Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীকে বরণ করতে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image
মাহাবুব হোসেন, কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি ::


কুষ্টিয়ার কুমারখালীতে এশিউর গ্রুপের চেয়ারম্যানকে বরণ করে নিতে হাজারো বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। শনিবার বিএনপির নেতাকর্মীরা কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বরণ করতে যান রাজবাড়ী জেলার বিলজানি। পরবর্তীতে কুমারখালী পৌঁছে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শনিবার সকাল থেকেই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদিকে বরণ করার জন্য।

বেলা ১২ টার দিকে কুষ্টিয়া ও কুমারখালীর নেতাকর্মীরা প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে রাজবাড়ী জেলার বিলজানি পৌঁছান তাদের প্রিয় নেতাকে বরণ করতে। বিলজানি থেকে শেখ সাদিকে নিয়ে নেতাকর্মীরা কুমারখালীতে পৌঁছে পান্টি ও বাগুলাট ইউনিয়নে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন। পরবর্তীতে শেখ সাদির গ্রামের বাড়ি নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে প্রায় ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত বাবুল , কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম সুমন , কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, সহ-সমন্বয়ক জিল্লুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি  মোহাম্মদ মিথুন, কুমারখালী থানা বিএনপির আহবায়ক লুৎফর রহমান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, কুমারখালী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সবুজ , কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাইদুর ইসলাম., কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন, বাগুলাট বিএনপির আহবায়ক ইব্রাহিম শামিম , কয়া বিএনপির আহবায়ক আতিয়ার রহমান , জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সদস্য সচিব রাজু আহমেদ,  বিএনপি নেতা খাইরুল বাশার , শরীফ মালিতা, সাবেক কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাক হোসেন প্রমূখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী থানা ছাত্রদল কুমারখালী থানা যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি জানান, কুমারখালী আমার জন্মস্থান। এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে কুমারখালী পৌরসভার কাজীপাড়ায় ইতিমধ্যে হসপিটাল করার প্রস্তুতি নিয়েছেন।

হসপিটালে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ায় হবে তাদের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি এলাকার মানুষের জন্য ভালো কিছু করার মানুষিকতা নিয়ে বিএনপি থেকে কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন পেতে  আগ্রহী বলেও জানান তিনি। দেশে সুস্থ ধারার রাজনৈতিক চর্চা শুরু হলে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেন।

আরও খবর



জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন ট্রাম্প

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব পারমাণবিক স্থাপনা ধব্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরো হামলার হুমকি দিয়েছেন। খবর এএফপির।

স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ‌‘সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। তিনি হুমকি দিয়েছেন, তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানো হবে।

গভীর রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি- তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।

তিনি আনো বলেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।

তবে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ।

দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরনা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।

এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই এসব স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলে থাকতে পারে।


আরও খবর



রোহিঙ্গাদের জন্য ৮.৬৭ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য জরুরি অবকাঠামো উন্নয়ন ও মৌলিক সেবা সম্প্রসারণে ৮ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ২২ টাকা ধরে)। এই অর্থের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান এবং ২ কোটি ৮১ লাখ ডলার সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে। অর্থটি আসবে এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ)’ থেকে, যা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত তহবিল।

‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, সড়ক ও সেতু, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ সহনশীলতার মতো মৌলিক সেবা সম্প্রসারণ করা হবে।

প্রকল্প বাস্তবায়নে দুই অঞ্চলভিত্তিক পৃথক কৌশল নেওয়া হবে, যাতে স্থানীয় চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়। এতে যোগাযোগ ও পরিষেবায় প্রবেশাধিকার বৃদ্ধির পাশাপাশি সরকারের প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতাও জোরদার হবে বলে জানিয়েছে এডিবি।

সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং স্থানীয়দের সঙ্গে সামাজিক সংহতি গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা সন্তুষ্ট।”

তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে এই খাতে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে এডিবি। নতুন অর্থায়নসহ এ পর্যন্ত রোহিঙ্গা সংকট মোকাবেলায় সংস্থাটির মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার।


