
মুক্তি পেয়েছে 'তুফান', 'ময়ূরাক্ষী', 'রিভেঞ্জ', 'ডার্ক ওয়ার্ল্ড', ও 'আগন্তুক'।
শাকিব-চঞ্চলের
‘তুফান’
পাঁচ
সিনেমার মধ্যে প্রচার দৌড়ে এবং দর্শক আগ্রহে এগিয়ে রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। এর মূল
আকর্ষণ কেবল শাকিব খান নন। অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার নায়িকা মিমি
চক্রবর্তীসহ, দেশের নাটক-সিনেমা জগতের দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক
পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন রাফি। প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার। তাতে শাকিবের
দ্বৈত চরিত্রের আভাস মিলেছে।
পুলিশ
বুবলীর 'রিভেঞ্জ'
শবনম
বুবলী ও জিয়াউল রোশান অভিনীত 'রিভেঞ্জ' মুক্তি পাচ্ছে দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে।
নির্মাতা
ও প্রযোজক মোহাম্মদ ইকবাল গ্লিটজকে বলেন, "এখন পর্যন্ত ৩০টার
মত হল বুকিং হয়েছে। এই সংখ্যা বাড়বে বলে বুঝতে পারছি। চূড়ান্ত হলে সবাইকে জানানো
যাবে।"
ময়ূরাক্ষী' কেবল সিনেপ্লেক্সে
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনার মুক্তি পাচ্ছে 'ময়ূরাক্ষী'। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গ্লিটজকে বলেন," 'ময়ূরাক্ষী' সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে। সিঙ্গেল হলগুলো টার্গেট করা হচ্ছে না।
কলকাতার
অভিনেত্রী নিয়ে 'ডার্ক ওয়ার্ল্ড'
প্রযোজনা
প্রতিষ্ঠান ‘দ্য
অভি কথাচিত্র’ থেকে মুক্তি পাচ্ছে 'ডার্ক ওয়ার্ল্ড' ও 'আগন্তুক' নামের দুই সিনেমা।
‘অভি
কথাচিত্রের’ কর্ণধার জাহিদ হাসান অভি বলেছেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ যমুনা
ব্লকবাস্টার সিনেমাস ছাড়াও ময়মনসিংহের পূরবী, ফতুল্লার বনানী,
জয়পুরহাটের নাজমাসহ ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সিনেমাটি
পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও
কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
আগন্তুক', জুটি বেঁধেছেন পূজা ও শ্যামল
পূজা
চেরি ও শ্যামল মাওলাকে জুটি করে ‘আগুন্তক’ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছিলেন সুমন
ধর। সিনেমা পরিচালানও করছেন তিনি।