
গজারিয়া প্রতিনিধি : "মাদক মুক্ত সমাজ মানে অপরাধ মুক্ত সমাজ , আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি " এই স্লোগান কে সামনে রেখে ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের উওরপশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে করিম খাঁ ক্রিকেট প্রিমিয়ার লিগের ৪র্থ সিজনের খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসলেম প্রধান, আশাদ সরকার , মালেক প্রধান , শামীম প্রধান , আব্দুল জব্বার খান , রফিক সরকার , মিলন চোকদার , নাছির উদ্দিন , মোস্তফা শিকদার, আলাউদ্দিন সরকার, ছলিম সরকারসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় এলকার যুব সমাজ ১. বীরবাঙ্গালী-৫২, ২. অগ্নিশিখা-৬৯, ৩. স্বাধীন বাংলা-৭১, ৪. উদ্দীপ্ত-২১।
এই চারটি দলে বিভক্ত হয়ে সরাদিন ব্যাপী খেলায় অংশগ্রহণ করে।উক্ত খেলায় উদ্দীপ্ত ২১ বিজয়ী ও স্বাধীন বাংলা ৭১ রানার্সআপ হয়। অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
এসময়
প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধূলা। খেলাধুলা
শারিরীক সুস্থতার জন্যও প্রয়োজনীয়। তাই যুবকদের আহ্বান করবো খেলাধূলায় সক্রিয় হয়ে উঠতে
এবং মাদককে না বলতে।