আরও খবর

পেঁয়াজ উৎপাদনে আশার খবর

রবিবার ০৬ জুলাই ২০২৫

ঢাকায় ক্রমাগত বাড়ছে সবজির দাম

শুক্রবার ০৪ জুলাই ২০২৫




শাকিব খানকে প্রশংসায় ভাসালেন বাঁধন

প্রকাশিত:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

দুই দশকেরও বেশি সময় দেশের চলচ্চিত্রে রাজত্ব করে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই হলে দর্শকের উপচে পড়া ভিড়। এবার শাকিবের প্রতি ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

২৩ জুন নিজের সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিব খানের প্রশংসা করে বাঁধন লেখেন, ‘আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।’

তিনি আরো বলেন, ‘শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে। তাই তার প্রতি আমার আন্তরিক সম্মান।’

শাকিব খানকে ঘিরে দর্শকদের নিঃশর্ত ভালোবাসার কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি লেখেন, ‘মানুষ তাকে যেভাবে নিঃশর্ত ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন। তার সব কাজের জন্য শুভকামনা রইল।’

এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। এতে শাকিব খানের সঙ্গে আরো অভিনয় করেছেন সাবিলা নূর, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজী সিদ্দিকী, এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত।

অন্যদিকে ঈদের উৎসবে মুক্তি পেয়েছে বাঁধনেরও সিনেমা ‘এশা মার্ডার’। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন অভিনয় করেছেন পুলিশ অফিসারের চরিত্রে।


আরও খবর



সূফীবাদের দৃষ্টিতে শরীয়ত ও ত্বরীক্বতের মধ্যে সম্পর্ক কি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক :

সূফীগণ সব সময় শরীয়ত ও ত্বরীক্বতকে ওতপ্রোতভাবে জড়িত মনে করেন।এই দাবির সমর্থনে কয়েকটি প্রমাণ পেশ করছি। "মিরকাত শরহে মিশকাতের" ১ম খণ্ড ২৫৬ পৃষ্ঠায় আল্লামা মোল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি তা'য়ালা আলাইহি লিখেন- ইমাম মালেক ইবনে আনাছ রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু বলেন-


من تفقه ولم يتصوف فقد تفسق ومن تصوف ولم يتفقه فقد

تزندق ومن جمع بينهما فقد تحقق


উচ্চারণঃ মান তাজাক্কাহা ওয়ালাম ইয়াতা মাউওয়াফ ফাক্বাদ তাফাচ্ছাক্বা ওয়া মান তাসাউওয়াফা ওফা লাম ইয়াতা ফাক্বক্বাহ ফাক্বাদ তাযানদাক্বা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাক্বাদ তাহাক্ব ক্বাক্বা।


অর্থাৎ, যে ব্যক্তি ফিকহ অর্জন করেছে তবে তাসাউফের দীক্ষায় দীক্ষিত হয়নি,সে ফাসেক।আর যে ব্যক্তি তাসাউফ অর্জন করেছে ঠিক,কিন্তু ফিকহের প্রতি উদাসীন্য প্রদর্শন করেছে,সে জিনদিক বা ধর্মহীন হয়ে গেছে।পক্ষান্তরে যে ব্যক্তি উভয়টাকে একত্র করতে পেরেছে,সে প্রকৃত সত্য পেয়েছে।


আর "রিসালাতুল কুশাইরিয়্যাহ এর ৪৩ পৃষ্ঠায় ইমাম আবুল কাশেম আল-কুশাইরী লিখেন-


 كل شريعة غير مؤيدة بالحقيقة غير مقبول وكل حقيقة غير مقيدة

لشريعة فغير يحصول


উচ্চারণঃ কুল্লু শরীয়াতিন গাইরু মুআই-য়াদাতিন বিল হাক্বীক্বাতি গাইরু মাকবূলিন ওয়া কুল্লু হাক্বীক্বাতিন গাইরু মুক্বাইয়াদাতিন লি শারীয়াতিন ফাগাইরু- মাহসূলিন।


অর্থাৎ, যে শরীয়তকে ত্বরীক্বত সমর্থন করেনা, তা অগ্রহণযোগ্য। আর ত্বরীক্বত অর্থাৎ, যে যদি শরীয়ত কর্তৃক সংরক্ষিত না হয়,তাহলে ত্বরীক্বত অনর্জিতই থেকে যায়।


