Logo
শিরোনাম

গজারিয়ায় করিম খাঁ ক্রিকেট প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২৭০জন দেখেছেন

Image

গজারিয়া প্রতিনিধি : "মাদক মুক্ত সমাজ মানে অপরাধ মুক্ত সমাজ , আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি " এই স্লোগান কে সামনে রেখে ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের উওরপশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে করিম খাঁ ক্রিকেট প্রিমিয়ার লিগে ৪র্থ সিজনের খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসলেম প্রধান, আশাদ সরকার , মালেক প্রধান , শামীম প্রধান ,  আব্দুল জব্বার খান , রফিক সরকার , মিলন চোকদার , নাছির উদ্দিন , মোস্তফা শিকদার, আলাউদ্দিন সরকার, ছলিম সরকারসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় এলকার যুব সমাজ ১. বীরবাঙ্গালী-৫২, ২. অগ্নিশিখা-৬৯, ৩. স্বাধীন বাংলা-৭১, ৪. উদ্দীপ্ত-২১।

এই চারটি দলে বিভক্ত হয়ে সরাদিন ব্যাপী খেলায় অংশগ্রহণ করে।উক্ত খেলায় উদ্দীপ্ত ২১ বিজয়ী ও স্বাধীন বাংলা ৭১ রানার্সআপ হয়। অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

এসময় প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধূলা। খেলাধুলা শারিরীক সুস্থতার জন্যও প্রয়োজনীয়। তাই যুবকদের আহ্বান করবো খেলাধূলায় সক্রিয় হয়ে উঠতে এবং মাদককে না বলতে।



আরও খবর



দশমিনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

মোঃ নাঈম হোসাইন দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখলী দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কারা হয়। 

দিবসটি যথাযথ মর্যাদায় পালনে শুক্রবার সকাল ৯ টায় পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে উপজেলা প্রশাসন,  উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ,  প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হসান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগন।                       


আরও খবর



নওগাঁর মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসন এর সংসদ সদস্য, সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা পরিষদ এর সদস্য গোলাম নুরানী আলাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। 

স্বাগত বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম। তিনি জানান, মহাদেবপুর উপজেলায় বর্তমানে নীট ভোটার পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৬শ' ৭৭ জন ও মহিলা ১ লাখ ৩৩ হাজার ২শ' ৩৬ জন। নারী-পুরুষ মোট ২ লাখ ৬৭ হাজার ৯শ' ১৩ জন। এছাড়া ১৮ বছরের নীচে তালিকাভূক্ত করা হয়েছে পুরুষ ৩ হাজার ৭০ জন ও মহিলা ১ হাজার ৯শ' ৯৫ জন সহ মোট ৫ হাজার ৬৫ জন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৬শ' ৭২ জনের এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮শ' ১৮্ জনের মাঝে। নতুন ভোটার হয়েছেন ১৭ হাজার ৩শ' ৭২ জন। ভোটারের ঠিকানা স্থানান্তর করা হয়েছে ৩ হাজার ৫শ' ৩১ জনের। জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে ১ হাজার ৭শ' ৭৭ জনের। হারানো জাতীয় পরিচয় পত্র নতুন করে দেয়া হয়েছে ১ হাজার ১শ' ২৩ জনকে। 

শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ করে।

এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, বর্তমান সরকারের আমলে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভোট পরিচালনা করবেন।


আরও খবর



নেত্রকোনায় তিন উপজেলায় মডেল মসজিদের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :

দেশে ৩য় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার তিনটি মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।  

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলার বারহাট্টা উপজেলার আটপাড়া সড়কের রেল লাইনের ওপারে কোর্ট বিল্ডিং এলাকায় স্থাপিত  প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মসজিদের নীচ তলা কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ ও ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক শফিকুর রহমান সরকার বক্তব্য রাখেন।  

এসময় মুসুল্লি গণ সহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 

সাধারণ মানুষ এমন আধুনিক মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পেয়ে অত্যন্ত খুশি প্রকাশ করেন। 

সেইসাথে শহরের বাইরে হওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন,  যেগুলো বাকী আছে সেগুলো যেন নীতিমালা অনুযায়ী করা হয় সে জন্য  সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। 

তবে ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, মসজিদ নির্মাণের আগে কোন কাজ নেই তাদের যে কারণে সঠিক জায়গায় করার বিষয়ে কোন হস্থক্ষেপ করতে পারেননি তারা। 

সাংবাদিকদের এক প্রশ্নে জেলা প্রশাসক জানান, এক সময় শহর বর্ধিত হলে মানুষ সমাগমও বেড়ে যাবে।

উল্লেখ্য,  জেলার ১০ উপজেলায় মোট সাধারণ মসজিদ রয়েছে ৫৫১৬ টি। এছাড়াও মডেল মসজিদ নির্মান হচ্ছে আরও ১১ টি। তারমধ্যে বারহাট্টা,  মদন ও কেন্দুয়া এই তিন উপজেলার মসজিদের কাজ সমাপ্ত হয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।  

বারহাট্টা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমি এই মডেল মসজিদের ইমাম নিয়োগ প্রাপ্ত হয়ে আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি উদ্যোগের জন্য। পূর্বে কখনো আমরা চিন্তাও করি নাই যে আমাদের জেলা শহরে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবে আবার পুরুষ মহিলা একসাথে জামায়াতে নামাজ আদায়ের সুব্যবস্থা হবে। তবে এই মডেল মসজিদটি যদি জেলা সড়কের পাশে হত তাহলে আরও অনেক ভাল হত।

