Logo
শিরোনাম

এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীকে বরণ করতে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মাহাবুব হোসেন, কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি ::


কুষ্টিয়ার কুমারখালীতে এশিউর গ্রুপের চেয়ারম্যানকে বরণ করে নিতে হাজারো বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। শনিবার বিএনপির নেতাকর্মীরা কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বরণ করতে যান রাজবাড়ী জেলার বিলজানি। পরবর্তীতে কুমারখালী পৌঁছে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শনিবার সকাল থেকেই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদিকে বরণ করার জন্য।

বেলা ১২ টার দিকে কুষ্টিয়া ও কুমারখালীর নেতাকর্মীরা প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে রাজবাড়ী জেলার বিলজানি পৌঁছান তাদের প্রিয় নেতাকে বরণ করতে। বিলজানি থেকে শেখ সাদিকে নিয়ে নেতাকর্মীরা কুমারখালীতে পৌঁছে পান্টি ও বাগুলাট ইউনিয়নে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন। পরবর্তীতে শেখ সাদির গ্রামের বাড়ি নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে প্রায় ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত বাবুল , কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম সুমন , কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, সহ-সমন্বয়ক জিল্লুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি  মোহাম্মদ মিথুন, কুমারখালী থানা বিএনপির আহবায়ক লুৎফর রহমান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, কুমারখালী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সবুজ , কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাইদুর ইসলাম., কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন, বাগুলাট বিএনপির আহবায়ক ইব্রাহিম শামিম , কয়া বিএনপির আহবায়ক আতিয়ার রহমান , জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সদস্য সচিব রাজু আহমেদ,  বিএনপি নেতা খাইরুল বাশার , শরীফ মালিতা, সাবেক কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাক হোসেন প্রমূখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী থানা ছাত্রদল কুমারখালী থানা যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি জানান, কুমারখালী আমার জন্মস্থান। এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে কুমারখালী পৌরসভার কাজীপাড়ায় ইতিমধ্যে হসপিটাল করার প্রস্তুতি নিয়েছেন।

হসপিটালে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ায় হবে তাদের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি এলাকার মানুষের জন্য ভালো কিছু করার মানুষিকতা নিয়ে বিএনপি থেকে কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন পেতে  আগ্রহী বলেও জানান তিনি। দেশে সুস্থ ধারার রাজনৈতিক চর্চা শুরু হলে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেন।

আরও খবর



নওগাঁর কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

সিনিয়র রিপোর্টার:

নওগাঁ জেলা সদর উপজেলার কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা একযোগে আন্দোলন শুরু করেন। আন্দোলন বিক্ষোভ কালে শ্লোগান দেয় অপদার্থ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। স্কুলের শিক্ষক, আয়া, পিয়ন, সুইপার নিয়োগে দুর্নিতী মোটা অংকের টাকা আত্মসাৎ সরকারি অনুদান ক্রীড়া সামগ্রীর অর্থ, স্কুলের উন্নয়ন মূলক কাজের অর্থ আত্মসাৎ ক্লাস ফাঁকি ইত্যাদি অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে 


শিক্ষার্থী এবং অভিভাবকগন তাদের পদত্যাগ দাবী করলে দুই শিক্ষক সেচ্ছায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করে বিদায় নেন।

মুঠোফোনে পদত্যাগ করা শিক্ষকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরও খবর



রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহীতে মাসিক অপরাধ পর্যালোচনা  জেলা পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার সময় রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভার সভাপতি ছিলেন রাজশাহী পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান । সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিতকরণের নির্দেশ এ সভায় দেওয়া হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়। 

এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায়, সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারকরণের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।

আরও খবর

বিচার বিভাগে ব্যাপক রদবদল

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪




যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::


অটো পাসের দাবিতে যশোর এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাব যশোর এর সামনে ডা. আব্দুর রজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাসিন নূর প্রিয়ম’র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২০২৪ সালের অনুষ্ঠিত না হওয়া অবশিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল সহ পরীক্ষা প্রদেয় বিষয়ের উপর মূল্যায়ন করে ফলাফল দেওয়ার দাবি জানানো হয়।


পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। যশোর শিক্ষাবোর্ড পুনরায় স্থগিত হওয়া পরীক্ষার রুটিন দিলেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনিচ্ছা পোষণ করছেন। তাদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মধ্য অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন, তাদের বিষয় বিবেচনা করে যশোর শিক্ষাবোর্ড যাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বিষয় গুলোর উপর যথা যথো মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করেন।


