শিক্ষক - কর্মচারীদের চেষ্টায় ভ্যাকসিন সেন্টারের চোর আটক
শুক্রবার ৩০ আগস্ট ২০২৪
নওগাঁয় দূর্বৃত্তের হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি'র মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু হয়েছে।
নওগাঁর সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতরাতে সাংগঠনিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে উপজেলার মানিকুড়া নামক স্থানে পৌঁছলে ৭-৮ জনের দূর্বৃত্তের দল পথরোধ করে অতর্কিত হামলা শুরু করে এতে গুরুতর আহত হন জামায়াত নেতা কাফি, স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ প্রদান করেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির উপর অতর্কিত হামলার ঘটনায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ। শহীদ আব্দুল্লাহিল কাফির জানাজা আগামীকাল সকাল ৯টায় সাপাহার উপজেলার কাওয়াভাষা গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছেন।
''জেলা আমিরের শোক ও তীব্র প্রতিবাদ''
দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম এর আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, সেক্রেটারী নাজমুল হোসাইন, নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খম আব্দুর রাকিব, সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম । তারা আজ এক শোকবার্তায় বলেন আব্দুল্লাহিল কাফি বরেন্দ্র জনপদে ইসলামী আন্দোলনের একজন অন্যতম বীর সিপাহী ছিলেন, তার রাজনৈতিক জনপ্রিয়তাই হামলার অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন জেলা আমীর। তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং এরসাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোকবার্তায় জেলা আমীর জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির শাহাদাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের তাওফীক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মানিকগঞ্জে শহীদ রফিক সেতুর টোল বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