
মুজাহিদ সরকারঃ
কিশোরগঞ্জের ইটনায় চায়না জাল ব্যবসায়ীদের বাসায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ার জাল জব্দ করেছে ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার। পরে উপজেলার খোলা মাঠে ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান,ইটনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন(খসরু ঠাকুর) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহমেদের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
বুধবার (০৮ জুন) বিকালে আনসার বাহিনীর সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন । এ সময় কাউকে আটক করা হয়নি।
জানা যায়, উপজেলা ইটনা বাজার থেকেই অবৈধ চায়না দুয়ার জাল বা ডারকি জাল কিনে ফাঁদ পেতে দেশীও মাছ শিকার করছে স্থানীয় লোকজন। এ অভিযানে অবৈধ ১২০ টি চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এই চায়না দুয়ার জালের মূল্য আনুমানিক ছয় লাখ টাকার হবে বলে জানান মৎস্য বিভাগ।
উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার জানান, আমাদের বিশেষ মোবাইল কোর্টের অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভবিষ্যতে এমন অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।