আরও খবর



নোয়াখালীতে 'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ সিনান তালুকদার নোবিপ্রবি প্রতিনিধি;

আজ (১৫ ই আগস্ট) নোবিপ্রবিসহ নোয়াখালীর সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে  'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ টায় মাইজদী বাজার থেকে মিছিল শুরু হয়ে পৌর বাজার এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরে গুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন "নোয়াখালীর আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সুবিচার নিশ্চিত সহ নানান স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।


পৌর বাজার এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নোয়াখালী জেলায় আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন " দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন‌ হয়েছে। চলমান আন্দোলনে আওয়ামী লীগে ও এর অঙ্গ সংগঠন গুলো যে পরিমাণ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারপর তাদের আর কোনো অধিকার নেই রাজনীতি করার। ফলেই সাধারণ শিক্ষার্থীরা নোয়াখালী জেলায় আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা করছে।"


বৈষম্যহীন সমাজ গড়ার আশা ব্যক্ত করে নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ  বলেন -" ৭১ সালে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ৩০ লক্ষ্য শহিদের বিনিময়ে ও আমরা একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু ২৪ সালের গন আন্দোলন আমাদের আশা‌ দেখাচ্ছে। সকলে শ্রেণী- পেশার মানুষের জন্য সম অধিকার নিশ্চিত করার মাধ্যমে আমার সোনার বাংলাদেশ গড়বো।


আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি করে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক মাজহারুল ইসলাম  বলেন " কোনো খুনি যেন ছাড় না পায়। প্রত্যেক অপরাধিকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠ বিচার সম্পন্ন করতে হবে।" আহতদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এ শিক্ষার্থী।


অবস্থান চলাকালে বিভিন্ন স্লোগান ও গানে গানে মেতে উঠে শিক্ষার্থীরা।


আরও খবর



নওগাঁয় অনৈতিক সম্পর্কের অভিযোগ, তোপের মুখে পদত্যাগ করলেন শিক্ষক

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ

একাধিক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তোপের মুখে নুর মোহাম্মদ নামের (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) এক সহকারী শিক্ষক পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান শিক্ষকের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে সেনাবাহিনীর পাহারায় বাড়ি যান তিনি। পদত্যাগ করা শিক্ষক নওগাঁ জেলার বদলগাছীর কোলা বিজলি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

জানা যায়, কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ বিগত কয়েক বছর ধরে স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি প্রাইভেট পড়ানোর সময় স্কুলের মেন গেটে তালা মেরে ছাত্রীকে নিয়ে দীর্ঘসময় দরজা বন্ধ অবস্থায় থাকে। বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে এলে তা প্রকাশ পায়। ঘটনাটি প্রকাশ হওয়ার পর পরই গতকাল শিক্ষার্থী, অভিভাবক ও  এলাকাবাসী ঐ শিক্ষকের পদত্যাগের দাবি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট যান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কয়েক জন শিক্ষক ঘটনার সত্যতা জানার জন্য কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা পান। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী সহ কোলা হাটের সাধারণ মানুষ স্কুল ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। তাদের চাপের মুখে শিক্ষক নুর মোহাম্মদ পদত্যাগ করেন। পদত্যাগের পর ও এলাকাবাসী স্কুল ঘেরাও করে রাখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ লিখন তার ছাত্র সমাজকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলায় ব্যার্থ হয়ে বদলগাছী উপজেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। তাদের সহযোগীতায় এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে শিক্ষক নুর মোহাম্মদকে বাড়ী পৌঁছে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছী উপজেলার সমন্বয় মোঃ লিখন বলেন, ঐ শিক্ষকের সাথে একাধিক ছাত্রীর অনৈতিক সম্পর্ক এমন অভিযোগে এলাকাবাসী স্কুল ঘেরাও করে রাখে। আমি আমার ছাত্র সমাজকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলায় ব্যার্থ হয়ে সেনাবাহিনীর সহযোগীতা নেই।

এবিষয়ে জানতে শিক্ষক নুর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে তিনি ইস্তফাপত্রে লেখেন, সবিনয় নিবেদন এই যে আমি মোঃ নুর মোহাম্মদ, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে অত্র বিদ্যালয়ে কর্মরত আছি। আমার পারিবারিক ও শারীরিক সমস্যা জনিত কারণে অদ্য ২০/৮/২৪ তারিখে আমার পদ হইতে সেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পার্থ কুমার মন্ডল শিক্ষক নুর মোহাম্মদ গতকাল সন্ধ্যার পর চাকরি থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন।


আরও খবর