গৃহভিত্তিক নারীশ্রমিকদের শ্রম
আইন-২০০৬ ও লেবার ফোর্স সার্ভেতে অন্তর্ভুক্ত করা দাবি জানানো হয়েছে। এসব
নারীশ্রমিকের বর্তমান কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা পরিস্থিতির ওপর পরিচালিত
গবেষণার ফলাফলবিষয়ক একটি জাতীয় অবহিতকরণ (কনসালটেশন) ও পরামর্শমূলক কর্মশালায় এই
দাবি জানানো হয়।
মঙ্গলবার
(৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় হোটেল লেক ক্যাসেলে এক অনুষ্ঠানের
আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘কর্মজীবী নারী’।
এতে সহযোগিতা করে ফ্রেডরিখ ইবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশ কার্যালয়।
গৃহভিত্তিক
নারীশ্ররমিকদের নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান ও
ক্রিয়েটিভ পাথওয়েজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া হক। গবেষণার ওপর ভিত্তি
করে তিনি গৃহভিত্তিক নারী শ্রমিকদের বর্তমান কর্ম পরিস্থিতি ও সামাজিক সুরক্ষার
গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে
মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ
আবু ইউসুফ। তিনি বলেন, ‘গৃহভিত্তিক নারীশ্রমিকেরা কত ধরনের
কাজ করছেন, তা চিহ্নিত করে তাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষায় আনতে হবে। আনুষ্ঠানিক
প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হলে তাদের বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এ যুক্ত করতে হবে।’
দলগত
কাজের ভিত্তিতে নীতিনির্ধারকদের করণীয়, ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের করণীয় বিষয়ে
বেশকিছু সুপারিশ উঠে আসে কর্মশালায়। এগুলো ভবিষ্যত অ্যাডভোকেসি কার্যক্রম
পরিচালনার জন্য জরুরি। গবেষণা ও থিমেটিক আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলোর মধ্যে
আছে—গৃহভিত্তিক নারীশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে একটি বিশেষ দল
তৈরি, সংজ্ঞা নির্ধারণ করা, কত ধরনের গৃহভিত্তিক শ্রমিক রয়েছে তা ম্যাপিং করা এবং তাদের
সচেতনতা বৃদ্ধিসহ সংগঠন গড়ে তোলা।
কর্মজীবী
নারীর সহ-সভাপতি ও নারীশ্রমিক কণ্ঠ-এর যুগ্ম সমন্বয়ক উম্মা হাসান ঝলমলের
সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন বিশেষজ্ঞ সৈয়দ সুলতান
উদ্দিন আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন এফইএসের বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি
ড. ফেলিক্স গ্যার্ডেস। এতে থিমেটিক আলোচনার সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক
ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও অক্সফামের (বাংলাদেশ) প্রকল্প সমন্বয়ক
শাহাজাদী বেগম।
কর্মশালায়
আরো বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক তাসনুভা
অনন্যা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, কল-কারখানা
পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) ইফফাত আরা।
কর্মশালার
সঞ্চালনা ও সমাপনী বক্তব্য দেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা
সুলতানা। প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এফইএসের (বাংলাদেশ) প্রকল্প
উপদেষ্টা আরিফা এস আলম। অনুষ্ঠানে জাতীয়-আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ ট্রেড ইউনিয়ন
নেতা, গৃহভিত্তিক নারীশ্রমিকেরা অংশগ্রহণ করেন।