
মাভাবিপ্রবি প্রতিনিধি
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস উদ্যোগে ইফতার মাহফিল ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ১ম গেট সংলগ্ন থেকে শুরু করে টাঙ্গাইলের শহরে বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ অর্থায়নে নিজের সাধ্যমতো এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি রাবিউল হাসান তানভী বলেন "আমরা নিজের দায়িত্ববোধ থেকে চেষ্টা করছি দরিদ্র-অনাহারি মানুষদেরকে একবেলা ইফতারের আয়োজন করার।এভাবেই সকলকে এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান রইল সকলের প্রতি।
উক্ত সংগঠনটির সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসিবুল হাসান বলেন "বগুড়া এ্যাসোসিয়েশন এর উদ্যোগে ছিন্নমূল পথশিশু ও অসহায় গরীব মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। আমরা নিজ সাধ্যমতো চেষ্টা করেছি অসহায় দুস্তমানুষের সাথে পবিত্র মাহে রমজানের উৎফুল্লতা ভাগাভাগি করে নেওয়ার। আমরা মনে করি আমাদের চারপাশে যেসকল দরিদ্র অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাড়িয়ে মানবতার হাতকে সামনে অগ্রসর করা আমাদের নৈতিক দায়িত্ব। সেকারণে আজ আমাদের এই ক্ষুদ্রপ্রচেষ্টা। বগুড়া এ্যাসোসিয়েশন সবসময় মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামীতেও নিজেদের সাধ্যমতো মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবো।আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।