"মিরকাত শরহে মিশকাত” গ্রন্থে আল্লামা মোল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি তা'য়ালা আলাইহি লিখেন, শায়খ আবু তালেব মক্কী "কুয়্যাতুল কুলুব" কিতাবে শরীয়ত ও ত্বরীক্বত প্রসঙ্গে লিখেন- 


هما علمان اصليان لا يستغنى احد هما عن الآخر بمنزلة الاسلام والايمان مرتبط كل منهما بالآخر كالجسم والقلب لا ينفك احد

عن صاحبه


উচ্চারণঃ হুমা ইলমানি আসলিয়ানি লা-ইয়াস তাগনী- আহাদুহুমা আনিল আখিরি বি-মানযিলা তিল ইসলামি ওয়াল ঈমানি মুরাত তাবাতুন কুললু মিনহুমা বিল- আখিরি কাল জিসমি ওয়াল ক্বলবি লা-ইয়ান ফিকু আহাদুন আন সাহিবিহি।


অর্থাৎ, এই দুইটি এমন এলেম যার একটি অন্যের থেকে অমুখাপেক্ষী হতে পারে না যেমন ঈমান ও ইসলাম গভীরভাবে সম্পর্কিত।অথবা যেমন শরীর আর আত্মা, একটা আরেকটা হতে কখনো আলাদা হতে পারে না।


ইমাম গাযযালী রহমাতুল্লাহি তা'য়ালা আলাইহি তো এ বিষয়ে 'আল-মুনকিয মিনাদ দালালাহ' নামে একটি স্বতন্ত্র গ্রন্থও রচনা করেছেন।তিনি তাঁর বিশ্ব বিখ্যাত গ্রন্থ ইহয়াউ উলুমুদ্বীন' এ 'সূফীদের কর্মপন্থা বিশুদ্ধ হওয়ার প্রমাণ' নামে এক অধ্যায়ে এই দাবির সমর্থন করেছেন।


শরীয়ত ও ত্বরীক্বত পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়া এবং সূফীদের পন্থা বিশুদ্ধ হওয়ার প্রমাণ পেশ করার পর ইমাম গাযযালী রহমাতুল্লাহি তা'য়ালা আলাইহি 'ইহয়াউ উলুমুদ দ্বীন' ৩য় খণ্ড ২০-২১ পৃষ্ঠায় লিখেন-


لو جمع كل ما ورد فيه من الآيات والاخبار والآثار مخرج عن الحصر


উচ্চারণঃ লাও জামায়া কুললু মা উরিদা ফিহি মিনাল আয়াতি ওয়াল আখবারি ওয়াল আছারি লিখুরুজি আনিল হাছারি।


অর্থাৎ, যদি এ বিষয়ে আয়াত,হাদীস,এবং সাহাবাদের আছারকে একত্র করা যায়,তাহলে তার সিলসিলা অগণিত হয়ে যাবে।


শাইখুল ইসলাম যাকারিয়া আনসারী রহমাতুল্লাহি তা'য়ালা আলাইহি বলেন,


الشريعة ظاهر الحقيقة والحقيقة باطن الشريعة وهما متلازمتان لا

يتم احدهما الا الآخر


উচ্চারণঃ আশশারীয়াতু জাহিরুল হাক্বীক্বাতি ওয়াল হাক্বীক্বাতু বাতিনুশ-শরীয়াতি ওয়া হুমা মুতালা যিমাতানি লা-ইয়াতিমমু আহাদুহুমা ইল্লাল আখির।


অর্থাৎ, শরীয়ত হলো ত্বরীক্বতের বাহ্যিক রূপ।আর ত্বরীক্বত হলো শরীয়তের অভ্যন্তরীণ রূপ।এদের একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত।একটি আরেকটি ছাড়া কখনো পরিপূর্ণ হতে পারে না। (শরহর রিসালাতুল কুশাইরিয়্যাহ ৪৩ পৃষ্ঠা) শাইখুল ইসলাম আল্লামা প্রফেসর ড. তাহের আল কাদেরী হাফেজাহুল্লাহ 'হাকীকতে তাসাউফ' কিভাবে ঈকাযুল হিমম ১ খণ্ড ৮ পৃষ্ঠার বরাত দিয়ে লিখেন- শাইখ যারদাক রহমাতুল্লাহি তা'য়ালা আলাইহি বলেন,