বারহাট্টা মডেল মসজিদের এক মুসুল্লি জানায়, এমন একটি মসজিদ হবে আমরা জীবনে চিন্তাও করতে পারি না। এই মসজিদে নামাজ পড়ে সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি এমন আরও হাজার হাজার মহৎ উদ্যোগ নিতে পারেন।


আরও খবর



টোল না দিয়েই পদ্মা সেতু পারের অভিযোগ এমপি গোলাপের বিরুদ্ধে

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

শাহ আলম ইসলাম নিতুল : সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে টোল না দিয়ে পদ্মা সেতু পার হওয়ার অভিযোগ উঠেছে।

সেতুর টোল প্লাজার কর্মীরা জানিয়েছেন, আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে জাজিরা এলাকার দিকে যাওয়ার সময় মাওয়া টোল প্লাজায় টোল পরিশোধ না করেই পদ্মা সেতু ব্যবহার করে পার হয়ে যায় এমপি গোলাপের গাড়ি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন গোলাপ। তার গাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরের অংশ ছিল না বিধায় নিয়ম অনুযায়ী তার টোল পরিশোধের কথা।

পদ্মা সেতুর মাওয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী (টোল) রাজন চন্দ্র বিশ্বাস বলেন, 'একজন এমপি টোল পরিশোধ না করেই মাওয়া প্রান্ত দিয়ে সেতু ব্যবহার করে চলে গেছেন। এ ঘটনায় ব্যবস্থা নিতে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'

নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতুর অপর এক প্রকৌশলী জানান, গাড়িটি ছিল এমপি গোলাপের এবং তিনিই টোল না দিয়ে গাড়ি নিয়ে চলে যান। টোল প্লাজার কর্মীরা তাকে টোল পরিশোধ করার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।

টোল পরিশোধ না করার অভিযোগ বিষয়ে জানতে চাইলে এমপি আব্দুস সোবহান গোলাপ বলেন, 'টোল পরিশোধ না করার বিষয়টি আমি নিশ্চিত না। আই অ্যাম নট শিওর।

টোল প্লাজার কর্মীদের ওপর ক্ষিপ্ত হওয়ার জানতে চাইলে বলেন, 'আমি ক্ষিপ্ত হইনি। ড্রাইভার কোনো মিস্টেক করেছে কি না, জেনে জানাতে হবে।'

টোল পরিশোধ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে 

সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, "আমি নিশ্চিত না, আই অ্যাম নট সিউর"। 

তিনি বলেন, "আমি কোন ক্ষিপ্ত হইনি, ড্রাইভার কোন মিস্টেক করেছে কিনা জেনে জানতে হবে।


আরও খবর



মহাদেবপুরে স্কুল ও কলেজ ছাত্রীসহ ৫ জন নারীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বুধবার দুপুরে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে। এনিয়ে গত ৭দিনে মহাদেবপুর থানা পুলিশ স্কুল ছাত্রীসহ মোট ৫ জন নারীর মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের পর স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করেছেন। একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জন-সচেতনা ও পারিবারিক সচেতনার অভাব রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

সবশেষ বুধবার ১৫ মার্চ দুপুরে উদ্ধার করা হয় দিপ্তী রাণী (১৬) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রীর মৃতদেহ। নিহত দিপ্তী রাণী নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের সুকুমার চন্দ্র মন্ডল এর মেয়ে ও কুঞ্জবন বন্দর কারিগরী বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। 

নিহত স্কুল ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ৯টারদিকে দিপ্তী রাণী তার শোবার ঘরের টিনের চালার বাশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘটনাটি জানতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন এবং ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান পুলিশ।

আগের দিন মঙ্গলবার ১৪ মার্চ দুপুরে উদ্ধার করা হয় রেশমা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃতদেহ। তিনি উপজেলার সদর ইউনিয়ন এর দক্ষিণ হোসেনপুর গ্রামের রাব্বি মন্ডলের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে গৃহবধূ রেশমা বেগম কীটনাশক পান করেন। জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

মহাদেবপুর থানার এস আই আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক সুরত হাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।

এছাড়া সোমবার ১৩ মার্চ দুপুরে উপজেলা সদরের বালুকাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় রঞ্জনী রানী (৬০) নামে এক গৃহবধূর মৃতদেহ। তিনি ওই এলাকার মৃত সন্তোষ চন্দ্র মন্ডলের স্ত্রী। বাড়িতে একা থাকার সুবাদে তিনি তার শয়ন ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেন।

রবিবার ১২ মার্চ বিকেলে উপজেলা সদরের লিচুতলা পূর্বপাড়া মহল্লায় নানা ফজলুর রহমানের বাড়ি থেকে মেরাজুম মনিরা মিম (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়ন এর মাদিশহর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে এবং মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী। সকালে মিম তার মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসে কাপড় কেনাকাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপুরে নানার বাড়ির দোতলার একটি ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। 

এছাড়া শুক্রবার ১০ মার্চ মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়ন এর বকাপুর গ্রাম থেকে জিন্নাতুন খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ। তিনি ঐ গ্রামের এনামুল হকের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ জিন্নাতুন তার শয়ন ঘরের টিনের চালের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানানো হয়। উপরোক্ত ঘটনায় থানায় পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে।


আরও খবর