
লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ
লালমনিরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত জেলা বিএনপির বাইসাইকেল র্র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।কোন প্রকার পুলিশি বাধা ছাড়াই স্থানীয় সোহরাওয়ার্দী মাঠে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর । তিনি এ সময় বলেন ইভিএম বুঝি না, একটা কথাই বুঝি এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই বাইসাইকেল্ রেলী গণতন্ত্রের র্যলী নতুন করে প্রাণ সঞ্চার করবে বিএনপির এই শক্তিকে ভয়পায় এই সরকারকে পদত্যাগ করতে হবে তার আগে নির্বাচন নয়
এর পরে তিনি র্র্যালীতে অংশগ্রহন করে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মাঠে বিকেলে ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করবেন মর্মে জানা গেছে । এর আগে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন, শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ অবস্থা করা হবে যতদ্রুত সম্ভব পদত্যাগ করে নিরোপেক্ষ সরকারেরঅধীনে নির্বাচন দিন।