Logo
শিরোনাম

জয়পুরহাট সুগার মিল জামে মসজিদের খতিব আব্দুল মতিন এর জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ০৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


জয়পুরহাট সুগার মিল জামে মসজিদের খতিব আব্দুল মতিন এর জানাযা নামাজ আজ শুক্রবার ৯ আগষ্ট/২৪ ইং সকালেঅনুষ্ঠিত হয়েছে।

মরহুমের জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন- যারা অন্যায় ভাবে অগ্নিসংযোগ,লুটতরাজ এবং মানুষের জান মালের ক্ষতি করছে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে, কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, যারা জুলুম করে তাদেরকে জুলুম করতে দেওয়া হবে না, এদেশে অন্য ধর্মের যে সকল লোক বসবাস করে তারা আমাদের ভাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন মরহুম ভাল মানুষ ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন, তার সকল নেক আমল কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

আরও খবর

পদত্যাগে রাজি, বললেন মমতা

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪




দেশবাসীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image
বাংলাদেশ সংবাদ সংস্থা
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১

ক্রিয়া প্রতিবেদকঃ : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন লাখ-লাখ মানুষ। পরিস্থিতি বিবেচনায় বন্যার্তদের পাশে প্রতিটি মানুষের দ্রুতই দাঁড়ানো উচিত বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটাররা। 
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্ট খেলছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে শরিফুল লিখেছেন, হে আল্লাহ বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলার জন্য বর্তমানে ইসলামাবাদে আছেন ব্যাটার তাওহিদ হৃদয়। বন্যা কবলিত মানুষের পাশে থাকতে না পারায় নিজেকে অসহায় মনে হচ্ছে তার। ফেসবুকে হৃদয় লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয়, যখন সরাসরি দেশের কোন দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, তারা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পরও পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’ 
তিনি আরও লিখেছেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন, ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
দেশে থাকলেও বন্যার্তদের পাশে থাকতে না পারায় হতাশ নুরুল হাসান সোহান। তিনি লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে বন্যার্তদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।


আরও খবর



রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে স্বামী শফিকুলের দুধ দিয়ে গোসল

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image




রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি 
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী এলাকার আমীর আলীর ছেলে।

শনিবার (২৪ আগস্ট) সকালে দীর্ঘ ১৬ বছরের  দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে চেয়ারম্যানের মোড়ে জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি।
এর আগে গত (২০ আগস্ট) তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সে ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দেন।

শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে।

গত বছর তিনেক আগ থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরপর বিভিন্ন সময় তার স্ত্রী ঝগড়া বিবাদ বাঁধিয়ে তার বাবার বাড়িতে চলে যান। এরপর তাকে অনেক বুঝিয়ে শফিকুলের সংসারে ফেরাতে ব্যর্থ হন তিনি।

শফিকুল ইসলাম আরো বলেন, আমার কপালে আল্লাহ যা লিখছেন তাই আমার হবে। আমি এই পারিবারিক কলহ থেকে মুক্তি পেয়েছি এটাই আমার জন্য আনন্দের ব্যাপার। ১৬ বছরে আমার স্ত্রী আমাকে অনেক নির্যাতন করেছে। আমি এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমি চাই আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে সে যেখানে ভালো থাকবে, সেখানেই ভালো থাকুক। আমি তার জন্য দোয়া করি। শফিকুল দুধ দিয়ে গোসল করবে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।


আরও খবর



জয়পুরহাটে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড জয়পুরহাটে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image



মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে সাত বছরের শিশু শুভ হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। নিহত শুভ কালাই কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জয়পুরহাট আদালতের কোট পরিদর্শক আবু বক্কর সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুল গফুর তোতার ৭ বছরের ছেলে শুভ নিজ বাড়ির অদূরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেখান থেকেই এক সময় সে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।

একপর্যায়ে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশু শুভর মাকে কল দিয়ে জানানো হয় যে, শুভকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল গফুর তোতা ওই নম্বরটি কালাই থানাকে জানায়। পর দিন ৪ মার্চ বিকেলে আব্দুল গফুর তোতার বাড়ির নিকটবর্তী একটি খড়ের গাদার ভেতর শুভর মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। এ খবর পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ওই দিনই শুভর বাবা আব্দুল গফুর তোতা বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ ওই মোবাইল নম্বরের কল লিস্টের সূত্র ধরে আসামি রেজাউল করিম ফকিরকে গ্রেপ্তার করেন। কালাই থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক সাইদুর রহমান ২০১৭ সালের ২৭ এপ্রিল রেজাউল করিম ফকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর আসামি রেজাউল করিম ফকিরকে আদালত থেকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।


আরও খবর



আগামীকাল ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ |

Image


 অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। দলটি প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকায় আসছে। কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর পরবর্তীতে ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

সেই টিমই চূড়ান্তভাবে হত্যার তদন্ত করবে। কারিগরি বিশেষজ্ঞ দলটি মূলত চূড়ান্তভাবে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্তভাবে তদন্তের কাজটি করবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগেও জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে। এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এ অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে।

তাদের ম্যান্ডেট (রাজনীতি) কী হবে, কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবে, এ বিষয়ে আরো আলোচনা হবে। প্রতিনিধিদল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অব রেফারেন্স (কাজের পরিধি), কাজের সময়সীমাসহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬৩০ জনেরও বেশি ছাত্র-জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ।


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




লালমনিরহাটে হিন্দুদের সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:

হিন্দুদেরকে নিয়ে ভারত যাওয়ার সাজানো নাটক করায় রাষ্ট্র বিরোধী মামলায় হাতিবান্ধার সাবেক এমপি মোতাহার হোসেন ও উপজেলা চেয়ারম্যান বাচুকে গ্রেপ্তারের দাবি করা সহ বাংলাদেশের হিন্দুদের ৬৫-৭০ ভাগ জমি দখল করেছে আওয়ামীলীগ নেতারা, হিন্দুদেরকে ব্যবহার করে বিএনপি চায় আলোকিত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সবাই সজাগ থাকবেন যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই একসাথে বুক মিলিয়ে থাকতে চাই, আওয়ামীলীগ নানান ষড়যন্ত্র করছে সেদিকে খেয়াল রাখবেন যাতে তার ষড়যন্ত্র করতে না পারে - লালমনিরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। স্থানীয় মিশন মোড় চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।  

এসনয় হিন্দু জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা বলেন, লালমনিরহাট জেলায় বিএনপি নেতা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুতেই আস্থা তাদের।  কয়েকটি কয়েকটি স্থানে আওয়ামিলীগের কমিটিতে থাকায় ৩/৪ জনের বাড়ীতে হামলা করায় জেলা বিএনপি দ্রুত সেই সকল নেতা কর্মীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করেন এবং যাতে করে আর কোন নতুন ঘটনা না ঘটে সেদিকে জেলাবাসীকে  সজাগ থাকতে সবাইকে বলেন ।


আরও খবর