النسبة التصوف من الدين نسبة الروح من الجسد


উচ্চারণঃ লি নিসবাতিত তাসাউওয়াফি মিনাদ দ্বীনি নিসবাতুর রুহি মিনাল জাসাদি।


অর্থাৎ, শরীরে রূহের যে স্থান,ধর্মে তাসাউফের সেই স্থান।বিশ্ব বিখ্যাত ফতওয়ায়ে শামী ৩য় খণ্ড ৩০৩ পৃষ্ঠা আল্লামা শামী রহমাতুল্লাহি তা'য়ালা লিখেন-


 الطريقة والشريعة متلازمتان لان الطريق الى الله لها ظاهرها

وباطنها فظاهرها الشريعة والطريقة وباطنها الحقيقة


উচ্চারণঃ আত্ ত্বরীক্বাতু ওয়াশ শারীয়াতু মুতালা যিমাতানি লি আন্নাত ত্বরীক্বা ইলাল্লাহি লাহা জাহিরুহা ওয়া বাতিনুহা ফাজাহিরুহা আশ শারীয়াতু ওয়াত ত্বারীক্বাতু ওয়া বাতিনুহা আল হাক্বীক্বাতু।


অর্থাৎ, শরীয়ত ও ত্বরীক্বত পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত,কারণ আল্লাহর পক্ষ থেকে রাস্তার একটি বহিরঙ্গ আছে,আরেকটি অন্তরঙ্গ রয়েছে।বহিরঙ্গ হলো শরীয়ত ও ত্বরীক্বত এবং অন্তরঙ্গ হলো হাকীকত।


আল্লাহ তা'য়ালা "সূরা আনকাবুত" এর ৬৯ নং আয়াতে ইরশাদ করেন-


وَالَّذِينَ جَاهَدُوا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا


উচ্চারণঃ ওয়াল্লাজীনা জাহাদূ ফীনা লা-নাহদিয়ান্নাহুম সুবুলানা।


অর্থাৎ- যারা আমার সন্তুষ্টির পথে সাধনায় আত্মনিয়োগ করে,আমি অবশ্যই তাঁদেরকে আমার পথে পরিচালিত করব।


সুতরাং বুঝা গেলো,শরীয়ত হলো সাধনা করা।পথ প্রাপ্তি ও প্রত্যক্ষ দর্শন হলো ত্বরীক্বত।অন্য ভাষায়, বাহ্যিক রূপের অন্তর্লোকীয় পথ প্রদর্শন হলো ত্বরীক্বত। তাই সাধনা না করলে প্রত্যক্ষ দর্শন কিভাবে হবে! শরীয়ত ছেড়ে দেয়া হলে ত্বরীক্বত অর্জিত হওয়ায় কোনো অর্থই হয় না,কারণ উভয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত।

[email protected] 


আরও খবর

কারবালার ৭২ জন শহীদের নাম

রবিবার ০৬ জুলাই ২০২৫




চৌহালী সচেতন ছাত্র সমাজের সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশিত:শুক্রবার ২০ জুন ২০25 | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

‎মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) সপ্তমবারের মতো তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ‎

‎ শুক্রবার (২০ জুন) সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

‎নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান (বাপ্পী)।

‎কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতিইমরান হোসাইন (বুটেক্স), আশিকুর রহমান রানা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইদুল ইসলাম (চৌহালী সরকারি কলেজ), পিয়ারুল ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়),যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সায়মন (আইইউবিটি), মুছা মিয়া (পাবনা মেডিকেল কলেজ), আসাদুল ইসলাম (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ), নাহিদ হোসেন (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নুরুল ইসলাম (সিটি ইউনিভার্সিটি), জোনায়েদ ইসলাম পলক(ইসলামিক বিশ্ববিদ্যালয়),সাংগঠনিক সম্পাদক হাবিব মুহিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাসেল রানা (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

‎২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত 'সচেতন ছাত্র সমাজ (সিএসএস)' প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছে। সংগঠনটি গ্রামের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, ভর্তি সহায়তা, একাডেমিক ক্লাসসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎এছাড়াও সংগঠনটি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, আর্থিক সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

‎প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও চৌহালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায় এক দশক ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

‎প্রকাশিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা।


আরও খবর