
উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী(কুড়িগ্রাম) :
"দুনিয়ার মজদুর এক হও,বাঁচার জন্য লড়াই করো"মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে,কুড়িগ্রামের ফুলবাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রসাশন জাতীয় শ্রমিক লীগ, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন কুলি শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। সোমবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে আয়োজনের সমাপ্তি করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন দাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার,ভাইস চেয়ারম্যান, আব্দুল লতিফ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, মজিবর রহমান, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারত্তয়ার পারভেজ, উপজেলা একাডিমিক সুপার ভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মুকুল মিয়া বিদ্যুৎ, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের সভাপতি আব্দুল মালেক লিচু, সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক,উপজেলা ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর ইসলাম, হোটেল ও রেস্তোরাঁ সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক, রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।